পোস্টগুলি

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫৭ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫৭ -‘একা থাকা’ আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
     ##  A hellojanata.com  Presentation  -  প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫৭ - ‘একা থাকা’  আকরাম উদ্দিন আহমেদ। প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫৭ – একা থাকা!! আকরাম উদ্দিন আহমেদ। একা থাকা ! আমরা কি একা থাকতে পারি? উত্তর আসবে- পারি না। কারণ, স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে একা রাখেননি। পৃথিবীর প্রথম মানবের জন্য তিনি সঙ্গী সৃষ্টি করে পাঠিয়েছেন একাকীত্ব বা নিঃসঙ্গতা ঘোচানোর জন্য। শুধু মানুষ নয়, সৃষ্টি জগতের কোনো সৃষ্টিই একা নয়। মানুষ সামাজিক জীব, প্রয়োজনে পরিবার থেকে দূরে থাকলেও বন্ধু-বান্ধব ও মানুষের সাথে প্রয়োজনে অপ্রয়োজনে মিশতে হয়। নতুবা কেউ একা বাঁচতে পারে না। তথাপি মানুষ একা থাকে- একা থাকতে হয়। মানুষ কেন একা থাকে? আমরা তো একা থাকতে চাই না। খুব কম মানুষই চায় একাকী থেকে জীবন কাটাতে। কেউ পরিস্থিতির কারণে বাধ্য হয়ে একা থাকে, কেউ আবার স্বেচ্ছায়। কেউ আবার প্রিয়জনের অবহেলায় একাকিত্বকে বেছে নেয়। সঙ্গীত শিল্পী নচিকেতা যথার্থই গেয়েছেন- যদি কেউ কথা না কয় ওরে ও অভাগা, কেউ কথা না কয় তাতেও কিছু, যায় না এসে বোঝে যদি, তোর মনেরই কথা.. মনের কথা বোঝা বারে, একলা বলতে হয় যদি তোর ডাক শুনে, কেউ না আসে তবেই নাকি একলা