প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫৭ -‘একা থাকা’ আকরাম উদ্দিন আহমেদ।

    ## A hellojanata.com Presentation  - 

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫৭ -

‘একা থাকা’ 

আকরাম উদ্দিন আহমেদ।





প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫৭ –
একা থাকা!!
আকরাম উদ্দিন আহমেদ।

একা থাকা !

আমরা কি একা থাকতে পারি? উত্তর আসবে- পারি না। কারণ, স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে একা রাখেননি। পৃথিবীর প্রথম মানবের জন্য তিনি সঙ্গী সৃষ্টি করে পাঠিয়েছেন একাকীত্ব বা নিঃসঙ্গতা ঘোচানোর জন্য। শুধু মানুষ নয়, সৃষ্টি জগতের কোনো সৃষ্টিই একা নয়। মানুষ সামাজিক জীব, প্রয়োজনে পরিবার থেকে দূরে থাকলেও বন্ধু-বান্ধব ও মানুষের সাথে প্রয়োজনে অপ্রয়োজনে মিশতে হয়। নতুবা কেউ একা বাঁচতে পারে না। তথাপি মানুষ একা থাকে- একা থাকতে হয়।

মানুষ কেন একা থাকে? আমরা তো একা থাকতে চাই না। খুব কম মানুষই চায় একাকী থেকে জীবন কাটাতে। কেউ পরিস্থিতির কারণে বাধ্য হয়ে একা থাকে, কেউ আবার স্বেচ্ছায়। কেউ আবার প্রিয়জনের অবহেলায় একাকিত্বকে বেছে নেয়। সঙ্গীত শিল্পী নচিকেতা যথার্থই গেয়েছেন-

যদি কেউ কথা না কয়
ওরে ও অভাগা, কেউ কথা না কয়
তাতেও কিছু, যায় না এসে
বোঝে যদি, তোর মনেরই কথা..
মনের কথা বোঝা বারে, একলা বলতে হয়
যদি তোর ডাক শুনে, কেউ না আসে
তবেই নাকি একলা চলতে হয়…

আর যারা একাকী জীবন বা একাকীত্বকে উপভোগ করতে চায় বা পারে বা কিভাবে করতে হয় জানে তারাই একাকী পাড়ি দেয় জীবন নামক অজানা এ রহস্যময় মহাসমুদ্রে।

তার পরেও একা থাকা মানে অনেকটা স্বাধীনতা। যা আপনার ব‍্যক্তিত্বের বিকাশ ঘটায়, স্বকিয়তার পরিচয় পাওয়া যায়, অনেক বিষয়ে তড়িৎ সিদ্ধান্ত নেয়া যায়। আর ঠিক এ কারণেই প্রয়োজন সেল্ফ ডিসিপ্লিন। একাকি জীবন আপনাকে অনেক কিছু শেখাবে। একা থাকলে আপনি অনেককেই চিনতে পারবেন। মানুষের যে কতরূপ তা বুঝতে পারবেন। আত্মীয় হয়েও অনাত্মীর মতো আচরণ, আবার অনাত্মীয় হয়েও কত কাছের! আপনার জীবনে আসল বন্ধু কে, তা এই একা থাকার সময়টুকুতে জানতে পারবেন। আপনার বন্ধুদের আপনার জীবনে কতটুকু দরকার, আর কে কে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে, আপন ভাবে, তা কেবল বোঝা যায় এই একা থাকার সময়টাতেই।

উপলব্দি করতে পারবেন, মুখোসধারী মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক শ্রেয়, কারণ তাদের ভালোবাসার অন্তরালে ভয়াবহ ঘৃণা থাকে। আর একাকিত্ব কখনও কষ্ট দেয়না। ভুল মানুষ কে ভালোবাসার চেয়ে একা থাকা অনেক ভালো। একাকীত্ব কখনো বেইমানি করে না। নিজেকে ভালো করে জানা এবং নিজেকে পর্যালোচনা করার জন্যও একাকি থাকা প্রয়োজন।

সম্পর্কের বন্ধন এবং একাকিত্ব, কোনটা একজন মানুষের জন্য দরকার?

অনেকেই মনে করেন সঙ্গী ছাড়া জীবনযাপন সম্ভব নয়। আবার অনেকেই একা থাকার কারণে আফসোস করেন। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে, সারা পৃথিবী জুড়ে প্রতিদিন বাড়ছে একা মানুষের সংখ্যা। তার মানে, তারা কি ভালো থাকছেন না? আমার মতে, একা থাকার মধ্যে আলাদা একটা মজা আছে যেটা সম্পর্কের বন্ধনের মধ্যে নেই। তবে এর উল্টোটতে যে মজা নেই, আমি তা বলছি না। কিন্তু যখন সঙ্গী ছাড়া থাকা অভ্যস্ত হয়ে যাবেন তখন হয়তো বিষয়টি নিয়ে অন্যদের মাথাব্যথা কমে যাবে।

শুধু গবেষণাই নয়, বিশেষজ্ঞরাও দাবি করছেন, যারা কোনো বিশেষ সম্পর্কে নেই, অর্থাৎ সিঙ্গেল, তারা বেশিদিন সুস্থভাবে বাঁচেন। সিঙ্গেল থাকলে আরো কী কী উপকার হয়, সেই ব্যাপারগুলো উঠে এসেছে তাদের বিভিন্ন জরিপে। আসলে একা থাকার অন্যরকম একটা আনন্দ আছে। যেটা অভিজ্ঞরাই কেবল অনুভব করতে পারেন অন‍্যেরা নয়।

একা থাকা মানে কিন্তু লাগাম ছাড়া জীবনযাপন নয়। বরং অনেক বেশি দায়িত্ব ও দৈনন্দিন নানা খুঁটিনাটির বিষয় একা থাকায় সুচিন্তিত ভাবে তা মোকাবিলা করা যায়। একা থাকলে শতভাগ পরিসজ্জার অধিকারী হওয়া যায়।

একা থাকার বিভিন্ন নেতিবাচক দিকও রয়েছে। একাকিত্ব ও নিঃসঙ্গতা মানুষের বেঁচে থাকার আনন্দ কেড়ে নেয়। একাকি মানুষেরা স্বভাবতই তার আশপাশে কাউকে পান না বলে মানসিকভাবে ভেঙে পড়েন। আর মানসিক অস্থিরতার দরুন তারা আত্মহননের মতো পথও বেছে নেন। বর্তমান বিশ্বে মানুষের মধ্যে একাকিত্ব অনেক বেড়েছে। করোনা মহামারিতে এ সমস্যা আরও বাড়ছে। বিশ্বব্যাপী করা এক সমীক্ষা অনুসারে , বর্তমান বিশ্বে প্রায় ৩৩ শতাংশ প্রাপ্তবয়স্ক একাকীত্বের সঙ্গে বসবাস করছেন। যার মধ্যে দেশের দিক দিয়ে ব্রাজিল এগিয়ে আছে।

পরিশেষে বলা যায়, একা না হলে নিজেকে আবিষ্কার করা যায় না, এটি জীবনের উন্নতির জন্য অন্তরায় নয়, বরং সহায়ক। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে, যেদিন একা থাকার মুহূর্তগুলোকে ভালোবাসতে পারা যাবে, সেদিন আর একাকীত্ব আমাদেরকে স্পর্শ করতে পারবে না।

আকরাম উদ্দিন আহমেদ
লেখক
কুড়িগ্রাম।
০৩/০৯/২০২২।

# জনাব আকরাম উদ্দিন আহমেদ হ্যালো জনতার নিয়মিত লেখক ।।
# তাঁর সকল লেখা আমাদের ব্লগ এবং সামাজিক মাধ্যমে প্রচারিত হয় ।।
# ছবি লেখক প্রদত্ত ।
# লেখাটি আমাদের ব্লগেও পাবেন ।
হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
hellojanata.com —
https://hellojanata350.blogspot.com

সামাজিক মাধ্যম সমুহে প্রচারিত ~~~~

# facebook –
@ https://www.facebook.com/hellojanata/
#Twitter–
@ @BinMostanjir
# inastagram —
@ 121kamalbd
# linkedin
@ https://www.linkedin.com/in/hello-janata-2b18b41ba/



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।