পোস্টগুলি

বাঙলা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সব পেয়েছির দেশে’- ৪০ - বাল্টিমোর থেকে আবদুল হাকিম। ।

ছবি
  ## A hellojanata.com Presentation.  ‘সব পেয়েছির দেশে’- ৪০  - আবদুল হাকিম।। Hellojanata.com সব পেয়েছির দেশে  ৪০ নির্বাচনি প্রচারনা তুঙ্গে । তবে নেই কোন হট্টগোল । মারামারি । ধাওয়া-পাল্টা ধাওয়া । দৈনন্দিন জিবনে নেই কোন ছন্দপতন । যে যার মতো কাজ করে যাচ্ছে । মাঝে মাঝে দু’একটা কথাবার্তা, এই যা - ।  তবে এবারের নির্বাচন আমেরিকানদের জন্য একটু বিশেষ তাৎপর্যপুর্ন সন্দেহ নেই । বারাক ওবামা যদি জিতেই যায়, তবে তিনিই হবেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট । মেরিল্যান্ড কৃষ্ণাঙ্গ সঙখ্যাগরিষ্ঠ এলাকা, তাই স্বভাবতই এখানে উচ্ছ্বাসটা একটু বেশিই । এখেত্রে টেলিভিসনের ভুমিকা সবচেয়ে গুরুত্বপুর্ন । এখানে কৃষ্ণাঙ্গ স্বেতাঙ্গই সুধু নয়, এশিয়ান, হিস্পেনিক, ল্যাটিনো, এমনকি নারি ভোটার পুরুষ ভোটারের পরিসঙখ্যান নিয়ে চুলচেরা হিসাব নিকাস চলছেই । একটা জিনিস আমি বুঝিনা, ভোটাভুটিতে পক্ষ বিপক্ষ থাকবেই । পছন্দ অপছন্দ থাকবেই । তাইবলে টেলিভিসনে, তথা সরকারিভাবে এই বৈষম্যকে প্রাধান্য দিয়ে বিভাজনকে ধরে রাখার অপচেষ্টা আমেরিকার মতো একটি উন্নত ও গনতান্ত্রিক দেশে কিভাবে সম্ভব  ? - যাকগে । আমি আদার ব্যাপারি -    কাল কাজ থেকে ফিরেছি

'সব পেয়েছির দেশে’- ৩৯- বাল্টিমোর থেকে আবদুল হাকিম। ।

ছবি
  ## A hellojanata. com Presentation .  ‘সব পেয়েছির দেশে’- ৩৯ - আবদুল হাকিম।। Hellojanata.com লাইন পড়েছে । কিছুক্ষন বসে থাকার পর আমার ডাক পড়ল - হাকিম আবদুল । হ্যা । আমেরিকা 'য় লাস্ট নেইম আগে ব্যবহার করা হয় । ফার্স্ট নেইম থাকবে পরে । আরে বাবা, লাস্ট নেইম যদি আগে ব্যবহার করবি, তো ওই লাস্ট নেইমকেই ফার্স্ট নেইম বানিয়ে নিলেই হয় । ঝামেলা চুকে যায় । কোনটা লাস্ট নেইম আর কোনটা ফার্স্ট নেইম, এ নিয়ে এতো গোলমাল থাকেনা । আর ফার্স্ট নেইম আগে আর লাস্ট নেইম পরে থাকলে খতিই বা কি ? - না, চলছে’তো চলছেই । ওসব নিয়ে ভাবার সময় কারো নেই ।  Hellojanata.com একটু টেনসন নিয়েই ঢুকলাম । বেশ সুন্দরি এক সাদা মহিলা আমাকে অভ্যর্থনা জানিয়ে তার সামনের চেয়ারটায় বসতে বললেন । শুরু হল আমার ইন্টার্ভিউ । প্রথম পর্বে আমার নাম ধাম ঠিকানা জন্ম তারিখ কোন দেশ থেকে কবে এসেছি, কোথায় কি কাজ করি ইত্যাদি ইত্যাদি । বোঝা গেল, তার হাতের ভিতর আমার এপ্লিকেসনটা রয়েছে । আমার কথার সাথে উনি মিলিয়ে দেখছেন । দ্বিতিয় পর্বে উনি জিজ্ঞেস করলেন, আমেরিকার জাতিয় পতাকার অর্থ কি ? উত্তরটা আমার জানাই ছিল । ঝড়াঝড় বলে দিলাম, পঞ্চাশটা তাঁরা পঞ্চাশটি স্টে

বাঙলা বানানে ভাইরাস -১৭ - আবদুল হাকিম।।

ছবি
  বাঙলা বানানে ভাইরাস   ১৭ আবদুল হাকিম ।।   প্রথম লেখা - ২০০৩  সঙস্করন - ২০২১    www.  hellojanata.com তাই বলে ব্যাকরন ,   ধ্বনিতত্ব বা অভিধান যে অপ্রয়োজনিয় , তা কিন্‌তু মোটেই না । সেই হ্যালহেড সাহেবের পর রামমোহন রায়ই প্রথম বাঙালি ,   যিনি বাঙলা ব্যাকরন লিখেছিলেন । তবে ওই ব্যাকরন, বাঙলা ব্যাকরন ছিল সন্দেহ নেই, তবে তা ছিল ইঙলিস আর সঙস্কৃত ব্যাকরনের আদলে । হতেই পারে । নতুন কোন সঙবিধান বা আইন প্রনয়ন করতে হলে আসেপাসের আরও দু’চারটে সঙবিধান বা আইনের বই ঘাটাঘাটি করতেই হয়, সেখেত্রে সেগুলোর প্রভাব নতুন সঙবিধান বা আইনে পড়তেই পারে । তবে সুক্ষ ও পান্ডিত্যপুর্ন ব্যাখ্যা বিস্লেষন করতে গিয়ে তখন হয়তো তাঁদের পক্ষে অনুধাবন করা সম্ভব হয়নি যে, সধারন বাঙলাভাষির পক্ষে কোনদিনই ন আর ণ / ই আর ঈ / উ আর ঊ’র সুক্ষ পার্থক্য অনুধাবন করে, ওই ভাষারিতি যথাযথ ভাবে অনুসরন করা সম্ভব হবে না । এর প্রমান আমরা একটু চোখ মেলে আসেপাসে তাকালেই দেখতে পাবো । তবে ওই ব্যাকরন যদি সুধুমাত্র উচ্চসিক্ষিত বা পন্ডিতস্রেনির জন্যই প্রনয়ন করা হয়ে থাকে, তবে তা ভিন্ন কথা ।  তবে আজ পর্যন্ত বাঙলা ব্যাকরন বিসারদ বা ভাষাবিদরা খুব যত্নের সাথে ওই ব্

বাঙলা বানানে ভাইরাস- ১৬ – আবদুল হাকিম ।।

ছবি
  বাঙলা বানানে ভাইরাস- ১৬ – আবদুল হাকিম ।। প্রথম লেখা – ২০০৩ সঙস্করন – ২০২১।।  ভাষা চিরদিন এক রকম থাকেনি । যুগে যুগে আধুনিকায়ন হয়েছে । ভবিষ্যতেও হবে । জিবনের সব ক্ষেত্রে যদি আধুনিকায়ন হতে পারে, তবে ভাষার খেত্রে কেন নয় ? কবি হোমার বা মিলটনের ভাষা অথবা উপস্থাপনার সাথে গুন্টার গ্রাসের উপস্থাপনার পার্থক্যতো কিছু থাকবেই । চলচ্চিত্রের কথাই ধরা যাক । বিশ্ববরেন্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ” পথের পাচালি ” , আইজেনস্টাইনের ” ব্যাটলসিপ পটেমকিন ” বা হিচককের ” দি বার্ড ” ছবিগুলোর সাথে ” নো ম্যান্স ল্যান্ড ” ছবিটির তুলনা করলে বোঝা যাবে সময়ের সাথে সাথে চলচ্চিত্রের ভাষাও পরিবর্তিত হয় । ক্যামেরা, এডিটিঙ, চিত্রনাট্য বা মন্তাজের ব্যবহার, সব খেত্রেই যুগের সাথে হয়েছে আধুনিকায়ন । আধুনিকায়নের জন্য বিখ্যাত রবীন্দ্রসঙ্গিত শিল্পি দেবব্রত বিশ্বাস শান্তিনিকেতন কর্তৃক নিষিদ্ধ হয়েছিলেন । হেমন্ত মুখোপাধ্যায়ও হয়েছিলেন গোঁড়াদের কাছে বিতর্কিত । কিন্তু সেই নিষেধাজ্ঞা বেসিদিন টেকেনি । আজ তাঁদের থেকে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গিত শিল্পি ক’জন আছে ? কা’দের গান মানুষ বেসি শোনে ? রবীন্দ্রসঙ্গিতগুরু পঙ্কজকুমার মল্লিক, যার সামনে গান গ