পোস্টগুলি

পুতুলনাচ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

'প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৯ ' – পুতুল নাচ আমাদের ঐতিহ্য !! !! # আকরাম উদ্দিন আহমেদ।।

ছবি
   ## A hellojanata.comPresentation.  প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৯ - পুতুল নাচ আমাদের ঐতিহ্য !! # আকরাম উদ্দিন আহমেদ। পুতুল নাচ আমাদের ঐতিহ্য !! শিশুরা খেলনা পুতুল নিয়ে খেলতে খেলতেই শুরু হয় তাদের শেখার সময়। শিশু মনে পুতুল বেশ প্রভাব বিস্তার করে। শিশুরা পুতুল খেলতে গিয়ে পুতুলের বিয়ে পযর্ন্ত দিয়ে থাকে। এই শিশুরাই এক সময় মেলায় এই পুতুলের নাচ দেখে বেশ পুলকিত হয়। ছোটবেলায় আমরা মেলায় অনেক পুতুল নাচ দেখেছি। একটা ছোট রঙ্গিন মঞ্চে  যেখানে পুতুলনাচের কারিগর মঞ্চের পেছন থেকে সুতা কিংবা হাতে পুতুলগুলোর নড়াচড়া নিয়ন্ত্রণ করে কণ্ঠে  হারমনিয়াম তবলায় গানের সুরে সুরে গল্প কাহিনী বলে যেতো এবং আমাদের নিয়ে যেত পৌরাণিক কোন কল্প কাহিনীর রাজ‍্যে। তখন আমরা সেই রাজ‍্যে কখনো নিজেকে রাজপুত্র অথবা রাজা ভাবতে শুরু করতাম। এভাবেই আমাদের শিশু মনে পুতুলের একটা প্রভাব পরতো। এই পুতুল নাচ দেখে আমরা বিমোহিত হয়ে যেতাম। www.  hellojanata.com গ্রাম বাংলায় বছরের বিশেষ সময়ে উৎসব আয়োজনে দেখা মিলত পুতুল নাচের। পৌরাণিক কাহিনী, সামাজিক সচেতনতার মতো বিষয়গুলোতে বিনোদনের মাধ্যমে শিক্ষা দিত পুতুল নাচ। ঐতিহ্যবাহী এ ধারাটি এখন বিলুপ্ত প্রায়।