পোস্টগুলি

হরিণ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভ্রমনঃআমেরিকা ও সুন্দরবন ভ্রমন”- লিখেছেন খসরু খান ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation  -- ভ্রমনঃআমেরিকা ও সুন্দরবন ভ্রমন”- লিখেছেন খসরু খান । আমার এই লেখা কোন গল্প কাহিনী নয়, আমার দেখা বাস্তবতা, আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম। আমেেরিকা ভ্রমন করতে গিয়ে হরিণ দেখে,আমি সত্যি হতভম্ব হয়ে গেলাম। মানুষ দেখে তারা তেমন ভয় পায় না, ঠিক আমাদের দেশের হরিণ এর মতো এতো ভয় ভীতি নিয়ে থাকে না, শত শত গাড়ী যাচ্ছে, রাস্তার নিকটেই তারা ঘাস খাচ্ছে। আমাদের দেশের হরিণ যেমন সুন্দর বনে, বন্দি জীবন নিয়ে, ভয় ভীতি মধ্যে দিন পার করে, একদিকে মানুষের ভয় অন্য দিকে বাঘের ভয়, কে কখন তাদের উপর আক্রমন করে, তাদের জীবনের অবসান ঘটিয়ে দেয়, এই চিন্তায় হরিণ সব সময় আতংকিত থাকে। আমি দেখেছি সুন্দর বনের হিরণ পয়েণ্টে বাঘের ভয়ে, সন্ধার পর মানুষের কাছাকাছি হরিণ থাকতে চায়, তার জন্য ঐ হিরণ পয়েণ্ট এলাকার, বাংলো কিংবা জেলে পাড়ার ঘরের বারান্দায় অথবা ঘরের নীচে শত শত হরিণ এসে আশ্রয় নেয়। ( হিরন পয়েন্ট এর ঘর গুলো ৩/৪ হাত উঁচুতে তৈরী করা হয় নীচ থাকে ফাকা) আমাদের দেশে কঠিন আইন আছে হরিণ নিধন না করতে, তারপরও মানুষ হরিণ মারার চেষ্টা করে বা মারে, কিন্তু বাঘের বেলা কোন আইন হয়তো নাই। তারা হরিণ মেরে খ