পোস্টগুলি

Bayscope লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা!!২৩ # আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
  ## A hellojanata.com Presentation .  প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৩ -  বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা!! # আকরাম উদ্দিন আহমেদ। বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা! ' তোমার বাড়ির রঙ্গের মেলায় দেখেছিলাম বায়স্কোপ বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা।' আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য 'বায়স্কোপ'।  অনেকের কাছে নস্টালজিক, নেশা ধরা এই বায়স্কোপ নিয়ে বর্তমান সময়েও শিল্পীরা গান গেয়েছেন। এদের মাঝে দলছুট ব্যান্ডের এই গানটি ছিল অসাধারণ। www.  hellojanata.com বায়স্কোপের ছবি আর সুরেলা কন্ঠের বর্ণনায় জীবন্ত হয়ে উঠতো এক অজানা পৃথিবী। চার কোনা একটি টিনের বাক্সে গোলাকৃতি ৪ থেকে ৬টি কাচের জানালা। বাঁশি বাজিয়ে আহ্বান জানিয়ে দুলদুল ঘোড়া, মক্কা-মদিনা, আজমির শরীফ, ক্ষুদিরামের ফাঁসির ছবি ইত্যাদি দেখানো হতো বায়স্কোপে। দেশ বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থান, রাজা বাদশা, জনপ্রিয় নায়ক নায়িকা, বিভিন্ন ধর্মীয় পবিত্র স্থাপনা, মৃত্যুর পরের নানা কাল্পনিক কাহিনীর ৩৫ থেকে ৪০টি ছবি জোড়া দিয়ে লাগানো হতো। বাক্সের মধ্যে দুই পাশে দুটি ঘুড়ির লাটাইয়ের মত থাকত যা পেচিয়ে স্থির ছবি চলমান রেখে প্রদর্শন করা হত। বায়স্কোপওয়ালা হাত দিয়ে হাতল ঘু