পোস্টগুলি

রাফিউল ইসলাম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Cricket: বিপিএল আয়োজন কি সার্থক ?- লিখেছেন রাফিউল ইসলাম ।।

ছবি
  ## A hellojanata.com Presentation.  Cricket: বিপিএল আয়োজন কি সার্থক ? রাফিউল ইসলাম ।।  সকল জল্পনা-কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হলো এবারের বিপিএলের খেলোয়ারদের ড্রাফট৷ আগামী ২১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বসতে যাচ্ছে বিসিবি'র বিপিএলের ৮ম আসর। এই বছর আমাদের জাতীয় দল আন্তর্জাতিক খেলা নিয়ে বেশ ব্যস্ত থাকবে। তাই এর ফাঁকে সময় করে বিপিএল আয়োজন করা হচ্ছে এমন একটা সময়ে যখন অন্যান্য দেশের আন্তর্জাতিক খেলা চলার কারণে দুর্ভাগ্যবশত অনেক বিদেশি তারকা খেলোয়াড়রা আসতে পারবেন না। তবুও মঈন আলি, সুনীল নারিনে, ক্রিস গেইল দের মত বাঘা বাঘা খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছে এই আসরের দল গুলো। www.  hellojanata.com   গত কয়েকটা সিরিজ ধরে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর দেশের ক্রিকেটমহলে চলছে নানান আলোচনা ও সমালোচনা। বিশেষ করে টি-টোয়েন্টিতে পাইপলাইন তৈরি করতে না পারার জন্য বিসিবির বিরুদ্ধে উঠেছে অভিযোগ। এই অভিযোগের পাল্টা জবাব দেওয়ার জন্য সবথেকে মোক্ষম সুযোগ এই বিপিএল এ দেশীয় প্লেয়ারদের ভালো করাটা খুব ই জরুরি৷ তবে এমনিতেও বিপিএল যে কারণে আয়োজন করা হয়,

কেন এমন ছন্দ পতন?? – রাফিউল ইসলাম ।।

ছবি
  ## hellojanata.com Present’s ## কেন এমন ছন্দ পতন?? – রাফিউল ইসলাম ।। দেখতে দেখতে শেষ হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১। যদিও বাংলাদেশের জন্য এর হিসাবের খাতা আরো অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। মাত্রাতিরিক্ত বাজে পারফরমেন্সের কারণে সমালোচনা, বিশ্লেষণ, কাটাছেঁড়া এবং কটু কথা কম হয়নি। সামাজিক মাধ্যমের দরুন এদেশে এখন সমালোচকের কোনো অভাব নেই। এদেশের কোটি কোটি মানুষ সবাই যেন এক একজন ক্রিকেট বিজ্ঞানী। অবশ্য মনে অনেক ব্যাথা আর দেশের প্রতি ভালবাসা ছিল বলেই এমন কথা গুলো সামনে এসেছে । কিন্তু কি জানেন, ২২ গজে একটা লেগ স্পিনার খুঁজে পাওয়া যায় না সারা বাংলাদেশ থেকে। কিংবা খুঁজে পাওয়া যায় না জস বাটলার, আসিফ আলি, জিমি নিশাম দের মত বলে কয়ে ছক্কা মারা ব্যাটারদের। যাই হোক, সেই আফসোসের কথা না হয় আরেকদিন বলবো। বিশ্বকাপের হতাশা ভুলে সবাই এখন পাকিস্তান সিরিজের দিকে মনোযোগী। পরিবেশ আপাতত একটু হলেও ঠান্ডা। এই ঠান্ডা কে আরও পরিণত রূপ দিতে বৃষ্টিছন্ন নভেম্বর এর গভীরে আমরা ৷ তাই এটাই মোক্ষম সময় শেষ বারের মত আরেকবার ঠান্ডা মাথায় ভেবে দেখার যে “কেন এমন হলো এবারের বিশ্বকাপের পারফরম্যান্স?” গোড়ায় গলদ:- একট

মেটাভার্স কি এবং কেন? রাফিউল ইসলাম ।।

ছবি
  মেটাভার্স কি এবং কেন? রাফিউল ইসলাম ।। ধরুন, আপনার হাতে আমি একটি জাদুর চশমা ধরিয়ে দিলাম আর পড়িয়ে দিলাম এক ম্যাজিক হেডফোন এবং বললাম এই চশমাটা চোখে দিয়ে হেডফোন টা কানে দিলেই আপনি একটি নতুন দুনিয়ায় প্রবেশ করবেন। সেই দুনিয়ায় আপনি চাইলেই আপনার মনের ইচ্ছা মত তৈরী করে নিতে পারবেন সবকিছু। যেমন ধরুন, আপনি প্রতিদিন আপনার বাসার জানালা দিয়ে পাশের বাড়ির মহিলার তার কাজের মেয়ের সাথে রুটি বানানো নিয়ে করা চিৎকার-চেঁচামেচি শুনে আর ঘুম ভাংগাতে চান না। তাই আপনার ইচ্ছা হলো আপনি ঘুম থেকে উঠে দেখবেন আপনার বাড়ির পাশেই পাহাড় এবং সেই পাহাড়ে এসে এক সমুদ্র মিশে গেছে। তাই চশমাটা চোখে দিয়ে সেই ম্যাজিক দুনিয়ায় আপনি বানিয়ে নিলেন ঠিক এমনই একটি বাসা। সেটা এমনই এক জাদুর দুনিয়া যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইল, ল্যাপটপ, কিংবা কম্পিউটার স্ক্রিনের সামনে দেখা ইউটিউব এর ভিডিও কে মঞ্চ নাটকের মতো চোখের সামনে প্রদর্শিত হতে দেখবেন। এই দুনিয়ায় ঢুকলে টিকিট না কেটেই সরাসরি স্টেডিয়ামে বসে দেখতে পারবেন ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ । মনে করেন, সেই দুনিয়ায় আপনি চাইলেই আপনার সামাজিক মাধ্যমের গ্রুপের সব বন্ধুকে

উইন্টার ইজ কামিং# রাফিউল ইসলাম ।।

ছবি
  উইন্টার ইজ কামিং# রাফিউল ইসলাম ।। শেষ রাতে ঘুম টা ভেংগে গেল। হঠাত মনে হলো ফ্যান টা যেন একটু বেশীই জোড়ে ঘুরছে। গায়ে কাঁথা নেই কেন তা ভেবে নিজেই অবাক হলাম। বাইরে ফজরের আযান শোনা যাচ্ছে। জানালা দিয়ে তাকিয়ে দেখি দূরের জিনিস আবছা দেখা যায়। কুয়াশা? হুররে! শীত এসে গেছে! শীতের আগমন বাংলাদেশের সব স্তরের মানুষের কাছ থেকে সমানভাবে স্বাগত হয় না। শীত যেমন কারো কারো জন্য বয়ে আনে আনন্দ, এক্সাইটমেন্ট, উত্তেজনার উৎস, অন্যদিকে কারো কারো জন্য নিয়ে আসে অনেক বিপত্তি, জটিলতা আর সমস্যার জোগান। তবু শীত আসে, শীত যায় আর রেখে যায় স্মৃতি। ইংরেজি পঞ্জিকার এমন এক সময়ে শীত এর আগমন হয় যে শীত মানেই যেন পুরোনোর শেষ আর নতুন এর শুরু। ছোটবেলায় শীত এর স্মৃতির একটা বিশাল বড় অংশ জুড়ে থাকে ডিসেম্বর এর শেষে স্কুল এর নতুন ইউনিফর্ম আর সদ্য পাওয়া বই এর নতুন মলাট এর ঘ্রাণ। একটা স্কুল পড়ুয়া ছেলে/মেয়ের কাছে শীত মানেই সোয়েটার গায়ে চাপিয়ে বার্ষিক পরীক্ষা দিতে যাওয়া। আমার এক বন্ধু আমাকে বলেছে যে তার কাছে শীত মানেই নাকি ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষার ফলাফল খারাপ করার কারণে বাবার কাছে মার খাওয়ার স্মৃতি। শীতের মাইর কত ভয়ংকর! যারা জা