Cricket: বিপিএল আয়োজন কি সার্থক ?- লিখেছেন রাফিউল ইসলাম ।।

 ## A hellojanata.com Presentation. 



Cricket: বিপিএল আয়োজন কি সার্থক ?


রাফিউল ইসলাম ।। 

সকল জল্পনা-কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হলো এবারের বিপিএলের খেলোয়ারদের ড্রাফট৷ আগামী ২১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বসতে যাচ্ছে বিসিবি'র বিপিএলের ৮ম আসর। এই বছর আমাদের জাতীয় দল আন্তর্জাতিক খেলা নিয়ে বেশ ব্যস্ত থাকবে। তাই এর ফাঁকে সময় করে বিপিএল আয়োজন করা হচ্ছে এমন একটা সময়ে যখন অন্যান্য দেশের আন্তর্জাতিক খেলা চলার কারণে দুর্ভাগ্যবশত অনেক বিদেশি তারকা খেলোয়াড়রা আসতে পারবেন না। তবুও মঈন আলি, সুনীল নারিনে, ক্রিস গেইল দের মত বাঘা বাঘা খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছে এই আসরের দল গুলো।

www. hellojanata.com 


গত কয়েকটা সিরিজ ধরে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর দেশের ক্রিকেটমহলে চলছে নানান আলোচনা ও সমালোচনা। বিশেষ করে টি-টোয়েন্টিতে পাইপলাইন তৈরি করতে না পারার জন্য বিসিবির বিরুদ্ধে উঠেছে অভিযোগ। এই অভিযোগের পাল্টা জবাব দেওয়ার জন্য সবথেকে মোক্ষম সুযোগ এই বিপিএল এ দেশীয় প্লেয়ারদের ভালো করাটা খুব ই জরুরি৷ তবে এমনিতেও বিপিএল যে কারণে আয়োজন করা হয়, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য ভালো খেলোয়াড় বের করে আনা। বিভিন্ন বিদেশি সুপারস্টার খেলোয়াড়দের সাথে একই ড্রেসিংরুম ভাগাভাগি করে ও তাদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা নিয়ে দেশী খেলোয়াড়রা যেন আন্তর্জাতিক অঙ্গন মাতিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে, সেটাই বাংলাদেশ প্রিমিয়ার লীগ গঠন এর মূল উদ্দেশ্য ছিল।

প্রিয় পাঠকবৃন্দ, কিন্তু আসলেই কি বিপিএল পেরেছে এরকম মান এর খেলোয়াড় বের করে আনতে? বিপিএলের গত ৭ আসর মিলিয়ে কয়টি প্লেয়ারের নাম আপনি বলতে পারবেন যাদেরকে শুধুই তাদের বিপিএল এর পারফর্মেন্স এর মাধ্যমেই চিনেছেন? এবং একই সাথে তারা আন্তর্জাতিক অঙ্গনে গিয়েও বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে? মনে হয় না এই প্রশ্নের উত্তর খুব সফল ভাবে দিতে পারবেন। আমাদের পাশের দেশ ভারতের কথাই ধরুন। তাদের জাতীয় দলে খেলা শতকরা ৯৫ ভাগ টি-টোয়েন্টি স্পেশালিস্ট প্লেয়ার গুলো তাদের দেশের লিগ আইপিএল এর মাধ্যমে বের হয়ে এসেছে। পৃথিবীর অন্যান্য দেশেও তাই হয়ে থাকে। কিন্তু বাংলাদেশের বিপিএল এই শুধু প্লেয়ার বের হয়না। স্পোর্টিং উইকেট বা পিচের অভাব তো থাকেই প্রতি বছর, এর সাথে থাকে নতুনদের সুযোগ করে দেওয়ার মানসিকতার অভাব। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি।



গত টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের সেরা একাদশে খেলেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। স্বভাবগতভাবে লেগ স্পিনাররা একটু রান বেশি দিলেও টি-টোয়েন্টি ফরম্যাটে উইকেট টেকিং বোলার হিসেবে লেগ স্পিনারদের তুলনা নেই। বর্তমান বিশ্বের টি-টোয়েন্টিতে সফলতা লাভ করা সব আন্তর্জাতিক কিংবা ক্লাব দলগুলোতে একজন উইকেট টেকিং লেগ স্পিনার এর ভূমিকা আছেই আছে। গত কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তাদের লেগস্পিনার অ্যাডাম জাম্পার ভূমিকা ছিল অসামান্য। শাদাব খান, আদিল রশিদ, চাহাল, জাম্পা, রশীদ খান দের মত লেগ স্পিনার রা টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোন ব্যাটসম্যানের ভয়ের নাম। কিন্তু বাংলাদেশে আমিনুল ইসলাম বিপ্লব ছাড়া আর একজন ল্যাগ স্পিনারের নাম আপনি বলতে পারবেন? আর তার চেয়েও মজার ব্যাপার কি জানেন? এবার বিপিএলে কোন দল পাননি আমিনুল ইসলাম বিপ্লব! অথচ গত সপ্তাহেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেছিলেন যে তিনি বার বার বলার পরও নাকি বিভিন্ন ক্লাব দলগুলো স্পিনারদের খেলায় ই না, জাতীয় লিগ বা বিপিএল কোথাও ই না। এর সাথে তিনি আরও প্রশ্ন করেন যে তাদের যদি নাই খেলায় তাহলে তাদের উন্নতি কিভাবে হবে। উনার এই কথার ঠিক কয়েকদিন পরেই জাতীয় দলে খেলা লেগস্পিনার নিজ দেশের টি-টোয়েন্টি লীগে দলই পায়না! ভাবতেও অবাক করা ব্যাপার হচ্ছে এবারের বিপিএলে একটি দল চালাচ্ছে বিসিবি নিজেই। এবং গতকাল অনুষ্ঠিত খেলোয়াড়দের ড্রাফটে সেই দল ডাকার জন্য ওখানে বসে ছিলেন স্বয়ং জাতীয় দলের ক্যাপ্টেন এবং জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন৷ ভাবতেই আশ্চর্য লাগে যে এরপরও কিভাবে আমিনুল ইসলাম বিপ্লব কোনো দল পেলেন না! শুধু বিপ্লব নয়, একদিনের ক্রিকেট ফরমেটে হওয়া জাতীয় লিগে ভালো করা আরও বেশ কিছু তরুণ ক্রিকেটাররাও কোন দল পাননি। কিন্তু ঠিকই দল পেয়েছেন অলক কাপালি, সোহাগ গাজীর মতো বয়স্ক ক্রিকেটাররা যাদের হয়তো আন্তর্জাতিক অঙ্গনে তেমন কোনো ফিরে আসার সুযোগ আর নেই।

www. hellojanata.com 


আমরা যদি তরুণ ক্রিকেটারদের বিশ্বাস করে সুযোগ না দিতে পারি তবে সাকিব, মুশফিক, তামিম, রিয়াদ যখন থাকবেনা তখন দলের হাল কে ধরবে? শুধু দর্শককে আনন্দ দেয়া এবং স্পন্সর ও টিকিট বিক্রি করে রাজস্ব বাড়ানো, এগুলোই কি বিপিএল আয়োজনের উদ্দেশ্য? তাহলে আন্তর্জাতিক মানের প্লেয়ার বের হবে কোথা থেকে? 

বিসিবির কাছে প্রশ্ন রইল !! 



রাফিউল ইসলাম ।।
লেখক ।।
# হ্যালো জনতার নিয়মিত লেখক ।।
# লেখাটি আমাদের ব্লগে প্রকাশিত ।।
আমাদের ব্লগ — সাবস্ক্রিব করুন ।। .
https://hellojanata350.blogspot.com/

Copy and paste to your browser .

## হ্যালো জনতা ডট কম ##
Follow us on—-
#Twitter–
# # @BinMostanjir
# inastagram —
# # 121kamalbd
# linkadin
# # https://www.linkedin.com/feed/
——————————

www. hellojanata.com 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।