কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।

 


কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ?

আমাদের দেশের রাজনীতিতে আর সব রাজনীতির মতোই মেরুকরন আছে,আছে দলীয়করণ,আছে উত্থান পতন ।
www. hellojanata.com
বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই রাজনীতির মাঠে অবাক করা অনেক ঘটনা ঘটেছে ।
পঞ্চাশ টি বৎসর তো পেরিয়ে গেল !
আর কত সময় লাগবে চৈতন্যদয় হতে ?
ইথিক্স, ন্যায়নীতি ,ওয়াদা রক্ষা, কিংবা আদর্শ — এই সব আদর্শিক কথা মালার বিপক্ষ অবস্থান সৃষ্টি তে আমাদের অধিকাংশ নেতা,আমলা আর সুযোগ সন্ধানীরা(সবাই নয়)বেশ অনেকটাই এগিয়ে গেলেন,আছেন আর যাচ্ছেন।
কিন্তু কেন ?

এই রাজনীতি আজ কত বাবা মা ভাই বোনকে কাঁদাচ্ছে — আর সেই চোখের জলের সামনেই অপরাধীরা জেলে ফাঁসির প্রহর গুনতে লেগে গেল ।
অবক্ষয়ের সুত্রে গাঁথা এই সকল কথামালা !
আঙ্গুল তুলে কথা বলা এই মানুষ নামের কলঙ্কদের কি ভবিষ্যতের কথা মনেই থাকে না?

যখন যাদের কুকীর্তির কথাই সামনে এসেছে তখনই বিভিন্ন ভাবে সেই বিপর্যয় সামলাতে দেখা যায় সেই নেতা সাহেবদের । কেউ কেউ পালিয়ে যেতে চান আবারো ফিরে আসবেন ধারনাটি মাথায় রেখেই !
দুঃখজনক হলেও সত্যি যে এই সমস্ত নেতারাই আবার ফিরে এসেছেন আমাদের সমাজে সপাটে ।
এই কথার সপক্ষে অনেক — অনেক উদাহরন দেখানো যেতে পারে । অভাব নেই ।
কিন্তু কেন এরুপ আমাদের দেখতে হবে ?
এমন অবস্থার সৃষ্টি কেন হবে ?
কেনইবা আর একটু ভেবে চিন্তে চলতে পারা যাবে না?
কেনইবা শক্তি আর অপরাধের দাবদাহে পুড়তে হবে ?
কেনইবা অপরাধ করে দেশ ছেড়ে চলে যেতে হবে ?
কেনইবা এমন মাথা নিচু ছবি আমাদের দেখতে হবে 
?
যারা বাকি রইলেন তাদের চৈতন্যদয় হোক এমন কামনা করছি ।
সকলের জন্য সাবধান বানী আর সাবধানতার আহবান রইল ।
কথা,কর্ম আর প্রক্রিয়ায় সংযত থাকুন ।
মনে রাখুন ক্ষমতা থেকে আসা আর যাওয়া একটি প্রক্রিয়া মাত্র ।
যারা ক্ষমতায় আসার প্রহর গুনছেন বা ক্ষমতায় আছেন তাঁদের সকলের জন্যই বিষয় গুলো মাথায় নিয়ে চলার সময় এসে গেছে ।
মনে রাখুন " এ দেশের স্বাধীনতার যুদ্ধটি হয়েছিল  অপরাধীদের অপরাধের  জন্য নয় অবশ্যই "  ।।

মুসা কামাল।।
সম্পাদক।।
হ্যালো জনতা ডট কম ।।
hellojanata. com .
——————
## ~~~~~~~ ভুলতে না পারার গল্প ~~~~~~~
## লক্ষ্য রাখুন –’ভুলতে না পারার গল্প’-কেমন ছিল আজকের এই দিনটি?১৬ই ডিসেম্বর-আমাদের সেই মহান একাত্তুরে-! – প্রকাশিত হবে ১৬ই ডিসেম্বর সকালে।। ##



—————–——-

হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
https://hellojanata350.blogspot.com/
# Copy and paste to your browser .
আমাদের ব্লগ —-Subscribe our blog .
https://hellojanata350.blogspot.com/
Copy and paste to your browser .
Follow us on —-
# facebook –
@ https://www.facebook.com/hellojanata/
#Twitter–
@ @BinMostanjir
# inastagram —
@ 121kamalbd
# linkedin
@ https://www.linkedin.com/feed/

## hellojanata.com ##



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।