পোস্টগুলি

ইউরোপ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

‘বৈমানিকের পাণ্ডুলিপি-৩৪-ভোলা ।বাঙালী বৈমানিক রেহমান রুদ্র।

ছবি
  ## A hellojanata.com Presentation.  ‘বৈমানিকের পাণ্ডুলিপি-৩৪-ভোলা ।বাঙালী বৈমানিক রেহমান রুদ্র। ভোলা । রেহমান রুদ্র। শীতের শুরু। ইউরোপ এ এই সময়ে বৃষ্টি ধীরেধীরে তাপমাত্রাকে নিচের দিকে টেনে আনতে থাকে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এসেছি। শহরটির আরবান প্ল্যানিং আর ডেনিশ আর্কিটেকচারের জন্য সুনাম রয়েছে। সাতসকালে ল্যান্ড করার পর থেকে বৃষ্টি পিছু ছাড়ছে না। তাপমাত্রা দুই ডিগ্রী থেকে শুন্যতে উঠানামা করছে। গত পাচদিন ধরে অনবরত ফ্লাই করছি। এমন হিমশীতল আবহাওয়ায় শরীরে ক্লান্তি জড়িয়ে যাচ্ছে। হোটেলে এসে গরম পানিতে গোসলের পর চোখ খোলা রাখা সম্ভব হচ্ছিলনা। ধবধবে সাদা বিছানায় কম্ফর্টারের ভেতরে ঢুকে গেলাম। www.  hellojanata.com অনুভব করছি সেলফোন ভাইব্রেট করেই চলেছে। ক্লান্তি আর অবসাদ নিয়ে পাক্কা ছয় ঘণ্টা ঘুমালাম। খিদের টান চেগিয়ে উঠেছে। জিন্স আর জ্যাকেট চাপিয়ে হোটেল থেকে বেরিয়ে এলাম। কভিডের যন্ত্রণায় রেস্টুরেন্ট তাদের সার্ভিসের সময় সংকুচিত করেছে। আজকাল আবার ওমিক্রন নিয়ে জল্পনা শুরু হয়েছে। আগেভাগে যাওয়া ভালো। রাস্তা ক্রস করে নদীর পাশ দিয়ে হেটে গেলে পনের মিনিটের মধ্যে মার্কেটের কেন্দ্রে পৌঁছে যাওয়া যায়। ড