পোস্টগুলি

ফ্রেস্কো লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Art& Artist : মাইকেলএঞ্জেলো’র যত ফ্রেস্কো আর স্থাপত্য-লেখা,সংগ্রহ-এমকে-মুসা কামাল।।

ছবি
     ##  A hellojanata.com  Presentation  --  Art& Artist : মাইকেলএঞ্জেলো’র যত ফ্রেস্কো আর স্থাপত্য-লেখা,সংগ্রহ-এমকে-মুসা কামাল।। # The Temptation of Saint Anthony –মাইকেল এঞ্জেলোর একটি চিত্র ,এটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের কিমবেল (Kimbell Art Gelary ) আর্ট গ্যালারিতে । # ইটালির রোম শহরের মাঝেই ভ্যাটিকান সিটি । আলাদা এক দেশ । এ যেন দেশের ভেতরে আর এক দেশ । এখানে আইন আলাদা,চলে ইউরো,আলাদা সংবিধান, আলাদা অর্থ মন্ত্রনালয় । ভ্যাটিকানের জনসংখ্যা ১৫০০-১৯০০ – তারা সবাই নান , ধর্ম প্রচারক,যাজক, ভ্যাটিকানের সুইস গার্ড,অস্ত্রধারী(গোপনে) সুটকোট পরে কাল সানগ্লাস পরা নিরাপত্তা রক্ষী আর স্বয়ং পোপ এবং তাঁর অফিস । এই ভ্যাটিকান সিটি থেকেই পৃথিবীর সকল রোমান ক্যাথিলিক দের পরিচালনা করা হয় । ভ্যাটিকান সিটির মেইন হলের ভেতরে দৃষ্টি নন্দন সিস্টিন চ্যাপেল । এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সব আঁকিয়ে আর স্থাপত্যবিদদের সব আশ্চর্য কর্ম সমুহ- ফ্রেস্কো আর স্থাপত্য সমুহ ।এনাদের মধ্যে মাইকেলএঞ্জেলো , রাফায়েল , বত্তিচেলি প্রমুখ রা অনেকের মতই উল্লেখ যোগ্য । # ভ্যাটিকান সিটি সেকালে রাজা রাজড়া দের প্রাসা