পোস্টগুলি

সব পেয়েছির দেশে লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

‘সব পেয়েছির দেশে’- ৪১ - আবদুল হাকিম।।

ছবি
  ## A hellojanata.com Presentation.  ‘সব পেয়েছির দেশে’- ৪১  - আবদুল হাকিম।। Hellojanata.com সব পেয়েছির দেশে  ৪১ ঠক ঠক ঠক - । - হু ইজ দিস ? দরজার ফুটোয় চোখ রাখলাম । বেশ একদল মানুষ । লাইন ধরে দাড়িয়ে আছে । বুঝতে আর বাকি রইল না, ওরা কারা । অনেকটা আমাদের ধর্মের তাবলিগ জামাতের মতো । খৃস্টান তাবলিগ বলা যায় । দরজাটা খুলে দিলাম । - গুড আফটারনুন । হাত বাড়িয়ে করমর্দন হল । তারপর কুসল বিনিময় । একাধারে পাচ থেকে ছয়জন নারি পুরুষ লাইন ধরে দাড়িয়ে আছে । পোশাক আশাকে বেশ ফিটফাট । মাথায় ভারি সুন্দর সুন্দর হ্যাট । দলনেতা ছোটছোট কয়েকটি পুস্তিকা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, আমরা গডের পুত্র জিসাসের পক্ষ থেকে তার কিছু বানি নিয়ে তোমার দুয়ারে এসেছি । আমি একগাল হেসে, তারা যে কষ্ট করে আমার দুয়ারে এসেছেন, সেজন্য আন্তরিক ধন্যবাদ জানালাম । আমার কথায় মনে হল তার উৎসাহ দ্বিগুন বেড়ে গেল । এবার প্রস্ন করলো, বাই বর্ন তুমি কোন দেশের মানুষ ? তুমি কি গড বিশ্বাস করো ? আমি বললাম বাঙলাদেশ । হ্যা, গডে আমার পুর্ন বিশ্বাস । ভদ্রলোক বললেন, ব্যাঙ -- ব্যাঙ - লা - হোয়ার ইস দিস ? আমি বললাম এটা ইন্‌ডিয়ার পাসে অবস্থিত । ওহ্‌ । সো ইউ আর হিন্

'সব পেয়েছির দেশে’- ৩৯- বাল্টিমোর থেকে আবদুল হাকিম। ।

ছবি
  ## A hellojanata. com Presentation .  ‘সব পেয়েছির দেশে’- ৩৯ - আবদুল হাকিম।। Hellojanata.com লাইন পড়েছে । কিছুক্ষন বসে থাকার পর আমার ডাক পড়ল - হাকিম আবদুল । হ্যা । আমেরিকা 'য় লাস্ট নেইম আগে ব্যবহার করা হয় । ফার্স্ট নেইম থাকবে পরে । আরে বাবা, লাস্ট নেইম যদি আগে ব্যবহার করবি, তো ওই লাস্ট নেইমকেই ফার্স্ট নেইম বানিয়ে নিলেই হয় । ঝামেলা চুকে যায় । কোনটা লাস্ট নেইম আর কোনটা ফার্স্ট নেইম, এ নিয়ে এতো গোলমাল থাকেনা । আর ফার্স্ট নেইম আগে আর লাস্ট নেইম পরে থাকলে খতিই বা কি ? - না, চলছে’তো চলছেই । ওসব নিয়ে ভাবার সময় কারো নেই ।  Hellojanata.com একটু টেনসন নিয়েই ঢুকলাম । বেশ সুন্দরি এক সাদা মহিলা আমাকে অভ্যর্থনা জানিয়ে তার সামনের চেয়ারটায় বসতে বললেন । শুরু হল আমার ইন্টার্ভিউ । প্রথম পর্বে আমার নাম ধাম ঠিকানা জন্ম তারিখ কোন দেশ থেকে কবে এসেছি, কোথায় কি কাজ করি ইত্যাদি ইত্যাদি । বোঝা গেল, তার হাতের ভিতর আমার এপ্লিকেসনটা রয়েছে । আমার কথার সাথে উনি মিলিয়ে দেখছেন । দ্বিতিয় পর্বে উনি জিজ্ঞেস করলেন, আমেরিকার জাতিয় পতাকার অর্থ কি ? উত্তরটা আমার জানাই ছিল । ঝড়াঝড় বলে দিলাম, পঞ্চাশটা তাঁরা পঞ্চাশটি স্টে

সব পেয়েছির দেশে’- ৩৮- বাল্টিমোর থেকে আবদুল হাকিম।

ছবি
  ## A hellojanata. com Presentation .  ‘সব পেয়েছির দেশে’- ৩৮- আবদুল হাকিম।। পাচ বছর কেটে গেল । আমরা ইউ এস সিটিজেনসিপ পেতে চলেছি । ভাবতেই একটা রোমাঞ্চ অনুভাব করি । আমাদের দেশের অধিকাঙশ মানুষের কাছেই এ এক স্বপ্ন । সেই স্বপ্ন খুব অনায়াসেই আমাদের ঘরে এসে উকি দিলো । মেইল বক্সে হাত দিয়েই পেয়ে গেলাম সিটিজেনসিপ ইন্টার্ভিউয়ের চিঠি । ইউরেকা । পাচ বছর পুরন হবার ছয় মাস আগেই আবেদন করার বিধান আছে । আমরা আর একদিনও দেরি করিনি । ছেলেটা দেশে বসে অপেক্ষার প্রহর গুনে চলেছে । ছয় ছয় বারশো ডলার ফি জমা দিয়ে ঠিক সময় মতই আবেদন ঝেড়ে দিয়েছিলাম । কত সিন্‌সিয়ার । ঘরে বসেই সবকিছু ঠিকঠাক হয়ে গেল ।  www.  hellojanata.com তবে ওরা কিন্তু এই সেবা এমনি এমনি দেয়নি । ঢাকা এম্বেসিতে যখন ভিসা ইন্টার্ভিউ দিয়েছিলাম তখন জনপ্রতি দিতে হয়েছিল বিশ হাজার টাকা করে ভিসা ফি । শুনেছি, ভিসা মন্‌জুর না হলে ওই টাকা না’কি আর ফেরত দেয়া হয় না । কথাটা আমার কাছে অবশ্য বিশ্বাসযোগ্য মনে হয়নি । - তাইতো ! একটু ভেবে দেখলে বোঝা যায়, বিশ্বের প্রায় সব দেশ থেকে প্রতিদিন স্রোতের মত মানুষ এই দেশে আসছে একটু উন্নত জিবনের আশা নিয়ে । এদেশের জিবন উন্নত সন্দেহ