পোস্টগুলি

বৃদ্ধাশ্রম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

'প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩০ ' – আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম !! # আকরাম উদ্দিন আহমেদ।।

ছবি
  ## A hellojanata.comPresentation.  প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩০ - আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!! # আকরাম উদ্দিন আহমেদ। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!! কেউ বৃদ্ধাশ্রম পরিদর্শন করলে বুঝতে পারবেন যে, নিঃসঙ্গতাও মানুষের ঠিকানা হতে পারে। মানুষ কি আদতে এমন নির্জনতা চায় মনে মনে? আসলে মানুষ নিঃসঙ্গতা ছাড়া আর কীই–বা পায় জীবনে? প্রত্যেকটি মানুষ সে তার নিজের মধ্যে ভীষণ একলা। আর এসব  একলা মানুষেরও কোনো ঠিকানা আছে পৃথিবীতে, ভাবতেই অবাক লাগে। www.  hellojanata.com প্রকৃতির আজব খেয়ালে মানুষ জন্মানোর পর থেকে ধীরে ধীরে বড় হতে থাকে। পড়ালেখা শেষ করে সে স্বাবলম্বী হয়। তারপর বিয়ে করে সংসার। এর মাঝে বাবা-মায়েরও বয়স কিন্তু বাড়তে থাকে, কমতে থাকে শরীরের শক্তি, অবলম্বন হয়ে পড়ে সন্তানেরা। সংসারের হাল ধরে সকলের দায়িত্ব নেয় বাড়ির ছেলে। কিন্তু কীসের খেয়ালে অতীতের সব স্মৃতি বিলুপ্ত হতে থাকে ছেলের মাথা থেকে! চিন্তায় তখন নতুন আত্মীয় স্বজন, নিজের কেরিয়ার, নিজের ভবিষ্যত। ঘরের মাঝে জায়গা পায় অবলা পশুপাখিও। কিন্তু মস্ত ফ্ল্যাটে জায়গার কমতি পড়ে মা বাবার জন্য। এক সময়ের অবলম্বন মা-বাবা, সময়ের খেয়ালে বোঝা হয়ে পড়ে সন্তানের কাছে। অবশে