পোস্টগুলি

পুকেট লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Travel: থাইল্যান্ডের পুকেট বীচ ভ্রমন-খসরু খান ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation  -- Travel: থাইল্যান্ডের পুকেট বীচ ভ্রমন-খসরু খান । পুকেট বীচ-থাইল্যান্ড কেউ যদি ঘুরতে যান, বীচে গেলে দেখতে পাবেন একঝাক বিদেশী পর্যটক বালির মধ্যে গড়াগড়ি করছে, কেউবা বালির উপর উপুড় হয়ে শুয়ে আছে,অনেক ঘুমিয়ে থাকে, গায়ের সাদা চামড়া কালো করছে, শরীর গরম হয়ে গেলে, তারপর সমুদ্রের নীল সচ্ছ পানিতে নেমে সাঁতার কেটে আবার সেই বালির উপর শুয়ে থাকে এভাবেই কাটে সুর্যের আলো থাকা অবধি । আবার কেউ কেউ সমুদ্র তীরের কাছাকাছি সী-বাইক নিয়ে ঐ বীচে ঘুরা ফেরা করে, আবার যখন ক্লান্ত হয়,সেই বালির উপর বিছানো চাদর কিংবা মাদুরের উপর টান টান হয়ে শুয়ে থাকে, গায়ে থাকে নামে মাত্র কাপড়, যদিও আমাদের কাছে এধরনের কাপড় পরিহিতা মহিলা একেবারেই বেমানান কিন্তু এ ধরনের কাপড় পরা ওই এলাকার মানুষের কাছে একেবারেই স্বাভাবিক একটা বিষয়, বীচের এর পাসেই আছে নিরাপত্তার জন্য পুলিশ। তারা বিদেশী পর্যটক-দের নিরাপত্তা দিয়ে থাকে। এভাবেই চলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। বীচে যখন থাকে তাদের কাপড় চোপড় দেখলে মনে হবে গরীব মানুয ( সেখানের জন্য)। তারপর হলো বীচের আসল মেলা, সন্ধার পর ধীরে ধীরে সবাই বাহির হতে থাকে ব