সব পেয়েছির দেশে’- ৩৮- বাল্টিমোর থেকে আবদুল হাকিম।

 ## A hellojanata. com Presentation . 



‘সব পেয়েছির দেশে’-

৩৮-
আবদুল হাকিম।।



পাচ বছর কেটে গেল । আমরা ইউ এস সিটিজেনসিপ পেতে চলেছি । ভাবতেই একটা রোমাঞ্চ অনুভাব করি । আমাদের দেশের অধিকাঙশ মানুষের কাছেই এ এক স্বপ্ন । সেই স্বপ্ন খুব অনায়াসেই আমাদের ঘরে এসে উকি দিলো । মেইল বক্সে হাত দিয়েই পেয়ে গেলাম সিটিজেনসিপ ইন্টার্ভিউয়ের চিঠি । ইউরেকা । পাচ বছর পুরন হবার ছয় মাস আগেই আবেদন করার বিধান আছে । আমরা আর একদিনও দেরি করিনি । ছেলেটা দেশে বসে অপেক্ষার প্রহর গুনে চলেছে । ছয় ছয় বারশো ডলার ফি জমা দিয়ে ঠিক সময় মতই আবেদন ঝেড়ে দিয়েছিলাম । কত সিন্‌সিয়ার । ঘরে বসেই সবকিছু ঠিকঠাক হয়ে গেল । 

www. hellojanata.com

তবে ওরা কিন্তু এই সেবা এমনি এমনি দেয়নি । ঢাকা এম্বেসিতে যখন ভিসা ইন্টার্ভিউ দিয়েছিলাম তখন জনপ্রতি দিতে হয়েছিল বিশ হাজার টাকা করে ভিসা ফি । শুনেছি, ভিসা মন্‌জুর না হলে ওই টাকা না’কি আর ফেরত দেয়া হয় না । কথাটা আমার কাছে অবশ্য বিশ্বাসযোগ্য মনে হয়নি । - তাইতো ! একটু ভেবে দেখলে বোঝা যায়, বিশ্বের প্রায় সব দেশ থেকে প্রতিদিন স্রোতের মত মানুষ এই দেশে আসছে একটু উন্নত জিবনের আশা নিয়ে । এদেশের জিবন উন্নত সন্দেহ নেই । কিন্তু ওরাও এর বিনিময়ে ভালো একটা আয়ের উৎস খুজে পেয়েছে । এও এক ধরনের আদম ব্যবসা বলা যায় । কাস্টমার যত বেশি হবে ব্যবসাও ততো জমবে ভালো । দোকানে গিয়ে একটা ব্লেড কিনুন, দেও ট্যাক্স । ট্যাক্স ছাড়া কোন কথা নেই । এমন একটা অবস্থা, গাড়ি ছাড়া চলার উপায় নেই । যতদিন গাড়ি থাকবে, ততদিন বিভিন্ন ট্যাক্স দিতে হবে, ফি দিতে হবে । ইন্স্যুরেন্স দিতে হবে । বড়বড় সহর ছাড়া নিজের গাড়ি না থাকলে উপায় নেই । ট্যাক্সি ভাড়া, সে অনেক টাকা । নইলে আত্মিয় পরিজনকে অনুরোধ করতে হবে । কার এতো সময় আছে যে, তোমাকে বারবার রাইড দেবে । এপার্টমেন্ট ভাড়া নিতে যাও, এপ্লিকেসন ফি সেভেনটি ফাইভ ডলারস্‌ অফেরতযোগ্য । এভাবে মানুষ যত আসবে, ইনকাম ততোই বাড়তে থাকবে । এক একজন মানুষের কাছ থেকে বছরে কত টাকা ট্যাক্স আসে ? এমনি ভাবে, আমার কাছে মনে হয় এদেশের প্রধান আয়ের উৎস জনগনের ওই ট্যাক্স । জনগনের এই টাকায়ই তৈরি হয় এটম বোম । জোগাড় হয় বিশ্বময় যুদ্ধের খরচ । আবার গরিব দেশগুলোর জন্য খয়রাতি সাহায্য, তাও ওই ট্যাক্সের টাকা থেকেই । মাঝে মাঝে ভাবি, আমাদের দেশে সবাই যদি এইভাবে ট্যাক্স দিতো আর তার সঠিক ব্যবহার হতো, তবে আমাদের আর বিদেশের পথে পাড়ি জমাতে হতো না । 

 www. hellojanata.com      

তবে জনসেবার মানও বিশ্বসেরা । আসুখ বিসুখ, বিপদ আপদ যাই হোক না কেন, জাস্ট ফোনের রিসিভারটা তুলুন । নাইন ওয়ান ওয়ান কল করুন । কয়েক মিনিট অপেক্ষা করুন । ওই যে দেখুন, আপনার ঘরের দুয়ারে পুলিস, এ্যাম্বুলেন্স নয়তো ফায়ার সার্ভিসের গাড়ি দাড়িয়ে আছে । বাড়ি গাড়ি কিনবেন, আপনাকে লোন দেবার জন্য ব্যাঙ্ক প্রস্তুত । কোন কারনে অর্থনৈতিক সমস্যায় পড়েছেন । চাকরি নেই । আন এমপ্লয়মেন্ট বেনিফিট আছে । ফুড ষ্ট্যাম্প আছে । ফ্রি হেলথ ইনস্যুরেন্স আছে ।  তবে আপনাকে এসবের জন্য বৈধ নাগরিক হতে হবে । প্রাপ্যতা প্রমান করতে হবে । আবার আইনের ফাঁকও আছে । যাকে বলে দুই নাম্বার । বেকার সেজে বেকার ভাতা খেয়ে চলেছেন, ওদিকে আবার ক্যাস টাকায় কাজও করে যাচ্ছেন । মানে, কাগজে কলমে আপনি বেকার । অসহায় । কিন্তু কোন ডকুমেন্ট ছাড়া আবার কাজও করে যাচ্ছেন । যাকে বলে পকেট মানি বা আন্ডার টেবিল ওয়ার্ক । আপনার নামে কোন পে চেক ইস্যু হল না । আবার কোন ট্যাক্সও দিতে হল না । কিন্তু ধরা পড়লে জেলের ভাত খেতে হবে । কাজটা সম্পুর্ন অবৈধ । বেআইনি । সাধারনত গ্যাস স্টেসন বা কনভিনিয়েন্ট স্টোরগুলোতে এই কারবার চলে । আবার যারা অবৈধ ভাবেই এসেছেন, তাদের’তো এছাড়া আর কোন পথও খোলা নেই । সারা জিবন যদি এভাবে আইনকে ফাঁকি দিয়ে চলতে পারেন, চলেন । শেষ জিবনে কোন পেনসন পাবেন না । বাড়ি গাড়ির জন্য কোন লোন পাবেন না । হেলথ ইনস্যুরেন্স পাবেন না । দেশ থেকে কাউকে নিয়ে আসার যোগ্যতা হারাবেন । যাকে বলে ব্যাড ক্রেডিট । দেশে টাকা পাঠাতে পারবেন, কিন্তু এদেশে জিবনভর দুই নাম্বার হয়ে কষ্ট করেই যেতে হবে । এদেশে যখন প্রথম এসেছিলাম, শুনতাম, অমুকের কাগজ নেই, তমুকের কাগজ নেই । ভাবতাম কাগজ নেই মানে ? আমেরিকায় কি কাগজের অভাব ? পরে বুঝলাম কাগজ নেই মানে গ্রিন কার্ড নেই । - যাকগে, যা বলছিলাম । ইন্টার্ভিউ’র দিন সকাল সকাল দুজনে বেশ ভালো জামাকাপড় পরে, ফিটফাট হয়ে সিটিজেনসিপ অফিসে এসে হাজির হলাম । - ( চলবে )।

আবদুল হাকিম ।।
প্রবাসী লেখক ।।
বাল্টিমোর,ইউ এস এ ।।
# আবদুল হাকিম হ্যালো জনতা ডট কম’এর নিয়মিত লেখক ।
# লেখকের প্রতিটি লেখা আমাদের ব্লগে এবং সামাজিক মাধ্যম সমুহে প্রচারিত হয় ।

হ্যালো জনতা ডট কম ।।
hellojanata. com .
——————
## ~~~~~~~ ভুলতে না পারার গল্প ~~~~~~~
## লক্ষ্য রাখুন –’ভুলতে না পারার গল্প’-কেমন ছিল আজকের এই দিনটি?১৬ই ডিসেম্বর-আমাদের সেই মহান একাত্তুরে-! – প্রকাশিত হবে ১৬ই ডিসেম্বর সকালে।। ##


—————–——-

হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
https://hellojanata350.blogspot.com/
# Copy and paste to your browser .
Follow us on —-
# FACEBOOK –
@ https://www.facebook.com/hellojanata/
# TWITTER –
@ @BinMostanjir
# INSTAGRAM —
@ 121kamalbd
# LINKEDIN
@ https://www.linkedin.com/feed/

## hellojanata.com ##

 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।