‘প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৮ – সম্পর্কের পোস্টমর্টেম!! # আকরাম উদ্দিন আহমেদ।

    ## A hellojanata.com Presentation

‘প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৮ – সম্পর্কের পোস্টমর্টেম!! # আকরাম উদ্দিন আহমেদ।





প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৮ -!!
# আকরাম উদ্দিন আহমেদ।

সম্পর্কের পোস্টমর্টেম!!

কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষকে কখনো ভোলা যায় না।
ঠকতে ঠকতে বোকা মানুষটিও একদিন বুঝতে শিখে কে তার ভালো চায়, আর কে তাকে ব্যবহার করে। কারোর প্রশংসা করলে খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কারোর বদনাম করা হয় তখন প্রায় সবাই সেটা বিশ্বাস করে ।

<a href="https://www.facebook.com/D-Diamond-BD-165773995238224">D. Diamond BD</a>

মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা ।
যার মধ্যে ভালোবাসা নেই তার কোন দুর্বলতাও নেই, ভালবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে দেয়, আবার সেই ভালোবাসাই কাল হয়ে দাঁড়ায়।
পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার মনে সামান্যতম কষ্ট নেই,কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে।
কাউকে ভালোবাসা দিলে তা হয়তো নাও ফিরে পাওয়া যেতে পারে। তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাওয়া যাবে।

হেরে যাব বলে পথ চলা শুরু করিনি, হোঁচট খেয়েছি অনেক, সামলেছি বারবার, আছি একাই।
তবু মনে আশা আজও আছে, চলতে চলতে পথের বাঁকে কেউ একজন ঠিক বলবে ভয় নেই আমি তো আছি। অথবা নেই, তাতে কিইবা এসে যায়।

কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে কারণ সেই কথার সাথে তাদের চরিত্র মিলে যায়।







কিছু কিছু পরিস্থিতিতে এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ থাকতে হয়।
হিসাব-নিকাশ করে ভালো ব্যবসা হয়, ভালবাসা হয় না। ছেলের সাথে বউ খুশি থাকলে শাশুড়ির কষ্ট লাগে কিন্তু তার মেয়ের সাথে জামাই খুশি থাকলে মা খুশি হয় এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা।

কখনো আমি যতই ভাল হই না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেই না কেন, যতই কষ্ট সহ্য করিনা কেন, কিছু মানুষের কাছে তবু আমি কখনো ভালো হতে পারব না। তাদের সাথে জোর করে আপন হতে যাওয়া বোকামি, বিনিময়ে অবহেলার পাহাড় আমি সহ‍্য করতে পারব না।
জীবন একটাই, এই শর্তে নিজেকে ভালো রাখা, এটা স্বার্থপরতা নয় নিজের প্রতি কর্তব্য। যুগটাই এমন আপনি যত নরম হবেন মানুষ ততই গরম দেখাতে থাকবে।
সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনদের সাথে। শুধু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখুন, দেখবেন অনেক আপনজন পর হয়ে যাবে। পৃথিবীতে আসলে কেউই আপন নয়।


ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছা করলেও হয় না, এটা এমন একটা ফিলিংস যা নিজের অজান্তেই হঠাৎ করে হয়। কে কখন কাকে ভালোবেসে ফেলবে কেউ বলতে পারে না।
মানুষের মনটা বুঝতে শেখা উচিৎ, তার কথাগুলো নয় কারন একটা কথার অনেক রকম মানে হয়।
ভালোলাগা যে ভালোবাসা নয় সেটা অনেকেই বুঝেনা। মানুষ ভালোলাগা দিয়ে ভালোবাসা শুরু করে। কিন্তু ভালবাসলে যে অনেক দায়িত্ব নিয়ে ভালবাসতে হয়, সে দায়িত্বটা সবাই নিতে পারে না, শুধু ভালোবাসি বল্লেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসার মানুষটির বিপদে-আপদে তাদের পাশে দাঁড়ানো যে এক প্রকার ভালোবাসা এটা বুঝতে হবে। ভালোবাসি বলতে পারার লোকের অভাব নেই, কিন্তু এই কথার যথাযথ মূল্য কজন দিতে পারে।
যে মাছের কাটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে ব্যাক্তি সৎ বেশি তার জীবনে কষ্ট বেশি। জীবনে শান্তি পেতে চাইলে নিজের কাজের প্রতি মনোযোগী হতে হবে।
শেষে বলা যায় উপকার করতে যদি না পারি, করো যেন ক্ষতি না করি। আর ভালবাসতে যদি না পারি বদনাম যেন না করি।



আকরাম উদ্দিন আহমেদ । 

লেখক , কুড়িগ্রাম । ০২/০৪/২০২২ । 





আকরাম উদ্দিন আহমেদ ।
লেখক ।
কুড়িগ্রাম ।
# জনাব আকরাম উদ্দিন আহমেদ হ্যালো জনতার নিয়মিত লেখক ।।
# তাঁর সকল লেখা আমাদের ব্লগ এবং সামাজিক মাধ্যমে প্রচারিত হয় ।।
হ্যালো জনতা ডট কম।।
www. hellojanata.com –

হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
hellojanata.com —
https://hellojanata350.blogspot.com–



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।