Ekush:’একুশের_অহংকার’- ইউএস থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।

   ## A hellojanata.com Presentation



Ekush:’একুশের_অহংকার’- ইউএস থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।


#একুশের_অহংকার —
বনলতা বোস মোনা ।।

আজ একুশে ফেব্রুয়ারি , আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । এই দিবসটি অর্জনের জন্য চরম ত্যাগ করতে হয়েছে বাঙালির । এক ঝাঁক তরুণ প্রাণের বিনিময়ে , তাদের তাজা রক্তের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা করে গিয়েছেন । তাদের এ বলিদান এর ফলশ্রুতিতে আজ আমাদের প্রাণের ভাষা বাংলা ।



এই দিনটি এলেই এক দৌড়ে চলে যাই সেই ছেলেবেলায় । এক ঝাঁক প্রফেসর এর মাঝে আমার বেড়ে ওঠা , বাড়িওয়ালা বরিশাল কলেজের অধ্যক্ষ শ্রদ্ধেয় মোহাম্মদ হোসেন আলী , আর তার ১০ টি বাড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতির চরম উদহারণ স্বরূপ হিন্দু প্রফেসর ভাড়াটিয়া । কাজেই বাংলা সংস্কৃতির চর্চা , বাংলার ইতিহাস সঠিক ভাবে আমাদের জানাটা খুব স্বাভাবিক ।


ওই মহল্লায় ছিল মুক্ত বিহঙ্গ খেলাঘর আসর , বিকেল হলেই এক ঝাঁক শিশু কিশোরের কলরবে মুখরিত থাকতো ওই খেলাঘর । খেলাঘরে সব ধরণের পাঠ পেতাম । শরীর চর্চার জন্য পিটি , কাগজ দিয়ে বানানো ক্রাফট , নাট্য চর্চা , নাচ – গান – খেলাধুলা সহ যত শিক্ষা একটা শিশুর মনুষ্যত্ব বিকাশের জন্য দরকার তা সব পেতাম । ওই খেলাঘরে ছিল না শুধু ধর্ম চর্চা , ধর্মীয় ভেদাভেদ ভুলে প্রতিটা সদস্যের একটাই পরিচয় , আর সেটা হলো খেলাঘরের ভাই আর খেলাঘরের বোন ।


সবচেয়ে উৎসাহিত থাকতাম একুশের আগের দিনে । খেলাঘররের বড় ভাইরা অমর একুশের ব্যানার বানাচ্ছেন রাত জেগে , লাল রঙের কাপড়ের উপর সাদা রঙ দিয়ে লেখা থাকতো একুশের কথা । আমরা ভোররাতে উঠতাম, ছোট্ট ঘড়িটায় এ্যালার্ম বেজে উঠতো । খেলাঘরের সাদা ড্রেস আর কালো ব্যাজ থাকতো , হাতে ফুল নিয়ে নগ্ন পায়ে আমরা সব খেলাঘরের সদস্যরা গান গাইতাম ।

” আমার ভাই এর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি ”

কেন্দ্রীয় শহীদ মিনারে তো কাতারে কাতারে মানুষ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে , আমরা লাইন ধরে শহীদ মিনারে উঠে মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকতাম কিছুক্ষণ , তারপর আবার সেই পাঁচ মাইল দূর হেঁটে সবার সাথে বাড়ি ফেরা ।

সারাদিন ব্যাপি টিভিতে একুশের গান , নাটক , সিনেমা দেখতাম । দেখতাম আত্মত্যাগের চরম উদহারণ । মনটা ভারাক্রান্ত হলেও এক অসীম গর্ব অনুভব করি এই দিনটি এলেই ।

একুশে আমার অহঙ্কার।

বনলতা বোস মোনা ।।



বনলতা বোস মোনা ।।

লেখক ।।
ক্যালিফোর্নিয়া , ইউ এস এ ।।
হ্যালো জনতার নিয়মিত লেখক ।।
লেখকের সকল লেখাই আমাদের ব্লগে প্রচারিত ।।

হ্যালো জনতা ডট কম ।।
hellojanata.com ..
www. hellojanata.com
https://hellojanata350.blogspot.com/

হ্যালো জনতা ডট কম ।।
www. hellojanata.com –

হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।

https://hellojanata350.blogspot

www. hellojanata.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।