#চেতনায়_স্বাধীনতা । বনলতা বোস মোনা ।।

 ## A hellojanata.com Presentation .

#চেতনায়_স্বাধীনতা ।

বনলতা বোস মোনা ।।



আজ বিজয় দিবস , সেই ঐতিহাসিক ১৬ই ডিসেম্বর। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ‌আমাদের ৫০ বছর পূর্তি ,যাকে বলে সূবর্ণ জয়ন্তী ।

www. hellojanata.com
এক ঝাঁক শিক্ষকদের মাঝে এক অদ্ভুত অসাম্প্রদায়িক পরিবেশে বেড়ে ওঠা , বড় হয়েছি অনেক স্বাধীনতার গল্প শুনতে শুনতে , নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বই পড়তে পড়তে ।
শিক্ষকদের বাড়িতে একটা লাইব্রেরী থাকবেই , আর সেই সব লাইব্রেরীতে মুক্তিযুদ্ধের বই শোভা পেত । সেই বই গুলোতে ছিল প্রচুর মুক্তিযুদ্ধের ছবি , ছবিগুলো তে ভেসে উঠতো মানুষের আর্তনাদ আর হাহাকারের ছবি, ছিল দেশপ্রেম – নারকীয় হত্যাযজ্ঞ- রাজাকারের বিশ্বাসঘাতকতার এর প্রতিচ্ছবি । বিংশ শতাব্দীতে সবচেয়ে বিশাল আকারের গণহত্যা এই একাত্তরের যুদ্ধে হয়েছে । শিশু – বৃদ্ধ , নারী – পুরুষ , সুস্থ – অসুস্থ সহ কোন দেশপ্রেমিক এই যুদ্ধে রক্ষা পাইনি , ছাড় পেয়েছে শুধু পাকিস্তানী সাপোর্টার ।

মাঝে মাঝে সেই ছবিগুলো তাড়া করে বেড়ায় । আচ্ছা , বুদ্ধিজীবী দিবসে যে সমস্ত টপ লেভেলের ট্যালেন্টেড লোকগুলোর লিষ্ট বের করে হত্যা করেছিল , তাদের কিভাবে বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিল ?? কে দিয়েছিল হানাদার বাহিনীর হাতে লিষ্ট ??


অনেক চরাই উতরাই এর সাক্ষী আমাদের এই ছোট্ট সোনার বাংলা । প্রথমে ১৯৪৭ সনে বৃটিশ দের থেকে স্বাধীনতা লাভ , তারপর ২৪ বছরের মাথায় এই নারকীয় হত্যাযজ্ঞ !!!
১৬ ই ডিসেম্বরের পরেও অনেক অরাজকতা হয়েছে দেশে
ফিল্ম মেকার জহির রায়হান এর সাড়া জাগানো সিনেমা ” জীবন থেকে নেয়া ” তিনি নিখোঁজ হয়ে যান ১৯৭২ সনে জানুয়ারি মাসে । যতবার ওনার সিনেমা দেখেছি , ততবার মনে প্রশ্ন জেগেছে মানুষটি  কিভাবে নিখোঁজ হন ??
সপরিবারে বঙ্গবন্ধুর হত্যা , চার মহান নেতার জেলহত্যা  … রাষ্ট্র পরিচালনার যোগ্য লোকদের তো সড়িয়ে দিল এই স্বাধীন দেশের মানুষ । এরচেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে ।
গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীর শ্রেষ্ঠ সন্তানদের , যারা এক লহমায় দেশের জন্য দিয়ে গেল প্রাণ । স্মরণ করছি সেই সব বীরাঙ্গনা দের যারা মাসের পর মাস গনধর্ষণের স্বীকার , এবং দেশ স্বাধীন এর পর তারা যখন ফিরে এলো তখন সেই সব ধর্ষিতা নারীদের পরিবারের মুখে ছিল কালো ছায়া । এটাই নিয়তি !!

চরম দুর্দিনে যে সাহায্য করে তারচেয়ে পরম মিত্র আর কেউ নাই । আমাদের একাত্তরের যুদ্ধের সময়কার দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে আসে ভারত । চার হাজার ভারতীয় সৈন্য মারা গিয়েছেন এবং দশ হাজার চিরতরে পঙ্গু । এরা কারো ছেলে – স্বামী – ভাই , তার মানে হলো অনেক পরিবারে একমাত্র সহায় , আমাদের স্বাধীন করতে গিয়ে স্বজন হারানোর বেদনা তাদের মাঝেও ।
নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানুক , এই দ্বায়িত্ব আমাদের । দেশটা হয়তো বা আবারো সত্যিকারের অর্থে সোনার বাংলা হয়ে উঠবে একদিন ,

ওরা আসবে চুপি চুপি
যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ~~~~

বনলতা বোস মোনা ।।
ক্যালিফোর্নিয়া , ইউএসএ ।।
মুক্তমনা লেখক ।
## হ্যালো জনতার নিয়মিত লেখক ।।
## লেখাটি আমাদের ব্লগ ও সামাজিক মাধ্যম সমুহে প্রকাশিত ।।
হ্যালো জনতা ডট কম ।।
hellojanata,com


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।