জীবন থেকে নেয়া-সন্দেহ ।। ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা ।।

 ## A hellojanata .com Presentation . 

জীবন থেকে নেয়া-

সন্দেহ ।

ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা ।।

জীবন থেকে নেয়া

বনলতা বোস মোনা ।।
#সন্দেহ#

সন্দেহ নামক জিনিস টা আমাদের জীবনের একটা অঙ্গ , ভালোবাসা নামক অনুভূতির সাথে হয়তো বা এর একটা যোগাযোগ আছে । আর আমাদের ভালোবাসার মানুষটাকে ঘিরে বিপরীত লিঙ্গের মানুষের সাথে সখ্যতা নিয়ে যতো সন্দেহ ।

www. hellojanata.com

এই সন্দেহ নামক জিনিসটা অনেক সম্পর্কের মাঝে এক তিক্ততার জন্ম নেয় । সে শুধু আমাকেই ভালোবাসবে অন্য কাউকে নয়, সে শুধু আমাকেই প্রাধান্য দেবে অন্য কাউকে নয় । তাই সে অন্য কারো সাথে একটু আগ্ৰহ নিয়ে কথা বললেই আমাদের যতো সমস্যা । আসলে এক ধরনের সংকীর্ণ মানসিকতা আর হীনমন্যতার শিকার আমরা । আমাকে ছাড়া অন্য কারো প্রতি তার আগ্ৰহ আমাদের চোখের জ্বলুনি । দাম্পত্য কলহের অন্যতম কারণ এটা।

www. hellojanata.com

কেউ আমায় বলেছিল পুরুষ মানুষ ঘর থেকে বাইরে বেশি হাসিখুশি থাকে , কারণ বাইরে সে কোন দ্বিধা ছাড়াই নারী পুরুষ সবার সাথে মন খুলে কথা বলতে পারে বা মিশতে পারে । ঘরে বৌ আছে , তাদের নাকি অনেক সমস্যা মেয়েদের সাথে উৎসাহিত হয়ে কথা বললে । তারমানে নারী সংকীর্ণ মানসিকতার অধিকারী । কিন্তু আমি বলি নারী পুরুষ সবাই সংকীর্ণ মানসিকতার । নারীর পায়ে বেড়ি শুধু পরিবার নয় , সমাজ ও পায়ে বেড়ি পড়ায় ।

তবে এই সন্দেহ প্রবণ মানসিকতা কেমন জানি দাম্পত্য সম্পর্কে গলার ফাঁসের মতো লাগে । আমি পতিদেব কে সন্দেহ করি না , কারণ এটুকু জানি কোন পুরুষ মানুষের স্বভাব খারাপ হলে যে কোন হোটেলে কোন নারী সহ কিছু সময় কাটিয়ে আসতে পারে । সেই স্বভাবের লোক গুলো অন্যরকম , আর কোন কিছু দিয়ে তাদের ঠেকানো যায় না । তাছাড়া তার ওঠাবসা একগাদা নারী পুরুষ কলিগদের সাথে , সন্দেহ করলে যে ঘরে বসিয়ে রাখতে হবে । 



😁😁😁

তিনিও আমায় সন্দেহ করেন না কারণ তার ধারণা আমি শুধু বাপের বাড়ির লোকদের ভালোবাসি , আর এই মুহূর্তে আমি সবার থেকে সাত সমুদ্র তের নদীর ওপারে 😁😁😁

ভালোবাসার খাঁচার দরজাটা খোলা রাখতে হয় , সন্দেহের কারণে দরজাটা বন্ধ করে দিলে ভালোবাসা পাখিটা ডানা ঝাপটে ছটফট করবে । দরজাটা খোলা রাখি , দিনশেষে মুক্ত হাওয়ায় শ্বাস নিয়ে পাখিটা আবার সেই খাঁচায় নিজে বন্দী হবে ।

আমি স্বাধীনতায় বিশ্বাসী , আমাদের জীবন সঙ্গী কিন্তু একজন individual , শুধুমাত্র আমাদের spouse না । তার সবকিছুই আমার জানতে হবে এমন কোন কথা নেই । কিছু টা প্রাইভেসির দরকার আছে । ভালোবাসি কোন এক্সপেক্টেশন ছাড়াই , কাউকে কন্ট্রোল না করি ।

ভালো থাকিস সবাই এই প্রত্যাশা প্রতিনিয়ত—-

বনলতা বোস মোনা ।।
প্রবাসী লেখক ।
ক্যালিফোর্নিয়া , ইউএসএ ।।
# বনলতা বস মোনা হ্যালো জনতার নিয়মিত লেখক ।।
## তাঁর সকল লেখা আমাদের ব্লগ এবং সামাজিক মাধ্যমে প্রচারিত ।।

হ্যালো জনতা ডট কম ।।
hellojanata. com .
——————
## ~~~~~~~ ভুলতে না পারার গল্প ~~~~~~~
## লক্ষ্য রাখুন –’ভুলতে না পারার গল্প’-কেমন ছিল আজকের এই দিনটি?১৬ই ডিসেম্বর-আমাদের সেই মহান একাত্তুরে-! – প্রকাশিত হবে ১৬ই ডিসেম্বর সকালে।। ##



—————–——-

হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
https://hellojanata350.blogspot.com/
# Copy and paste to your browser .
আমাদের ব্লগ —-Subscribe our blog .
https://hellojanata350.blogspot.com/
Copy and paste to your browser .
Follow us on —-
# facebook –
@ https://www.facebook.com/hellojanata/
#Twitter–
@ @BinMostanjir
# inastagram —
@ 121kamalbd
# linkedin
@ https://www.linkedin.com/feed/

## hellojanata.com ##



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।