‘জীবন থেকে নেয়া- " জীবন থেকে নেয়া " - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।।

  ## A hellojanata.com Presentation 



জীবন থেকে নেয়া "

#২০২১>২২   - # ২০২১ > ২২ ।

বনলতা বোস মোনা । 






#জীবন_থেকে_নেয়া । 

বনলতা বোস মোনা । 


আমি শিক্ষকের মেয়ে , তিন ভাইবোন আর দাদা - দাদী সহ মধ্যবিত্ত পরিবারে মানুষ । আমাদের চাহিদা ছিল সীমিত , আর চাহিদা পূরনের রসদ ও সীমিত ।

বাড়িতে যা রান্না হয়েছে তা কোন অনুযোগ ছাড়া চুপচাপ খেয়ে নিয়েছি , there I learn to value the food. 

স্কুল ড্রেসটা একটু ঢিলা ঢালা আর লম্বা বানানো হতো যাতে দু বছর অনায়াসে পড়া যায় , there I learn to adjust 


কেক বা চকলেটের টুকরো ভাগাভাগি করে তিন ভাইবোন খেতাম , there I learn to share the things with others . 

সপ্তাহে একদিন ১ টাকা করে পেতাম টিফিন পিরিয়ডে , there I learn to value the money. 

স্কুল /কলেজের শিক্ষক বা বড় কোন মুরুব্বির সাথে দেখা হলে নমস্কার/সালাম দিতাম আর পা ছুঁয়ে প্রনাম করতাম , there I learn to respect elders.

বছরে ১ বার পূজা /ঈদে ভালো জামা কাপড় পরতাম আর অধীর আগ্রহে অপেক্ষা করতাম ওই জামাটার‌ জন্য, আমার বেশ মনে আছে জামাটা লুকিয়ে রাখতাম কেউ যেন দেখে না ফেলে , there I learn to value the good things 


বিকেল বেলা টা ছিল খেলার সময় , সারাদিন অপেক্ষায় থাকতাম ওই বিকেল বেলার জন্য আর জীবনে আনন্দের উৎস বলতে ওই বিকেল বেলা বন্ধুদের সাথে খেলা , there I learn how to adjust with friends and develop good health. 

আজকাল বাচ্চাদের মধ্যে এর কোনোটাই নেই। দোষটা ওদের না , দোষটা so called modern parents like us. বাচ্চাদের প্রতিটা শখ মেটানো আমাদের প্রধান কাজ । চাহিদা আর শখের মধ্যকার ব্যবধানটা আমরা ওদের শেখাতে পারিনি । We supplied more than their requirements, চাইলেই সব হাতের মুঠোয় ....এর চেয়ে বড় কুশিক্ষা আর নেই । নির্দ্বিধায় বলতে পারি , our parents were far better than us কারন জীবন সম্পর্কে মূল্যবোধ টা আমাদের বেশি than our children.





বনলতা বোস মোনা ।।

লেখক ।।
ক্যালিফোর্নিয়া , ইউ এস এ ।।
হ্যালো জনতার নিয়মিত লেখক ।।
লেখকের সকল লেখাই আমাদের ব্লগে প্রচারিত ।।

হ্যালো জনতা ডট কম ।।
hellojanata.com ..
www. hellojanata.com
https://hellojanata350.blogspot.com/

হ্যালো জনতা ডট কম ।।
www. hellojanata.com –

হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।

https://hellojanata350.blogspot

www. hellojanata.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।