‘জীবন থেকে নেয়া-# তুমি - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।।

 ## A hellojanata.com Presentation .





‘জীবন থেকে নেয়া-#তুমি
- ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন-----  

বনলতা বোস মোনা ।।


#তুমি 


আমাদের সবার কল্পনায় এক #তুমি বাস করে । সেই তোমাকে ঘিরে হাজারো স্বপ্ন দেখতাম এক সময় । কত কল্পনার জ্বাল বুনতাম অবচেতন মনে । 
 টিন এজ বয়সে ভাবতাম যে জীবন সঙ্গী হবে সেই হবে কল্পনার তুমি । কিন্তু রিয়ালিটি !!!!!






আমি জানি না আমরা কজন আসলে এই #তুমি এর দেখা পাই ??? আদৌ কি সেই পারফেক্ট  " তুমি  " জীবনে আসে !!!

এই জীবনে অনেকেই  প্রেমে ব্যর্থ তো অনেকেই সাকসেসফুল। যারা কল্পনার " তুমি " কে পান নি তাদের বলছি আমরা যারা প্রেম করে বিয়ে করেছি তারাও কিন্তু সেই পারফেক্ট " তুমি " কে পাইনি 

মাঝে মাঝে মনে হয় সেই কল্পনার " তুমি " এর সাথে যদি একবার দেখা হতো !!!!! কিন্তু সে স্বপ্ন পূরণ হবার নয় ,
মানুষের কল্পনা হয়তো কল্পনাই থেকে যাবে আজীবন। 

কবিগুরুর ভাষায়, 

কবে আর হবে থাকিতে জীবন ,
আঁখিতে আঁখিতে মোদের মিলন‌!!!!!






আজকাল মাঝে মাঝে নিজের মধ্যে ডুব দিতে ভালো লাগে , ভালো লাগে এই এই কল্পনার "  তুমি " কে নিয়ে কল্পনার জ্বাল বুনতে । আর এই তুমি কে নিয়ে  কল্পনার ভেলায় ভাসা টা বেশ উপভোগ্য ।

মধ্য বয়স, বড্ড ডেন্জারাস রে ভাই !!। জীবনের অনেক অভিজ্ঞতা  সমৃদ্ধ স্বপ্ন এখন মনের আকাশে। মনটা বড্ড উড়ু উড়ু এই পড়ন্ত বিকেলে। কল্পনার তুমি না হয় কল্পনাতেই থাক। স্বপ্ন দেখার একটা জায়গা থাকুক মনের মনিকোঠায়।

সবার মঙ্গল কামনায়




বনলতা বোস মোনা ।।

লেখক ।।
ক্যালিফোর্নিয়া , ইউ এস এ ।।
হ্যালো জনতার নিয়মিত লেখক ।।
লেখকের সকল লেখাই আমাদের ব্লগে প্রচারিত ।।

হ্যালো জনতা ডট কম ।।
hellojanata.com ..
www. hellojanata.com
https://hellojanata350.blogspot.com/

হ্যালো জনতা ডট কম ।।
www. hellojanata.com –

হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।

https://hellojanata350.blogspot

www. hellojanata.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।