‘জীবন থেকে নেয়া’#Abuse – ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা ।।

 ## A hellojanata.com Presentation . 



‘জীবন থেকে নেয়া’

#Abuse – 

 বনলতা বোস মোনা ।।


Abuse এর বাংলা মানে হলো শোষন করা । অনেক ধরনের শোষন আছে এই জীবনে , শারীরিক – মানসিক শোষন জীবনের প্রতি স্তরে । শিশুদের এর থেকে রেহাই নেই , child abuse চলছে যুগ যুগান্তর ধরে।

কেউ যদি আমাদের মানসিক বা শারীরিক ভাবে শোষন বা অত্যাচার করে তখন আমরা ইমেডিয়েটলি বুঝতে পারি , কিন্তু যখন নিজেরা নিজেদের শোষন করি, তখন ???
www. hellojanata.com
প্রায়ই দেখি সামর্থ্যের বাইরে গিয়ে কাজ করি । যারা home maker / house wise সারাদিন কাজ করেন । যখন কাজ করতে করতে ক্লান্ত , তখন হয়তো বাচ্চার বা স্বামীর কোন খাবারের আবদার মেটানোর জন্য সব ক্লান্তি ভুলে তৎপর হয়ে ওঠে ।
হয়তো জ্বর তবুও প্যারাসিটামল খেয়ে আবার সেই কাজ শুরু ।

কর্মজীবী মহিলাদের দের আরেক সমস্যা , কর্মক্ষেত্রে কাজের চাপের ফাঁকে ফাঁকে বাচ্চাদের খাবার দাবার সহ পড়াশোনার চিন্তা পীড়া দেয় , আর দিনশেষে ঘরে ফিরে এলে বাচ্চাদের আব্দার , ঘরের কাজ সহ সব মিলিয়ে জীবনটা জগাখিচুড়ী ।

পুরুষদের চিন্তা ধারার লেভেল ভিন্ন , সংসারের বোঝা তাদের কাঁধে , কাজেই সংসার স্মুথলি চালানোর জন্য চাকরি টা দরকার , আর এই চাকরিটা ধরে রাখতে গিয়ে কর্মক্ষেত্রে বসের সাথে কত ধরনের এডজাসটমেনট , কত ধরনের কাজের চাপ । প্রায় ই মাথা ধরে কাজের লোড নিতে , খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা না থাকলে শরীর তো খারাপ করবেই । তাছাড়া বাজার ঘাট , বিল প্রদান সহ কত কাজ সব ধরনের ক্লান্তি ভুলে ।

আচ্ছা , এইযে নিজেদের শরীর কে অবজ্ঞা করে ছুটে চলি , এটাও তো এক ধরনের শোষন নিজেদের প্রতি নিজের । After all we should not abuse our body ।

www. hellojanata.com

যখন ক্লান্তি লাগে তখন রেস্ট নেয়া দরকার , সবাইকে বোঝানো দরকার যে আর না , আর পারছি না । নিজেদের প্রতি যত্নশীল হই bye  -  listening to our body .



বনলতা বোস মোনা ।।
লেখক ।।
ক্যালিফোর্নিয়া , ইউ এস এ ।।
হ্যালো জনতার নিয়মিত লেখক ।।
লেখকের সকল লেখাই আমাদের ব্লগে প্রচারিত ।।

হ্যালো জনতা ডট কম ।।
hellojanata.com ..

www. hellojanata.com
https://hellojanata350.blogspot.com/

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।