Art & Artist:শুভ হোক রেজাউল হক লিটনের লুভ্যর যাত্রা- মতিউর রহমান মানিক ।

   ## A hellojanata.com Presentation  -- 

শুভ হোক রেজাউল হক লিটনের লুভ্যর যাত্রা- মতিউর রহমান মানিক ।



শুভ হোক শিল্পী রেজাউল হক লিটনের ল্যুভরে যাত্রা।
~~~~~~~~~~~~~~

মতিউর রহমান মানিক ।।

সেই প্রবাদ বাক্য,রতনে রতন চেনে—।
মোঃ রেজাউল হক লিটনকে অভিনন্দন। বিশ্বখ্যাত লুভ্যর জাদুঘরের রত্ন সন্ধানীদের নজরে এসেছেন আমাদের বাংলাদেশের কুড়িগ্রামের সন্তান মোঃ রেজাউল হক লিটন। পৃথিবীর অন্যতম জাদুঘর ফ্রান্সের লুভ্যর মিউজিয়াম (Louvre Museum) কর্তৃপক্ষ মোঃ রেজাউল হক লিটনকে তার শিল্পকর্ম প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। সে যাত্রার প্রস্তুতিতে মগ্ন এখন শিল্পী ।

আমাদের দেশের কোনো শিল্পী এর আগে লুভ্যরের আমন্ত্রণ পেয়েছে কিনা আমার জানা নেই। তবে এটা ঠিক,মোঃ রেজাউল হক লিটনের বিশেষ প্রতিভা বিবেচনা করেই ল্যুভর কর্তৃপক্ষ তাকে এই আমন্ত্রণ জানিয়েছে।
শিল্পীর এই প্রদর্শনীটি এ বৎসরেই হওয়ার কথা ছিল কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে পিছিয়ে গেছে প্রদর্শনীটি ।

ঐতিহ্যের দিক দিয়ে লুভ্যরের ইতিহাস গগনচুম্বী। লুভ্যরের ইতিহাস জানা থাকলে বিষয়টা আরো পরিষ্কার হবে।




লুভ্যর জাদুঘর ' ও তাঁর  ( (Louvre Museum) সংক্ষিপ্ত ইতিহাস :
‘লুভ্যর জাদুঘর’। বিস্ময়কর এই জাদুঘরটির প্রতিষ্ঠার ইতিহাস বেশ সুদীর্ঘ। জগৎ বিখ্যাত শিল্পকর্মের আঁধার লুভ্যর মিউজিয়াম (Louvre Museum) যা পৃথিবীর সবচেয়ে প্রাচীন জাদুঘর গুলোর মধ্যে অন্যতম। ফ্রান্সের সবচেয়ে প্রাচীন ও ব্যস্ততম এই জাদুঘরটি দেশটির রাজধানী প্যারিস শহরের সিন্ নদীর তীরে অবস্থিত। প্রায় ৮ লক্ষ বর্গফুট আয়তনের লুভ্যর জাদুঘর পৃথিবীর সর্ববৃহৎ শিল্পকলা জাদুঘর। এই জাদুঘরটি প্যারিসের লু্ভ্যর প্রাসাদে অবস্থিত। ১২শ থেকে ১৩শ শতকে ফ্রান্সের রাজা ২য় ফিলিপ প্রাসাদটিকে একটি দুর্গ হিসেবে নির্মাণ করেছিলেন। ১৫৪৬ সালে ফরাসি রাজা ১ম ফ্রঁসোয়া এটিকে ফরাসি রাজাদের মূল বাসভবনে রূপান্তরিত করেন। ১৬৮২ সালে ফ্রান্সের রাজা ষোড়শ লুই তাঁর বাসভবন ভের্সাইয়ের প্রাসাদে স্থানান্তর করলে লুভ্যর প্রাসাদ একটি রাজকীয় সংগ্রহশালার প্রদর্শনীকেন্দ্র হিসেবে রূপ নেয়। এর মধ্যে প্রাচীন রোমান ও গ্রিক স্থাপত্যের সংগ্রহগুলি ছিল অন্যতম। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের জাতীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ফরাসি জাতির কাছে থাকা সর্বোৎকৃষ্ট শিল্পকর্মগুলি প্রদর্শনের জন্য লুভ্যরকে ব্যবহার করা শুরু হয়।

প্রাচীন সভ্যতার শুরুর দিন থেকে আজকের আধুনিক সভ্যতার বর্তমান সময় পর্যন্ত ইতিহাসের শ্রেষ্ঠ নিদর্শন গুলো রাখা হয়েছে এই জাদুঘরে। এই জাদুঘরেই রয়েছে লিওনার্দো দ্য ভিঞ্চি অঙ্কিত জগৎ বিখ্যাত চিত্রকর্ম “মোনালিসা”। মোনালিসা চিত্রকর্মটি এখন একটি বুলেটপ্রুফ কাঁচের আঁধারে সংরক্ষিত রয়েছে।
লুভ্যর জাদুঘরের সংগ্রহগুলি মূলত ৮টি বিভাগে বিভক্ত। এগুলি হল প্রাচীন মিশরীয় শিল্পবস্তুসমূহ,নিকট প্রাচ্যের শিল্পবস্তুসমূহ, গ্রিক শিল্পকলা,রোমান শিল্পবস্তুসমূহ,ইসলামী শিল্পকলা,ভাস্কর্য,আলঙ্কারিক শিল্পকলা, চিত্রকর্মসমূহ,ছাপশিল্প ও অঙ্কন। এগুলোর প্রতিটি বিভাগেরই আলাদা আলাদা নাম রয়েছে। যেমন :
১) নিয়ার ইস্টার্ন এনটিকুইটিস বিভাগ।
২) ইট্রাস্কেন এনটিকুইটিস বিভাগ।
৩) ডেকোরেটিভ আর্ট বিভাগ।
৪) স্কালপচার বিভাগ।
৫) গ্রিক এনটিকুইটিস বিভাগ।
৬) ইজিপশিয়ান এনটিকুইটিস বিভাগ।
৭) রোমান এনটিকুইটিস বিভাগ।
৮) ইসলামিক আর্ট বিভাগ।

প্রতিটি বিভাগই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। ফ্রান্সে ভ্রমণ করতে আসা প্রায় প্রত্যেক পর্যটকের কাছেই এই জাদুঘরটি প্রধান আকর্ষণ। ইতিহাস প্রেমিকদের কাছে এটি এক আদর্শ স্থান বলে বিবেচিত। এক জরিপে দেখা যায় লুভ্যর জাদুঘরের দর্শনার্থীর সংখ্যা বছরে প্রায় ১১ কোটি।

এযাবতকালে যে মানুষগুলো তাঁদের চিত্রকর্মের জন্য জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন,তাঁদের মধ্যে লিওনার্দো-দা ভিঞ্চি,পাবলো পিকাসো, ভিনসেন্ট ভ্যনগগ অন্যতম।

এছাড়া এই উপমহাদেশের মকবুল ফিদা হুসেন(ভারত),আমাদের দেশের জয়নুল আবেদিন,পটুয়া কামরুল হাসান, এস,এম,সুলতান,কাইউম চৌধুরী প্রমুখ সহ বেশ কয়েকজন চিত্রশিল্পী তাঁদের চিত্রকর্মের জন্য আন্তর্জাতিক অঙ্গনে চিরস্মরণীয় হয়ে আছেন।





## শিল্পী মোঃ রেজাউল হক লিটন এর একটি আঁকা ছবি ।

কে বলতে পারে লুভ্যরের আমন্ত্রণ মোঃ রেজাউল হক লিটনকে এইসব মনিষীদের পাশে নাম লেখার সুযোগ করে দেবে কিনা!
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা,তেমনিই কিছু একটা যেন হয়।




# শিল্পী রেজাউল হক লিটন ।।

বুক ফুলিয়ে গর্ব করে যেন বলতে পারি শিল্পী মোঃ রেজাউল হক লিটন আমাদের বাংলাদেশের গর্ব আর তিনি আমাদের এই কুড়িগ্রামেরই সন্তান।

## এখানে উল্লেখ যোগ্য যে বাংলাদেশী এই শিল্পী মোঃ রেজাউল হক লিটনের একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী পহেলা জুলাই থেকে ২১ জুলাই ২০২২। সেই প্রদর্শনী টি মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক শহরের’ এগোরা গ্যালারি’ তে অনুষ্ঠিত হবে ।
নিউইয়র্কের অনুষ্ঠিতব্য সেই প্রদর্শনীর উপর আমাদের ফিচার পাবেন আগামী জুন মাসের (২০২২) দ্বিতীয় সপ্তাহে ।

hellojanata.com



মতিউর রহমান মানিক।
লেখক ।
তথ্যসুত্র লেখকের সংগ্রহীত ।
কিছু ছবি শিল্পীর কাছে থেকে সংগ্রহীত ।
কুড়িগ্রাম।
হ্যালো জনতা ডট কম ।
hellojanata.com .


হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।
কপি অ্যান্ড পেস্ট টু ইওর ব্রাউসার ।
https://hellojanata350.blogspot.com–

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।