‘বাপের_সম্পত্তি’-জীবন থেকে নেয়া-ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা।।

 ## A hellojanata.com Presentaation .## 


‘বাপের_সম্পত্তি’-

জীবন থেকে নেয়া-

ক্যালিফোর্নিয়া থেকে- 

বনলতা বোস মোনা।।

-- ' বাপের_সম্পত্তি' --

ছেলেবেলায় কোন কিছু যথেচ্ছ ব্যবহার করলে বকুনি খেতাম ” বাপের সম্পত্তি ” নাকি । ধীরে ধীরে বড় হতে হতে শিখলাম বাপের সম্পত্তির উপর আমাদের অগাধ অধিকার ।
বর্তমানে দেশের প্রেক্ষাপটে বাপের সম্পত্তির বন্টন নিয়েও অনেক পারিবারিক ঝগড়া । খারাপ তখন লাগে যখন বাবা জীবিত থাকা অবস্থায় আমরা ঝগড়া করি ।

একটা মানুষ তারা কষ্ট উপার্জিত টাকা দিয়ে সংসারে ভরন পোষন করার পর একটু প্রপার্টি বানানোর চেষ্টা করেন । কন্যা সন্তানদের বিবাহ , ছেলে সন্তানদের স্বাবলম্বী করে তোলা অব্দি তিনি হয়তো বা নিজের অনেক শখ বিসর্জন দিয়ে এই সম্পত্তি গুলো তিল তিল করে তৈরি করেন , আর আমাদের নজর সেই কষ্টের উপার্জিত / শখ আল্হাদ বিসর্জিত প্রপার্টির দিকে ।

মাঝে মাঝে ভাবি আমরা কতটা স্বার্থপর হলে এক ভাই আর এক ভাইকে ঠকিয়ে ওই সম্পত্তি গ্ৰাস করার চেষ্টা করি । মেয়েরাও কম না , বাপের বাড়িতে এসে সম্পত্তি নিতে ভালোই লাগে , কিন্তু বাবা মায়ের ভরন পোষন ভালো লাগে না । ছেলে মেয়ে উভয়ের বাবার প্রপার্টি গ্ৰহন করতে ভালো লাগে , কিন্তু বৃদ্ধাবস্থায় বাবা মায়ের দেখা শোনা করতে ভালো লাগে না ।

আমার শ্বাশুড়ি মা একটু বিচক্ষণ টাইপের মহিলা , অনেক কষ্ট করে গোনা টাকায় সন্তান দের লালন পালন করেছেন অনেক মায়ের মতোই । অনেক সময় অনেক ভালো শাড়ি গহনা কেনার শখ হলেও ,কিনতে পারেন নি , অনেক শখ বিসর্জন দিতে হয়েছে । একটু একটু করে কিছু প্রপার্টি করেছেন । আমি প্রায় ই বলি ওই সম্পত্তি গুলো বিক্রি করে world tour করে আসুন । এখন একটু মন খুলে খরচা করুন ‌ ।

শ্বাশুড়ি মা হেসে বলেন , ” কি একটা অদ্ভুত ছেলের বৌ ?? ”
সম্পত্তির কোন লোভ নেই ------ 😁😁😁বৃদ্ধাবস্থায় বাবা মায়ের যত্ন করি প্রকৃত অর্থে , এক সময় ওনাদের কাঁধে ভর দিয়ে আমরা চলেছি , আজ ওনারা আমাদের কাঁধে ভর দিয়ে চলবেন …এটাই নিয়ম ।

What goes around , that comes around . ।

বেশিরভাগ পরিবারের সম্পত্তি বন্টন সংক্রান্ত ঝগড়া আমায় এই লেখাটা লিখতে উদ্বুদ্ধ করেছে । তবে ব্যাতিক্রম পরিবার নিশ্চিত আছে । আমরা মানুষ হিসেবে খুব লোভী আর স্বার্থপর , তাই হয়তো বৃদ্ধ বাবা মায়ের অবহেলা করতে দ্বিধা করি না ।

ভালো থাকিস সবাই এই প্রত্যাশা প্রতিনিয়ত—–

বনলতা বোস মোনা ।।
প্রবাসী লেখক ।।
ক্যালিফোর্নিয়া , ইউ এস এ ।
# লেখকের সব লেখাই আমাদের ব্লগ এবং সামাজিক মাধমে প্রকাশিত ।
# বনলতা বোস মোনা হ্যালো জনতা ডট কম এর নিয়মিত লেখক ।।

হ্যালো জনতা ডট কম।।
hellojanata. com .




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।