ভার্চুয়াল_Vs_বাল্যবন্ধু ,ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা ।।

  ## A hellojanata.com Presentation.## 



ভার্চুয়াল_Vs_বাল্যবন্ধু ।

বনলতা বোস মোনা ।। 



আজকাল এই মুঠো ফোনের জীবনে নতুন সংযোজন ভার্চুয়াল লাইফ , সেই সুত্রে ভার্চুয়াল বন্ধু ।  এই ফেসবুকের কারনে হঠাৎ করে একরাশ  ভার্চুয়াল  বন্ধু পাওয়া ।  তবে এসবের মাঝেও বাল্য বন্ধু গুলো নিজ গুনে মহীয়ান ।

বাল্য বন্ধু গুলোর অধিকার একটা বেশি  । সেই হাফ প্যান্ট পড়া বয়স থেকেই ওদের সাথে সখ্যতা , শুধু আমাদের পরিচিতির মধ্যে তাদের গন্ডী সীমাবদ্ধ নয় । পরিবারের সবাইকে তারা খুব ভালো ভাবে জানে , বাড়িতে তাদের ছিল অবধারিত আনাগোনা । যেহেতু শৈশব কৈশোরের সময়টা হলো নিষ্পাপ থাকার সময় , তাই তারা আমাদের সহ পরিবারের অরিজিনাল প্রেক্ষাপট জানতো । কোন লুকোচুরি ছাড়াই !!!

অপরদিকে এই বড় বেলায় এসে ভার্চুয়াল দের সাথে পরিচয়। একটা পিকচার পারফেক্ট প্রতিচ্ছবি দেবার চেষ্টা আমাদের , কারন এখন তো আর সেই ছেলেবেলার মতো নিষ্পাপ নই আমরা । তাছাড়া এখন যখন তখন কারো বাড়ি যাওয়া হয়না । ভার্চুয়াল বন্ধুদের সাথে গেট টুগেদার প্লান করে হয় । তাই আমরা সহ আশেপাশের সবকিছুই পরিপাটি করে একটা নিখুঁত ইমেজ তৈরি করতে পারি সহজেই । 


বাল্য বন্ধু /কলেজ লাইফের বন্ধু গুলোর অধিকার একটু বেশি । এখোনো গালিগালাজ করে সম্বোধন করে । পছন্দ না হলেই কতভাবে পুরোনো দিনের টিপ্পনী করতে করতে অট্টহাসিতে ভেঙে পড়ে । কিন্তু ভার্চুয়াল বন্ধুদের সেই অধিকার নেই , সবসময় মার্জিত কনভারসেশন । একটু পান থেকে চুন খসলেই  সর্বপ্রথম হাতিয়ার " ব্লক " ব্যবহার করি 😀😀😀😀

তবে ভার্চুয়াল জগত এবং এই জগতের বন্ধু গুলো প্রতিনিয়ত অক্সিজেন যোগায় আমাদের জীবনে । এরচেয়ে বড় কিছু আর হতে   পারে না এই দৌড়ঝাঁপ জীবনে । তাই হয়তো ,

" হর এক ফ্রেন্ড জরুরি হোতা হ্যায় " 

ভালো থাকুক সবাই  , এই ফেসবুক ফ্রেন্ড গুলো আমাদের প্রতিদিনের জীবনে অক্সিজেন ট্যাংক  !!



বনলতা বোস মোনা ।।
প্রবাসী লেখক ।।
ক্যালিফোর্নিয়া ,ইউ এস এ ।।
হ্যালো জনতা ডট কম’এর নিয়মিত লেখক ।
# লেখকের সব লেখাই আমাদের ব্লগে প্রকাশিত ।।
হ্যালো জনতা ডট কম ।।
hellojanata. com Presents ।।

হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
https://hellojanata350.blogspot.com/
# Copy and paste to your browser .
আমাদের ব্লগ —-Subscribe our blog .
https://hellojanata350.blogspot.com/
Copy and paste to your browser .
Follow us on —-
# facebook –
@ https://www.facebook.com/hellojanata/
#Twitter–
@ - @BinMostanjir
# inastagram —
@ 121kamalbd
# linkedin
@ https://www.linkedin.com/feed/

## hellojanata.com ##

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।