সোনালী সকাল …… কমলা মাইগ্রেন # নন্দিনী সাবরিনা খান ।।

 সোনালী সকাল …… কমলা মাইগ্রেন #

নন্দিনী সাবরিনা খান ।।
——————————-


বাইরে সোনালী রোদ …শহর ভর্তি সব গাছে আগুন রঙ …
এই রঙ লেন্সে ধরেনা …বর্ণনায় আসেনা …এক গাছেই তিন চারটি রঙ উপছে পড়ছে …
কিছু গাছ পাতা ঝরাচ্ছে …আমাদের ফল সিজন …পাতা ঝরার সময় …!!!!!!
জানালার এপাশে হলুদ মাইগ্রেন আজ তিন দিন হাতুড়ি পেটাচ্ছে কপালের বাম পাশে …
নিজেকে অযত্ন করা এই আমি কোনো কোনো মাইগ্রেন সময়ে অলস মায়ায় কপাল ছুঁই …
হাতের আঙুলে পরাজয় ছুঁয়ে যায় শুধু ।
কারন বাঁধভাঙা মাইগ্রেন মায়া বোঝেনা …এক একদিন মনে হয় নিজেই হাতুড়ি দিয়ে দু ভাগ করে ফেলি কপাল থেকে মাথার অংশ টুকু …অসহ্য যন্ত্রনায় খুলে দেখি ভেতরে কি আছে …?
ছোপ ছোপ কালো কষ্ট …? অবহেলা …? অযত্ন …? ভালোলাগা বলতে না পারা …? অমল ধবল ভালোবাসা …?
সুতো র মতো মায়া …? নির্লিপ্ততা …? হারানো বিকেল অথবা রূপালি জ্যোৎস্না …??




অস্থির সময় কাটে তখন…
সমস্ত পেইন কিলার ব্লেন্ড করে গিলতে থাকি …
বলাতো যায় না কোনটা ভালো কাজ করবে …গত তিন দিনে ২১ টা পেইন কিলার খেয়েছি …
আর আপন বসার জায়গাটায় বসে থেকেছি শুন্য অনুভুতি নিয়ে ……
ওই সময়টায় আসলে মনোযোগ থাকেনা …কিছুই থাকেনা নির্লিপ্ত বোধ ছাড়া …
আজ সকালে হাতুড়ির রিদম টা কিছুটা কম..!!!!!!
গাছের মায়া ছেড়ে সময় রা ঝরছে
বসন্তের সব টুকু রঙ …পাতা উড়ানিয়া
শীতের খড়কুটো আয়োজন …!!!!!!!
মাতাল বাতাসে উস্কানি ……ঘুম ভাঙ্গানিয়া
অনুভবের বৃষ্টিতে ভেজা পথ…ভেজা মাঠ
অবহেলায় পড়ে আছে প্রিয় গান…স্পন্সর বিহীন …!!!!!!!
মুহূর্তে বেঁচে থাকা মানুষ আমি…
আশা বা নিরাশা কিছুই ছোঁয় না …সুক্ষ আশায় মুহূর্ত সাজাই …আজ হয়তো মাইগ্রেন ছেড়ে যাবে আমাকে …
” ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু “…!!!!!




নন্দিনী সাবরিনা খান।।
প্রবাসী লেখক ।।
টরেন্টো ,কানাডা।।
## হ্যালো জনতার নিয়মিত লেখক ।। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।