মরন ,মাইগ্রেন এবং মরবিড রাতের কাব্য- সাবরিনা নন্দিনী খান ।।

## A hellojanata.com Presentation.









মরণ,মাইগ্রেন এবং মরবিড রাতের কাব্য --
-----------------------------------  
নন্দিনী সাবরিনা খান ।। 
-------------------------------------------------------
নরম সাদা বিছানায় " ইনসোমনিয়া " কে আদরে জড়িয়ে 
 আলফা লেভেলে হ্যালুসিনেশন ......!!!!!! 
RAPID EYE MOVEMENT 
 চোখ খুলতেই নীল নীল আলোতে "শ্যাম"সমান " 
মৃত্যুর মুচকি হাসি স্বর্গ ছোঁয়া অনুভুতি একঠায় স্থির ...।।!!!! 
আমাকে অবাক করে দিয়ে বললো " সখি আসো ...... 
শীতল নরম এই হাত ধরো নির্ভার মাথা রাখো কাঁধে ... 
চলো পৃথিবী পেরিয়ে যাই ... 

মেঘদলে বাসা বাঁধি এই যে দ্যাখো " তারা " দের শাড়ি ... 
ঝটপট পড়ে নাও পড়ে নাও সপ্তর্ষি টিপ আজ থেকে তুমি ঘুমাবে ... 
অতলে পাতালে মাতাল ঘুম " আহা , 
কখনোও শুনিনি এমন স্বর্গীয় ঘুমের গল্প 
 এবার নিশ্চিত নিরুদ্দেশ যাত্রা 
 উল্টো দিকে ভেড়া গুনে গুনে ক্লান্ত চোখ 
এবার বিশ্রাম পাক এবার মুক্তি পাক " ইনসোমনিয়া " 
 অঘোরে ঘুমাক ছোটো ছোটো নীল সিডেটিভ 

নরম সাদা বিছানায় পড়ে থাক 
তুলতুলে ভালোলাগা পড়ে থাক 
অমল ধবল ভালোবাসা 
  " মরন রে তু হো মম শ্যাম সমান " ———————————– 



 

 নন্দিনী সাবরিনা খান ।। 
প্রবাসী লেখক ।। 
হ্যালো জনতার নিয়মিত লেখক ।। 
টরেন্টো, কানাডা ।। 
# হ্যালো জনতা ডট কম ##

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।