“চৈত্র সংক্রান্তির গা ছুঁয়ে বৃষ্টি নামুক তোমার শহরে” নন্দিনী সাবরিনা খান।।

“চৈত্র সংক্রান্তির গা ছুঁয়ে বৃষ্টি নামুক তোমার শহরে”

নন্দিনী সাবরিনা খান।।




 চৈত্র সংক্রান্তির গা ছুঁয়ে বৃষ্টি নামুক তোমার শহরে
বর্ষ বিদায়ের আয়োজনে শিখে নিয়েছি
ইস্তেখারার নিয়ম …!!!!
নুহের প্লাবন আর একবার এসে ভাসিয়ে নিক
প্রিয় সব গান , প্রিয় শার্ট ,প্রিয় চায়ের কাপ
ঘন কালো মেঘ ঢেকে দিক শহরের সব কটি নিয়ন লাইট
আমার শহরে এখন গোলাপি , লাইলাক চেরি ব্লোজম
সোনালী রোদ ,সবুজ পাতা ,হলুদ বসন্ত দিন
এবার বদলে যাক প্রথাগত শুভাশিস
তোমার সর্বনাশে আমার পৌষ মাস ……!!!!
অলস এই দুপুরে নিস্তেজ ফায়ার প্লেস এর জন্য মায়া হয় …। আহা উষ্ণতা বিলিয়ে এখন ক্লান্ত
অসুস্থ এক অস্থির সময় পৃথিবীর হাত আঁকড়ে আপন মনে হাঁটছে … পরিচিত ম্যাপল ট্রি থেকে কোনো কাঠবেড়ালি আজ কান পাতেনি সবুজ ঘাসের বুকে----

 


দরজা খুলে বাইরে দাঁড়াই …হাল্কা শীতল বাতাস চোখ পোড়ায় …… যতদূর দেখা যায় , কেউ নেই …।!!!!
মানুষ এখন মানুষ কে ভয় পায় …
আমার এখানে নিয়মের বাইরে কেউ যায়না …. তাই এই নির্বাসন । ফুস ফুসের যত্নে ব্যাস্ত সবাই …আহা
ড্রাইভ ওয়ে তে প্রিয় গাড়ি টি ছুঁয়ে দেখিনি তাও অনেক দিন …অভিমান জড়িয়ে আছে সারা গায়ে … টের পাই
পাখিদের নাম জানলে ভালো হোতো
সারাটা ডানা জুড়ে হলুদ অসুস্থতা …শীত ভয়ে নয়
প্রানভয়ে অনিশ্চিত উড়াল
কারো কারো হাত ভর্তি ” আবে হায়াত ” …
প্রান সঞ্চারক দুষ্প্রাপ্য ওষুধ !!!!!!
শহরতলী তে মরণ ভাইরাস …তবুও আজকাল
সুন্দরি প্রতিযোগিতায় পাখির প্রপস … টিভির পর্দা জুড়ে বাণিজ্যিক উপস্থাপন
হলুদ অসুস্থতা অথবা বিবর্ণ অনুভূতি ….!!!!


নন্দিনী  সাবরিনা খান।।
প্রবাসী লেখক ।। 
টরেন্টো ,কানাডা ।।
## হ্যালো জনতার নিয়মিত লেখক ।।











মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।