‘কেবল ই রাত হয়ে যায়’ টরেন্টো কানাডা থেকে লিখেছেন নন্দিনী সাবরিনা খান ।।

 


# কেবল ই রাত হয়ে যায় #
।। নন্দিনী সাবরিনা খান ।। 

-----------------------


-------------------------------------------------------

কাল সারাদিন বৃষ্টি ফোঁটা ভিজিয়েছে সবুজ … এতো ঘন সবুজ চোখ পোড়ায় । পুড়ে যায় মুহূর্ত ।
কচি সবুজ পাতা ছুঁয়ে জল …
বড়ালের নিটোল জলের সাথে সুদুর এই অন্টারিও বৃষ্টি জলের দুরুত্বে কোনো ফারাক নেই
সেই তন্ময় প্রেম বিলাসী জল ধ্যানে …নেই কোনো শুদ্ধ বা অশুদ্ধতার প্রশ্ন …।
আত্মায় আত্মা লীন হলে তার সব টুকুই সত্য ও সুন্দর ।
স্পিড মিটারের কাঁটা এখন ১২০ … নির্দেশিত রোড স্পিড ও তাই … যাচ্ছি ওরিলিয়া বীচ অনটারিও…।!!!!!
সূর্য স্নান …অগ্নি স্পর্শএ শুচি হোক হোক ধরা ….!!!!!
সূর্যাস্ত সময় ৯ টা । এই স্পিডে ১ ঘণ্টায় গন্তব্য দেখানো ।
রাস্তার দু পাশে অবারিত সবুজ …। সবুজের বাইরে বিশাল নীল আকাশ । হাল্কা শীত । এতো সবুজের ভিড়ে বাড়ি ঘর সব অদৃশ্য ।
গাড়ী পার্ক করে বড় একটি পাথর খন্ড দখল করে সূর্যমুখি হয়ে বসে থাকি … বিক্ষিপ্ত ভাবনারা
পরশু দেশ থেকে বয়ে আসা একটি দুঃসংবাদ ঘুমাতে দেয়নি দু দিন …
” ধ্রুব” তারার নামে নাম । যার জন্ম দেখেছি ২৮ বছর আগে । ফুটন্ত এক কিশোরী থেকে পরিপূর্ণ যুবতী সব ই সেদিনের কথা ।
এই যুবতীর নিওরনে ছিলো হয়তো ভুল সিগন্যাল
আত্মার গভিরে মানসিক অবসাদের ঘুণ পোকা
বাই পোলার একটি মানসিক অবস্থান অথবা সহজ ভাষায় … অসুখ । ব্রেইন এর দুই পোল দু ভাবে সিগন্যাল দিয়ে বিভ্রান্ত করে প্রাত্যহিক সব কাজ … সব কিছুই …ইলিউশন , ডিলুইশন এবং হ্যালুসিনেশন নিয়ন্ত্রন করে মুহূর্ত । অতঃপর গুচ্ছের রিলাক্সসেশন … কোনো কোনো দিন ঘুম পাড়ায় …কোনো কোনো দিন স্বাভাবিক … আবার সেই অবসাদ চক্র ।
অনেক দিন ভুগে আর হয়তো পারছিলোনা খাপ খাওয়াতে …। নিজেকেই হয়তো ভেবে নিয়েছিলো অপ্রয়োজনীয় । যুদ্ধ যুদ্ধ খেলা শেষ … ফ্যানের পাখাতেই দেখেছিলো স্বর্গীয় আনন্দ ।
কাউকে কিছু না বলে অজানার উদ্যেশ্যে অভয় উড়াল …। আজ তিন দিন হলো ও এখন ধ্রুব তারা হয়েই জ্বলছে । এখন হয়তো আলাদা আর চিনবো না কোনটা আমাদের ধ্রুব ??
ভালো থেকো মা মনি আকাশ গায়ে জড়িয়ে … তারাদের শাড়িতে সাবলীল হেঁটে যেও অনন্তের পথ
আশ্চর্য মেঘদল নিয়ে মুঠো ভরে খেলা কোরো
পৃথিবী তে বার্তা পাঠিয়ো … ” ভালো আছি ” ……!!!!!

নন্দিনী সাবরিনা খান ।।
রোমান্টিক লেখিকা ।।
টরেন্টো, কানাডা প্রবাসী ।।

হ্যালো জনতা ডট কম এর নিয়মিত লেখক ।। 

hello janata presentes;---- 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।