প্রজাপতি প্রেম_____ প্রজাপতি গল্প # নন্দিনী সাব রিনা খান।।

 

প্রজাপতি প্রেম_____ প্রজাপতি গল্প #

---------------------------

নন্দিনী সাব রিনা খান।। 




বরফাচ্ছন্ন জানালার গল্পটি....প্রজাপতি প্রেম , সে জানতো । 

রূপালী গিটারের গায়ে সেঁটে থাকা ... প্রজাপতি কষ্ট , কেউ জানেনি ...।। 

অমীমাংসিত সবকিছুই.... 

প্রিয় শহর , দুরত্ব , সমাজ ,খ্যাতি , শ্রদ্ধা , যোগাযোগহীনতা অথবা 

------ কয়েক বছর পর যুগল হাতের পিঠে চুপচাপ গড়িয়ে পড়া অনাদি কালের লোনাজল ...। 

একটাই শহর আমাদের ... শৈশব অথবা মেয়েবেলার পরিচিত রাস্তা ... 

রাস্তার পাশ দিয়ে গিটার কাঁধে হেঁটে যাওয়া উড়ুখুড়ু যুবক ...... 

আহা ভালোলাগা ...।।







ধুলো মেঘের জ্যোৎস্না ভ্রমন ...!!!!!!!!!!!!!!!

সংবিধিবদ্ধ সতর্কীকরণ ... মেয়েবেলাটা আপন সিদ্ধান্তের বৈরী সময় ।

অতঃপর LIFE GOES ON ...!!

প্রকৃতিতে সব শুরুর ই শেষ আছে অথচ যা শুরু হয়নি তার শেষ বলেও কিছু নেই ...

এ যেনো অমরত্ব প্রাপ্তি  "আমি তোমার প্রেমে হবো সবার কলঙ্কভাগী " । 

এতোসব বিধিনিষেধের বেড়াজাল ডিঙিয়ে তবুও ঢুকেছে বেনোজল ...আমুল ভেসেছে চরাচর । 

যুগল আঙুল ছুঁয়েছে হলুদ বিকেল ......

ফাগুন বাতাস ...মায়াবী সন্ধ্যা ...শিশিরের চাদরে ঘুমহীন রাত ...।

রিক্সার হুড ফেলে মায়াবী রাজপুত্র কে নিয়ে পালিয়ে যাওয়া ...প্রজাপতি গল্প ...!!!!! 

তার সুরের আদর আঁচলে ঝুলিয়ে অন্তহীন অহংকার ...।।

আহা ...একটাই জীবন মানুষের , 

হৃদয়ের শিরায় যান্ত্রিক রিং পড়ালেই কি সরে যায় অভিমান ......?? 

অভিমান হচ্ছে " আশ্চর্য মেঘদল " ... জায়গা করে নেয় ...পুরোটাই দখল করে নেয় ...তারপর ধুসর সব স্মৃতি ......।।

খুউব অসময়ে দীর্ঘ একটি পথ সে একা হেঁটে যাচ্ছে ... 

অনন্তে কি দেখা হয় মানুষের সাথে মানুষের ......??



নন্দিনী সাব রিনা খান।।

প্রবাসী লেখক ।।

টরেন্টো, কানাডা ।। 

হ্যালো জনতা'র নিয়মিত লেখক ।। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।