Sundorbon:বড়দিনের রাতে দক্ষিন রায়ের গর্জন ।।

## A hellojanata.com Presentation. 


বড়দিনের রাতে দক্ষিন রায়ের গর্জন ।।


পৃথিবীর সবচেয়ে বড় ম্যান গ্রোভ ফরেস্ট সুন্দরবন । বাংলাদেশ থেকে ভারতের পশ্চিম বঙ্গের বিস্তৃত এলাকা জুড়েই এই বনের অবস্থান। ভারতের পশ্চিম বঙ্গের কুলতলি এলাকাটিও সুন্দরবন সংলগ্ন । এখানেই ঘুরে বেড়াচ্ছেন দক্ষিন রায় । আর তা নিয়েই ঘুম নেই এলাকা বাসীর সেই সাথে হন্যে হয়ে রাতের ঘুমহারাম হয়েছে বন বিভাগের । দক্ষিন রায় বলে কথিত এই প্রাণীটি কে ধরতে ফাঁদ পেতেছিল ভারতীয় বন বিভাগ । জাল ছেঁড়ার বেশ প্রমাণও পেয়েছে বন বিভাগ ।পেয়েছে পায়ের ছাপ ।বন বিভাগ তাই ঘুম পাড়ানিয়া বন্দুক হাতে তৎপর ।
অনেক বুদ্ধিমান প্রাণী এই দক্ষিন রায় । সাধারনত নিজের এলাকায় রাজত্ব করে থাকেন । আর সে এলাকায় কাউকেই ঢুকতে দিতে নারাজ তিনি । তার এলাকায় কেউ ঢুকেছে তো বিপদ নিশ্চিত ! 

https://hellojanata.com/
সুন্দরবনের দুই রাজা । একজন ‘বনবিবি’। এপার ওপার বলে কোন কথা নেই । পুরো সুন্দরবনেই রাজত্ব তাঁর । দীর্ঘ সময় ধরেই বৎসরের পর বৎসর , কালের পরে কাল ‘বনবিবির’ পায়ে সিন্নি,মানত আর পুজো করেই বনের ভেতরে যান কাঠুরে,মধু আর গোলপাতা সংগ্রহকারক রা। বনবিবি তাদের রক্ষা করবেন – এমন বিশ্বাস এ এলাকার জনগনের মনে ।



                                                          ## বনের রক্ষা কর্তা – বনবিবি ##

আর ‘বনবিবির’ বিরোধী পক্ষ হলেন ‘রাজা দক্ষিন রায়’। জনম জনমের যুদ্ধ তাঁর ‘বনবিবির’ বিপক্ষে ।দুজনের এলাকা ভাগাভাগিও হয়েছিল বলে কথিত আছে । কিন্তু ‘রাজা দক্ষিন রায়’ প্রায়শই চুক্তি ভঙ্গ করেন । ‘রাজা দক্ষিন রায়ের’ অনুচর রয়েল বেঙ্গল টাইগার । মানে কাল আর হলুদে ডোরাকাটা বাঘ! প্রায়ই রাজার নির্দেশে’দক্ষিন রায় ‘নামেই জনপদে বা কাঠুরে , মাওয়ালিদের আক্রমন করে প্রান কেড়ে নেয় তারা । রাজা দক্ষিন রায়ের রয়েছে প্রচণ্ড প্রভাব। আর তাঁর অনুচররা ভীষণ হিংস্র ।



## এই’রাজা দক্ষিন রায়’এর অনুচর রয়েল বেঙ্গল টাইগার ।

https://hellojanata.com/

গত পাচ দিন থেকেই ভারতের কুলতলির মেরিগঞ্জ দুই নম্বর অঞ্চলের ডোঙাজোড়া-মিশ্রচক এলাকার শেখপাড়ায় প্রায় রাতেই রাজা দক্ষিন রায়ের গর্জন শুনছে এলাকাবাসী। বিশেষত বড়দিনের রাতে অনেক বার হুঙ্কার তুলেছেন তিনি। বাঘকে বাঘ বলে ডাকে না অনেকেই। কি জানি রাজা দক্ষিন রায় বেজার হন তাতে !’রাজা ‘কে আটকাতে ছাগলের টোপ দেওয়া হয়েছে , জাল পেতে রাখা হয়েছে , বন বিভাগ তো তৎপর রয়েছেই । কিন্তু কোথায় রাজা দক্ষিন রায় ?
রাজা বলে কথা ! জাল ছিরে বেরিয়ে গেছেন তিনি দুই/তিন বার ।এখনো ধরা পরেন নাই ।
এলাকার মানুষ তাই ভীত আর সন্ত্রস্ত । পুজো অর্চনা আর সিন্নি মানত চড়ছে ‘ বনবিবি’র পুজো মণ্ডপে ।কিন্তু ‘রাজা দক্ষিন রায়’এর গর্জন যে থামছেই না।কেউ কেউ যে ‘ রাজার মন্দিরে পুজো বা সিন্নিতে যাচ্ছেন না তাও কিন্তু নয় ।
এ এলাকায় বসবাস রত সকলকেই প্রানে রক্ষার নিমিত্তে  ‘ বনবিবি’ আর ‘রাজাদক্ষিন রায়’ কে পুজো বা মানতের কারনে যেতেই হয় । আর তা সকল ধর্মের মানুষের বলাই বাহুল্য ।


মা বনবিবি রক্ষা কর মা এবার ।।

রবি রায় ।।
হ্যালো জনতা ডট কম।।
www. hellojanata.com –

https://hellojanata.com/
https://hellojanata350.blogspot.com/


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।