এই বিশ্বকাপে শুধু আনন্দই নয়, আছে হারানোর দুঃখ। আছে গুছিয়ে নেবার আহবান !! সহিদুল ইসলাম ।।

 


এই বিশ্বকাপে শুধু আনন্দই নয়, আছে হারানোর দুঃখ। আছে গুছিয়ে নেবার আহবান !!

সহিদুল ইসলাম ।। 





শেষের পথে টি টুয়েন্টি বিশ্ব কাপ । আর মাত্র তিনটি খেলা বাকি । এরই মাঝে সামনের কাতারে এসে দাঁড়িয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড , ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া ।
পাকিস্তানকে অপ্রতিরোধ্য দেখা যাচ্ছে , নিউজিল্যান্ড অনেক শক্ত দল , ইংল্যান্ড একেবারেই কম নয় আর অস্ট্রেলিয়া
তাঁরাই বা কম কিসে ??দেখা যাক কি দাড়ায় সবশেষে ।
ফাইনাল হওয়ার দুই দিন পরে দুবাই থেকে সরাসরি ঢাকা বিমানবন্দর -বাংলাদেশ টুরে আসবে পাকিস্তান দল।
পাকিস্তানের ক্রিকেট অঙ্গনের ‘ প্রফেসর’ উপাধিতে ভূষিত ক্রিকেটার মোহাম্মদ হাফিজ আসছেন না সেই টুরে । নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ‘প্রফেসর’। তাঁর জায়গায় আসছেন ইফতেখার ।

# ‘ ক্রিকেটের প্রফেসর মোহাম্মদ হাফিজ ‘ #
যদি পাকিস্তান টি টুয়েন্টি তে চ্যাম্পিয়ন হয়ে যায় তবে বিজয়ী সেই দল করাচী হয়ে বাংলাদেশে আসবেন কি না সেটি সময় বলে দেবে । চ্যাম্পিয়ন না হলে তাঁরা সরাসরি ঢাকা আসছেন সেটি নিশ্চিত এখন ।

আগামী কাল ১০ নভেম্বর থেকে শুরু হবে সেমি-ফাইনালের খেলা ।
এরপর ১৪ তারিখে হবে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ।
এবারের বিশ্বকাপে পাওয়া গেল অনেক কিছুই ।
শক্ত হয়ে দাড়াতে দেখা গেল স্কটল্যান্ড,নামিবিয়া আর ওমানকে ।পিএনজি একেবারেই কম দেখাল না ।
সামনেই যে তাঁরা এগিয়ে আসবেন, তা বেশ জানান দিয়ে গেলেন ।

পাকিস্তানের ক্রিকেট যে অনেক দূর এগিয়ে শক্ত অবস্থান নিয়েছে তা প্রকাশিত । সকলের বিমাতা সুলভ আচরনের জবাব দিয়েছেন তারা । বলা চলে মধুর প্রতিশোধ নিয়েছেন তাঁরা । ভারত আর কিউই দের হারিয়েছেন । এখন বাকী ইংল্যান্ড । দেখা কি হবে তাঁদের সাথে পাকিস্তানের ? পাকিস্তান কি মধুর প্রতিশোধ নিতে পারবে ?
চমক লাগানো খেলা খেলেছেন পাকিস্তানের অনেকেই ।
খেলায় ব্যক্তিগত উৎকর্ষতা দেখালেন অনেকেই । বাবর, রেজোয়ান,শহিন শাহ ,মালিক বা আসিফ আলির কথা আসতেই পারে সামনে । সব মিলিয়েই খেলছে এই দলটি !
আবার ভেঙ্গেও পড়েছেন অনেকেই । ভারতের কথা বলা যেতে পারে প্রথমেই ।
দলটি চ্যাম্পিয়ন শিপের জন্য লড়াই করবে -এমন ভাবনা ছিল ভারত দলের ।
কোটি কোটি ভারতীয় কে কাঁদিয়ে প্রথম দুই ম্যাচে হেরে একবারেই নাস্তা নাবুদ হল তারা ।
দুঃখ এখন ভারত বাসির সম্বল ।
গত রাতেই ক্যাপ্টেন বিরাট কোহলি টি-টুয়েন্টি দলে আর ক্যাপ্টেনসি করবেন না বলে টুইটারে পোস্ট দিয়েছেন ।
কাল থেকেই শেষ হয়েছে ভারতীয় দলে রবি শাস্ত্রীর শাস্ত্রীয় আমল ।

একই সাথে মেন্টর হিসাবে দলে আশা মহেন্দ্র সিং ধোনির অধ্যায়ের যবনিকা পাত ঘটলো ।
ভারতীয় দলে ব্যাপক উত্থান পতন বলাই চলে ।
দলে কোচ হিসাবে আসছেন’দ্যা ওয়াল’ নামে খ্যাত ভারতীয় প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় ।
ক্যাপ্টেন হিসাবে দ্রাবিড়ের পছন্দ হিট ম্যান রোহিত শর্মা – ইতিমধ্যেই জানা গেছে । ভারতের ক্রিকেট বোর্ড লম্বা সময় হাতে নিয়ে প্রস্তুতি নেবে বলে জানা গেছে ।
ভারতের প্রথম পরাজয়ের পরে ভারতের সামাজিক মাধ্যম এবং দেশ ব্যাপি মিডিয়ায় ব্যাপক সমালোচনা,ট্রল ছুটতে থাকে – ভারতে সাংবিধানিক ভাবে ২২ টি স্বীকৃত ভাষা রয়েছে । আর সব মিলিয়ে ভারতে ভাষা ৪৭৬ টি । আর মাতৃ ভাষা ১৯৫০০ । কেউ থেমে থাকে নাই । আর এই ব্যাপক তসনস করা আক্রমনের মুখে ২য় ম্যাচে নিউজিল্যান্ডের সাথে আগের মতই হেরে টুর্নামেন্টের থেকে বিদায়ের পথ খুজতে থাকে ভারত ।



দুঃখ জনক হলেও সত্য যে এতে করে ক্রিকেটের বড় ক্ষতি হয় ।
সামনে এগিয়ে আসে ১৬০ কোটি ক্রিকেট আমুদে জনতার মন ভাঙ্গার কাহিনী ।
বাংলদেশেও একই হাল ।
বাংলাদেশের ক্রিকেট আবার সবকিছু ভেঙ্গে ফেলে গুছানোর মত পর্যায়ে চলে গেছে এই বিশ্বকাপ শেষে । সিনিয়রদের এক দুঃখজনক মানসিকতার খোঁজ মিলেছে এই টুর্নামেন্টে ।১৬ টি টিমের মধ্যে খুঁজে পাওয়া গেল বাংলাদেশ দলকে সবার নিচে ।

বিদেশী কোচ আনলেই হবে না – এমন উপলব্ধি হয়েছে অবশেষে বিসিবির ।
বাংলাদেশ দলের ইনডোর প্র্যাকটিস শুরু হয়েছে । সেখানে কোচ হিসাবে আছেন সুজন এবং সালাউদ্দিন ।
দুঃখজনক ভাবেই বাংলাদেশ দল নিয়ে অনেক চিন্তা ভাবনার সময় দিয়ে দিল এবারের টি ২০ বিশ্ব কাপ ।
অনেক পাওয়া আর না পাওয়া আর আনন্দ বেদনা আর আশাহত হওয়ার এই বিশ্ব কাপ ।
এ থেকে শিক্ষা নেবে কেউ কেউ ।আবার কেউ কেউ নিজের পরিধির মাঝেই ঘুরে ফিরবে চক্রাকারে !
ফলে কেউ কেউ উত্তরনের পথ আর খুঁজেই পাবেন না। আবার কেউ কেউ পথ খুঁজে নেবেন আর ঘুরে দাঁড়াবেন ।
মাঝ খানে উপকৃত হবে ক্রিকেট ।
আজ——
এটি বাস্তবতা । এটি বিশ্বকাপের শিক্ষা ।।

সহিদুল ইসলাম ।।
ক্রীড়া প্রতিবেদক ।।
চট্টগ্রাম ব্যুরো ।।
হ্যালো জনতা ডট কম ।।

hellojanata. com Presents ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।