Jesus: শুভেচ্ছা-আজ শুভ বড়দিন- হ্যালো জনতা ডট কম।।

 ## A hellojanata.com Presentation .



শুভেচ্ছা-আজ শুভ বড়দিন- হ্যালো জনতা ডট কম।।


' MERRY CHRIST MASS ' --- আর এই কথাটির অর্থ হচ্ছে - 'নবীর জন্য সমবেত জনতার জয় হোক ।। 
 

২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্ম দিন উপলক্ষে এই উৎসব পালিত হয় । আদিযুগের খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে ,এই তারিখের ঠিক নয় মাস পূর্বে যিশু মা মেরির গর্ভে প্রবেশ করেন।আর তাই বলা হয় , এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মতারিখ ধরা হয়।(* উইকিপিডিয়া) ।।

শুভেচ্ছা , শুভ বড়দিন ।। 

www. hellojanata.com 

খ্রীষ্টীয় র্ধমমতে ঐশ্বরিক ইচ্ছা এবং উদ্দেশ্য মূলত অরাজকতা,অন্ধকার,কুসংস্কার থেকে পৃথিবীকে রক্ষা করতে যিশুর জন্ম হয় । চতুর্থ শতাব্দী থেকে খ্রীষ্টান চিত্রশিল্পদের কাছে যিশুর জন্মদৃশ্য একটা গুরুত্বর্পূন বিষয়। তের শতকের পর থেকে, যিশুর জন্ম দৃশ্যটি যিশুর নম্রতার ওপর জোর দিয়েছে এবং তার আরও আবেগপ্রবণ চিত্র তুলে ধরেছে, যা ছিল যিশুর প্রথম দিককার ”প্রভূ বা মনিব “ ভাবর্মূতির সর্ম্পূন বিপরীত মূলত এর মধ্যে খ্রিস্টান যাজক মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ছিল। খ্রিস্টীয় লিটার্জিকাল বছরে যিশুর জন্মতত্ব একটি প্রধান ভূমিকা পালন করে।

পাশ্চাত্য ঐতিহ্যের খ্রিস্টীয় সম্প্রদয় (ক্যাথলিক চার্চ, ওয়েস্টার্ন চার্চ অর্ধপরিবাহক, অ্যাংলোকনিক কমিউনীয়ন এবং অনেক প্রটেস্ট্যান্ট সহ) ক্রিসমাসের আগে চার রবিবার আগমনের ঋতু উদ্‌যাপন শুরু করে। তার জন্মের ঐতিহাসিক ভাবেই ভোজ-দিন(feast-day) ডিসেম্বর ২৫ তারিখে পড়ে। ইস্টার্ন অর্থডক্স চার্চের খ্রিস্টান এবং ওরিয়েন্টাল ওডথক্স চার্চ একই রকমভাবে যিশুর আবির্ভাব অনুষ্ঠান পালন করে থাকে, কখনও কখনও একে খ্রীষ্টের আবির্ভাব বলা হয় কিন্তু মূলত এটা ক্রিসমাসের চল্লিশ দিন আগে শুরু হয় “নেটিভিটি-ফেস্ট” নামে।

www. hellojanata.com 

ইস্টার্ন অর্থডক্স চার্চের খ্রিস্টান এবং ওরিয়েন্টাল অর্ধপরিষদ চার্চ একই সময়ে যিশুর আবির্ভাব অনুষ্ঠান পালন করে, কখনও কখনও একে আবির্ভাব বলা হয় কিন্তু এটি “জন্মদিনের ফাস্ট” নামেও পরিচিত, যা ক্রিসমাসের ৪০ দিন আগে শুরু হয় ।কিছু ইস্টার্ন অর্থডক্স খ্রিস্টানরা( গ্রীক এবং সিরিয়ান) ২৫ ডিসেম্বর খ্রিস্মাস ডিসেম্বর ২৫ তারিখে ক্রিসমাস উদযাপন করে,আবার অন্যান্য অর্থডক্স ( কপ্ট,ইথিওপিয়ান,জর্জিয়ান,এবং রাশিয়ানরা) ৭ জানুয়ারি(গ্রেগরিয়ান) (কক্সক
২৯ টি কপটিক ক্যলেন্ডার অনুসারে) ক্রিসমাস উদযাপন করে কারন তারা গ্রীগরিয়ান ক্যলেন্ডারের পরিবর্তে জুলিয়ান ক্যলেন্ডার অনুসরন করে থাকে ।
বাংলাদেশে ২০২১ সালের ২৫ ডিসেম্বর সকল করোনা বিধিনিষেধ মেনেই যিশু খ্রিস্টের জন্ম দিন পালিত হবে ।


বড়দিন উপলক্ষে পৃথিবীর এবং বাংলাদেশের সকল খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোন,বন্ধু বান্ধবদের শুভেচ্ছা জানাচ্ছে ‘ হ্যালো জনতা ডট কম’ পরিবার ।

হ্যালো জনতা ডেস্ক ।।
হ্যালো জনতা ডট কম ।।
www. hellojanata.com

www. hellojanata.com 
https://hellojanata350.blogspot.com/

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।