‘নেভার মাইন্ড, নেভার মাইন্ড – ২’-‘প্রবাসের কথামালা’–মুসা কামাল ।।

 

‘নেভার মাইন্ড, নেভার মাইন্ড – ২’-

‘প্রবাসের কথামালা’–

মুসা কামাল ।।

 গতকালের প্রকাশের পরে —

ভাগ্য অন্বেষণে আসা এই সকল প্রবাসী ব্যক্তিদের কিছুই ভাবার নেই । ভাড়ায় গেলে যাবেন,না গেলে যাবেন না এমনি নির্লিপ্ত এক ভাব। এখানে বলে রাখি যে সময়ের কথা আমি বলছি সেই সময় অনেক আগের তাও প্রায় বিশ/পঁচিশ বৎসর তো হবেই । তখন ও দিকটায় বেশ পরিমান বাংলাদেশী চলে গেছেন বা যাচ্ছেন আবার এখন হয়তবা অনেক পরিবর্তিত।সারা দুনিয়ায় আমুল পরিবর্তন হয়েছে ।আর নিউইয়র্কের তো হয়েছেই ।স্বাভাবিক !

< a href="http;//www.hellojanata.com/abc"rel="ugc nofflow">  


সেই সময়ে আমেরিকায় ঢুকতে গেলে ভিসা নিতে হবে-এমন নিয়ম কিন্তু চালু হয়ে গেছে ।
যতদূর মনে পরে ৮০’র দশকের মাঝামাঝি বা শেষের দিকে একে একে সবগুলো দেশেই আমাদের জন্য ভিসা নিতে হবে এমন নতুন নিয়ম সামনে এনে দাড়ায় । সবগুলো বলতে আমি আমেরিকা, জাপান,জার্মানি,ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড , ইউরোপিয়ান অনেক গুলো দেশ, কানাডা – এ সমস্ত দেশের কথা বলছি । অনেকেই খুবই অবাক হবেন জেনে যে,৮০’র দশকের প্রথম ভাগ পর্যন্ত আমাদের মানে বাংলাদেশিদের ওই সমস্ত দেশে যেতে ভিসা লাগতই না । আর তার ফলে হয়েছিল কি ?
ওই নিউইয়র্কের ট্যাক্সি চালকের মতোই নির্লিপ্ত মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছিল অবশেষে -সেই সুবিধা টুকু ! আইনের এই মারপ্যাঁচ যারা বুঝেছিলেন তাঁরা আমাদের দেশের পথে প্রান্তরের থেকে মানুষ খুঁজে খুঁজে জাপানে বা অন্যান্য দেশে মানুষ পাচারের মত বিষয় সামনে নিয়ে এসেছিল । এমনকি যাবার অর্থ নেই, মাঠে কৃষিকাজরত বা একেবারেই বেকার , এমন লোকজনদের বাকীতে পাসপোর্ট তৈরি করে দেওয়া , বিদেশে বাকীতে পাঠানো,পরে কর্ম ক্ষেত্র থেকে অর্থ উদ্ধার,প্রয়োজনে শক্তি প্রয়োগ,গলা কাটা পাসপোর্ট ইত্যাদি গর্হিত কর্মে লিপ্ত হতে আমাদের নতুন আদম ব্যবসায়ী নামে এক ধনিক শ্রেণীর একটুও দ্বিধাদ্বন্দ হয় নাই। এই নতুন ধনিক সমাজটির কোন নৈতিকতা নেই, নেই আদর্শ, দেশপ্রেম সে তো বলাই বাহুল্য! জার্মানিতে এক সময় রাজনৈতিক আশ্রয় দেওয়া হতো ।বিশেষত ১৯৭৩/১৯৭৪ সালের দিকে । সে সময় সেখানে অবস্থানরত( চিকিৎসাধীন) এক নেতা ৫ মার্কের(সে সময়ের জার্মান মুদ্রা-মার্ক ) বিনিময়ে ‘তাঁর রাজনৈতিক কর্মী’এই মর্মে প্রত্যায়ন পত্র বিক্রি করতেন বলে অভিযোগের সত্যতা অনস্বীকার্য ।ফলে অনেকেই জার্মানিতে রাজনৈতিক আশ্রয় লাভ করেন । এখনো কেউ কেউ আছেন বংশবৃদ্ধি করেই আর জার্মান সেজে । অতীত ভুলে যাওয়া এই সমস্তরা ভাল আছেন । এখন তারা উচ্চ বংশীয় আর দেশের কথা বলে নাক সিটকাতে ইতস্ততও করেন না। এই এলিটরা মতামত প্রদর্শনে একবারও ভাবেন না,তাঁরা কোথা হতে গিয়েছেন বা তাঁরা কোন মাটির সন্তান! আর দশ জনের মতোই সমালোচনায় পারদর্শী । স্বীয় প্রয়োজনে রাজাকার বা পাকিস্তানের সমর্থনেও পিছুপা হন না। সে প্রসঙ্গে পরে আসছি । যে কথায় ছিলাম সে কথায় ফিরে যাই ।
দুনিয়ায় সব কিছুরই বা সব কাজেরই ফলাফল থাকে । এই পর্যায়েও তাই হয়েছিল । এই সমস্ত নব্য ধনিক শ্রেণী(আদম ব্যবসায়ী)প্রবাসে অনেক ক্ষেত্রেই তাদের বিতর্কিত কার্যক্রমের কারনে বিদেশী প্রশাসনের ভুরু কুঁচকানো চোখের সামনে পরলেন । আইন তার নিজের গতিতেই চলল । অনেকেই জেল হাজত বা বহিস্কারের সম্মুখিন হলেন।দেশ গুলো নড়ে চড়ে বসলো । তারা তাদের আইন পরিবর্তন করে ফেললো ।
বাংলাদেশী সবুজ পাসপোর্ট ধারীদের জন্য এলো নতুন আইন — তাদের দেশে যেতে ভিসা নিতে হবে । প্রথম প্রথম সেই ভিসা প্রদানের বিষয়টি হালকা হালকা থাকলেও পরে ক্রমাগতই কঠিন হতে শুরু করলো সে সমস্ত আইন ।
আর আইন কানুন না জানা, ভাষা না জানা কিংবা পথ ঘাট না চেনা বিশাল এক প্রবাসী বাঙালি যুবকেরা ( বেশির ভাগ) প্রবাসে পরল বিশাল বিপত্তিতে ।পথে ঘাটে হেস্ত ন্যস্ত বা পুলিশই চেক প্রতিদিনের বিপদ হয়ে গিয়েছিল সেই সময় ।
এবার আমিও সেই ধরনেই বা সেই প্রভাবে প্রভাবিত এক বিপদে !
সেই ৯০ এর দশকের সেই সময়ে অদ্ভুত এক সমাজে বসে আছি নিউইয়র্কে – যারা কোন আইন বলতে পারেন না। কাজে যায়,কাজ ছুটিতে চলে আসে বাসায়।আসা যাওয়ার রাস্তা এক। রান্নাও এক।প্রতিদিন ভাত আর ফ্রোজেন মুরগি । দিন শেষে শুধু ডালার এর হিসাব !

বলে রাখা ভাল এই সময়ে গুগল না ইন্টারনেট আমি জানতাম না।সম্ভবত মোবাইল ফোন ছিল !
( আগামী কাল পরবর্তী পর্ব ।)


মুসা কামাল।
হ্যালো জনতা ডট কম ।।
hellojanata,com

–১৬ই ডিসেম্বর-২১আগামীকাল বিজয় দিবসের সকাল ১০ টায় —-


 ## ~~~~~~~ ভুলতে না পারার গল্প ~~~~~~~

প্রকাশিত হবে আমাদের নিউজ ফিড,আমাদের ব্লগ,ফেসবুক,টুইটার,লিঙ্কেডিন,ইন্সটাগ্রাম,পিন্টারেস্ট — আমাদের একাউন্ট ধরে ।।
## পড়ুন –’ভুলতে না পারার গল্প’-কেমন ছিল আজকের এই দিনটি?১৬ই ডিসেম্বর-আমাদের সেই মহান একাত্তুরে-! – প্রকাশিত হবে ১৬ই ডিসেম্বর সকালে।। ##

### আরো পাবেন সুলেখক দেওয়ান মাবুদ আহমেদের – ‘১৫ই ডিসেম্বর১৯৭১- ব্লাক আউটের ঘুটঘুটে আঁধার রাত’ — জী কালকেই পাবেন সেই লেখা ।।
—————–——-
হ্যালো জনতা ডট কম।।
hellojanata. com .
হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
https://hellojanata350.blogspot.com/
# Copy and paste to your browser .
আমাদের ব্লগ —-Subscribe our blog .
Follow us on —-please –
# facebook –
@ https://www.facebook.com/hellojanata/
#Twitter–
@ @BinMostanjir
# inastagram —
@ 121kamalbd
# linkedin
@ https://www.linkedin.com/feed/

## hellojanata.com ##


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।