ফাগুনঃ ফাগুন মানেই প্রেম।ফাগুন মানেই ভালবাসা।আবার ফাগুন মানেই দ্রোহ - মোঃ বুলবুল ইসলাম।

 ## A hellojanata.com Presentation 



ফাগুনঃ ফাগুন মানেই প্রেম।ফাগুন মানেই ভালবাসা।আবার ফাগুন মানেই দ্রোহ ।


ফাগুন মানেই প্রেম এর প্রতীক- নতুন করে শুরু
তোমার ছোঁয়ায় শ্রান্তি মেলে, হৃদকম্প দুরুদুরু
প্রেমের নামে নতুন করে হাতটা ধরো আবার
তুমি যে হও প্রানের সখা, কোথায় বলো যাবার।


এলো ফাগুন । জাগলো মনের মাঝে হিল্লোল । কবি তাই লিখেছেন ফাগুন মানেই প্রেমের প্রতীক ।বাঙালি মননে আর হৃদয়ে তাই লাগে ফাগুনের পরশের দখিনা বাতাস ।
হলুদ শাড়ি আর ফুলে ফুলে চারিদিক ছেয়ে যায় ।
বলা হয়ে থাকে বসন্তের সঙ্গে ফাগুনের রঙ্গে এ এক বাঙালীর উৎসব ।

নিজেকে রাঙ্গিয়ে তুলতে এই সময়ের জুড়ি মেলা ভার ।
ঋতুরাজ বসন্তের শুরু আজ পহেলা ফাল্গুন থেকে ।



আবার এসেছে বসন্ত, আবার এসেছে পহেলা ফাল্গুন ,সাথে এসেছে ভালোবাসার দিন। দরজায় একসঙ্গে কড়া নেড়েছে বাঙালির জোড়া উৎসব। আজকে সেই রসায়নে তাইতো চারিদিকে হলুদ-লাল শাড়ি,পাঞ্জাবী আর ফুলের ছড়াছড়ি । দৃশ্যমান বাঙ্গালীর প্রানের উৎসব ।
আজ তাই প্রেমিক প্রেমিকা আর বন্ধু বান্ধব সবার মনে প্রানের হিল্লোল ।
সকলেই সকলকে জানায় প্রান ভরা শুভেচ্ছা ।


ফাল্গুন মাস এলো কি না,তা চারিদিকে প্রকৃতির রাজ্যে তাকালেই বুঝতে পারা যাবে ,চোখ মেলেই দেখা যাবে ,সব জরা আর জীর্ণতা পেছনে ফেলে নতুন সাজে প্রস্তুত এই সময় ।
ফাগুনকে রাঙাতে এ দেশের প্রকৃতিরাজ্যে হাজির পলাশ, জুঁই, বকুল, মাধবীলতা, মধুমঞ্জরি বা মাধুরীলতা, কাঠচাঁপা, করবী, কনকলতা, মুচুকুন্দ, কনকচাঁপা, স্বর্ণচাঁপা, নাগকেশর, দেবকাঞ্চন, পলাশ, শিমুল, পারিজাত, পানিয়া মাদার, টগর, ভাঁটিফুল ইত্যাদি।
আহা কি আনন্দ আকাশে বাতাসে !
প্রকৃতির এই অঢেল প্রেম আর অফুরন্ত ভালবাসার মাঝেও আছে দ্রোহ,আছে বিদ্রোহ ।
আর তাইতো দেশ মাতৃকার অনন্য সন্তান জহির রায়হান লিখেছেন —
‘আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হবো ‘ ।
আমরা হয়েছিলামও সেই দ্বিগুণ !
এই ফাগুনেই বাঙালি তাঁর প্রানের ভাষা, মুখের ভাষা,বলার ভাষা- বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ।
সবাইকে হ্যালো জনতা ডট কমের পক্ষ থেকে প্রানের শুভেচ্ছা ।




মোঃ বুলবুল ইসলাম।
কুড়িগ্রাম ব্যুরো ।
হ্যালো জনতা.কম ।
hellojanata.com ।
হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।
hellojanata.com ।

https://hellojanata350.blogspot.com/

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।