"কোভিড- ১৯ এর ঔষুধ মলনুপিরাভির বা মনুভির "। "অন্ধের দেশে চশমা বিক্রি" হচ্ছে --মুসা কামাল।।

  ## A hellojanata.com Presentation .

 




কোভিড ১৯ এর ওষুধ মলনুপিরাভির বা মনুভির ।।

" অন্ধের দেশে চশমা বিক্রি হচ্ছে '--

মুসা কামাল । 





একটা ঔষধের নাম " মনুভির"।
কোভিড ১৯ এর অব্যর্থ ওষুধ হিসাবে খুবই কার্যকর বলে পড়েছি বা জেনেছি।ঔষুধ
টির নাম জানার পর থেকেই অনলাইনে এ বিষয়ে জেনে আশাবাদী হয়েছি।ঔষুধ টির
ইংরাজীতে নাম টি হল --Molnupiravir। যখন এক বা দেড় বৎসর আগে এই ওষুধ টি প্রথম বের হয় তখন আমাদের মতো অনেকেই আশাবাদি হয়েছিলেন এই ভেবে যে,যাক তাহলে কোভিডের বিপরিতে মুখে খাবার মতো একটা ওষুধ তো পাওয়া গেল! হতাশা বাদী রা এই ভেবে আরো হতাশ হলেন যে , 'মলনুপিরাভির' তো কেবল আমেরিকায় তৈরী হচ্ছে, আমাদের দেশে আসতে না জানি কত বৎসর সময় লাগবে!এরি মাঝে দেশে গুঞ্জন শোনা গেল, এদেশেই নাকি ' মলনুপিরাভির' তৈরী করা যাবে। আবার কেউ কেউ বললেন ( ঔষুধ উৎপাদন কারী এ দেশীয় রথী মহারথী) -- দেশে তৈরী হলেও ঔষুধ টি যাতে সহজ লভ্য হয় বা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে সে ব্যবস্থা করবো।
আজ সেই কথা মালা বা ওয়াদা "অন্ধের দেশে চশমা বিক্রয়" বলেই মনে হল আমার।




ঔষুধ টির দাম এক প্যাকেট ৫০০ টাকা।তৈরী--SK+F - টন্গি, ঢাকা।
খেতে হবে মোট ৪০ টি ক্যাপসুল। প্রতি পাতায় ১০ টি করে ক্যাপসুল।সকাল সন্ধ্যায় ৪+৪= ৮ টি ক্যাপসুল খেতে হয়। তাহলে কত হল?
দাম পড়লো ২৫০০ টাকা।সাথে তো আরো ঔষুধ আর ভিটামিন' ডি'! তাহলে কি দাড়ালো অবস্থা টা? সব মিলিয়ে ২৫০০ হয়ে গেল ।
দাম টা কি বেশী হয়ে গেল না?
এখন ভাবুন, যদি এক পরিবারে ৩/৪ জনের উপর করোনা আক্রমন হয় তবে তাদের অবস্থাটা কি দাড়াবে?
মানুষের নাভিশ্বাস কি উঠে যাবে না?
এই বুঝি কম দাম বা সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দাম! গতরাতে Daily insider london এ পড়েছি - সেদেশে Merck কোম্পানী Molnupiravir বিক্রয় করছে ৪০% বেশী মুল্যে। আর তাই নিয়ে বেশ হইচই! ও সমস্ত দেশে তো আবার বুদ্ধি বৃত্তির চর্চা প্রচুর। মানুষের মাঝে আছে সহানুভুতি,আছে মানুষের পাশে দাড়াবার ইচ্ছা।
আর সে দেশের মানুষ গুলো কেমন ? অমানুষ নয় মোটেও! এটি সত্য ভাষন।
হয়তবা দেখবো একদিন ওই জীবন রক্ষা কারী ঔষুধটির দাম সে দেশে কমে গেছে বা কমিয়ে দেওয়া হয়েছে।
হতেও পারে! কিন্তু আমাদের অবস্থাটা কি দাড়াবে ?
' কম দাম রাখার বাক্য শুনিয়ে অন্ধের দেশে চশমা বিক্রি করেছিলেন মহাশয়েরা, এবার দামটি একটু কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনুন না প্লিজ।
৫ থেকে ১০ % লাভ করুন। মানুষ বাঁচুক। ঔষুধ বিক্রি করে লাভ আপনারা সারা জীবন করতে পারবেন- যদি মানুষ বাঁচে?? তাই নয় কি?
এই দেশ টা এই মানুষদের সেটি আবার প্রমান করুন না।দয়া করে প্রমান করুন আপনারাও এই মানুষদের সাথে মানুষের বেশেই আছেন!
--- সর্তকীকরন----
## দয়া করে ডাক্তারের পরামর্শে ওষুধটি খাবেন।ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না কেননা এটি সবার জন্য নয় বলেই মনে হয়েছে আমার।





মুসা কামাল ।। 

হ্যালো জনতা ডট কম।

অনলাইন নিউজ পোর্টাল ।।
ব্লগ ।। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।