আসছে শীত,বাতাসে আগাম বারতা, বাড়ছে সর্দি, কাশি ও নিউমোনিয়া রোগী-বুলবুল ইসলাম ।।

 

আসছে শীত,বাতাসে আগাম বারতা, বাড়ছে সর্দি, কাশি ও নিউমোনিয়া রোগী।।

বুলবুল ইসলাম ।। 

কুড়িগ্রামে আগাম শীতে বাড়ছে সর্দি, কাশি ও নিউমোনিয়া রোগী।।

বাংলা পঞ্জিকা অনুয়ায়ী বর্তমান কার্তিক মাস।
শরৎ পেরিয়ে হেমন্ত এসেছে প্রকৃতিতে। সেই অনুযায়ী হেমন্তের প্রথম মাস। এর পর শুরু হবে শীতকাল। রৌদ্রুজ্জ্বল দিনে এখনও প্রচণ্ড গরম অনুভূত হলেও রাতে শীত অনুভূত হচ্ছে দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে।

সীমান্তবর্তী এ জেলা ভারতের হিমালয়ের কাছাকাছি হওয়ায় হেমন্তের শুরু থেকে আগাম শীতের আগমন ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিনভর রোদ থাকলেও প্রতিদিন সন্ধ্যার পর থেকে শুরু করে রাতে চলে ঠাণ্ডার প্রকোপ। রাত নামলেই গায়ে হালকা শীতের কম্বল সকলকেই ব্যাবহার করতে হচ্ছে। ভোর থেকে মিটিমিটি কুয়াশা পড়তে থাকে। হিমালয়ের কাছাকাছি জেলার অবস্থান হওয়ায় আগাম শীতের বার্তা আসে প্রতিবছর এ জেলায়। সকালে সূর্য ওঠার পরপরই কুয়াশা কেটে যায়। তবে রাতে ও ভোরবেলা শীতের হিমেল ঠাণ্ডা ও কুয়াশা অনুভূত হয়।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, গত কয়েকদিন ধরে জেলায় তাপমাত্রা ওঠানামা করছে। পর্যায়ক্রমে আরও এ তাপমাত্রা কমে আসবে। এদিকে, শীতের ঠাণ্ডা শুরু হওয়ায় এ জেলার মানুষজন ঠান্ডার কাপড়সহ লেপ-তোষক বানানো শুরু করেছেন। আর লেপ-তোষক তৈরির কারিগররাও ব্যস্ত সময় পার করছেন। এসব দোকানে চাহিদা বেড়ে গেছে লেপ ও তোষকের।

সদরের বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় দোকানিরা লেপ-তোষক তৈরিতে ব্যস্ত। প্রতিদিন শীতের লেপ তৈরির জন্য অর্ডার নিচ্ছেন দোকানীরা। অন্যদিকে, শীতের ঠাণ্ডা শুরু হওয়ায় সর্দি-জ্বর ও কাশির প্রকোপ বেড়েছে শহর ও গ্রামে।

হাসপাতালে প্রতিদিন সর্দি, কাশি ও নিউমোনিয়াসহ ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকগণ সকলকে নতুন শীতের ঠান্ডা থেকে সুরক্ষিত থাকার আহবান জানান।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তবে ডিসেম্বরের প্রথম দিকে এ জেলায় শীতের তীব্রতা বাড়তে পারে ও সত্য প্রবাহ হতে পারে বলে তিনি জানান।

মোঃবুলবুল ইসলাম,
কুড়িগ্রাম ব্যুরো।
হ্যালো জনতা ডট কম ।।
ছবি সংগ্রহ ।।
#লেখাটি আমাদের ব্লগ ও সামাজিক মাধ্যমে প্রকাশিত ।
হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
https://hellojanata350.blogspot.com/
# Copy and paste to your browser .
।। হ্যালো জনতা ডট কম।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।