আজ ১৪ ডিসেম্বর । শহীদ বুদ্ধিজীবী দিবস ।।

 ## A hellojanata.com Presentation.


আজ ১৪ ডিসেম্বর । শহীদ বুদ্ধিজীবী দিবস ।।


আজ শহীদ বুদ্ধিজীবী দিবস ।
https://hellojanata. com/
বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর থেকেই । ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল সামস, এবং জামাতে ইসলাম – এই সংগঠন সমুহের সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল  । https://hellojanata. com/
সে সময় কারফিউ দিয়ে সন্ধার পর থেকে রাত অবধি দেশের এই বরেণ্য ব্যাক্তিদের তুলে আনে তারা ।
১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের পূর্ব মুহূর্তে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী ও জামাতের দোসররা বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে অপহরণ করে প্রথমে মোহাম্মদপুর শরীর চর্চা কলেজে (সিটি হাসপাতালের উল্টো দিকে,বর্তমানে Rab অফিস) নিয়ে যায় এবং তাদের নির্যাতনের মাধ্যমেই নৃশংস ভাবে হত্যা করে। চূড়ান্ত বিজয় তখন নিকটেই । তখনি পাকিস্তানী সেনা অফিসার মেজর জেনারেল রাও ফরমান আলী এবং তার এ দেশীয় দোসররা স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত করে । পরবর্তীতে ঢাকা মুক্ত হলে(১৬ই ডিসেম্বর) ঢাকার মিরপুর,রায়েরবাজার(পরিত্যক্ত ইট ভাটা )সহ বিভিন্ন স্থানে গণকবরে তাদের মৃতদেহ পরে থাকতে দেখা যায়।
১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর নিকট আত্মীয়রা মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে স্বজনের মৃতদেহ সনাক্ত করেন।


প্রতিটি মৃতদেহে আঘাতের চিহ্ন,অধিকাংশদের চোখ উপড়ে ফেলা ,হাত-পা বাঁধা, কারো কারো শরীরে একাধিক গুলি এ ধরনের আঘাতের চিনহ পাওয়া যায় । আবার অনেককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করাও হয়েছিল ।
যা থেকে হত্যার পূর্বে তাদের নির্যাতন করা হয়েছিল সে তথ্যও পরিস্কার হয়ে যায় ।
# রায়ের বাজার বধ্যভূমি চিত্র #
১৯৭২ সালে বাংলাদেশে জাতীয় ভাবে প্রকাশিত বুদ্ধিজীবী দিবসের সংকলন , পত্রিকায় সমুহে প্রকাশিত সংবাদ সমুহ এবং আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন ‘নিউজ উইক ’- পত্রিকার সাংবাদিক নিকলাস টমালিনের লেখা থেকে জানা যায় ,সারা দেশে শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা মোট এক হাজার ৭০ জন।



# উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে ।।

জাতি গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে ১৯৭১ সালে দেশ মাতৃকার এই মহান সন্তানদের স্মরণ করছে ।
হ্যালো জনতা ডট কম শহীদ বুদ্ধিজীবীদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ ও আত্মার শান্তি কামনা করছে ।।

হ্যালো জনতা ডট কম ।।
hellojanata,com
——————
## ~~~~~~~ ভুলতে না পারার গল্প ~~~~~~~


## লক্ষ্য রাখুন –’ভুলতে না পারার গল্প’-কেমন ছিল আজকের এই দিনটি?১৬ই ডিসেম্বর-আমাদের সেই মহান একাত্তুরে-! – প্রকাশিত হবে ১৬ই ডিসেম্বর সকালে।। ##



—————–——-

হ্যালো জনতা ডট কম।।
hellojanata. com .

হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
https://hellojanata350.blogspot.com/
# Copy and paste to your browser .
আমাদের ব্লগ —-Subscribe our blog .
https://hellojanata350.blogspot.com/
Copy and paste to your browser .
Follow us on —-
# facebook –
@ https://www.facebook.com/hellojanata/
#Twitter–
@ @BinMostanjir
# inastagram —
@ 121kamalbd
# linkedin
@ https://www.linkedin.com/feed/

## hellojanata.com ##

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।