বাঙলা বানানে ভাইরাস- ১৯--আবদুল হাকিম ।।

  ## A hellojanata.comPresentation. 



বাঙলা বানানে ভাইরাস।।

১৯ -- 
আবদুল হাকিম ।।

প্রথম লেখা – ২০০৩
সঙস্করন – ২০২১

এখানে একটা কথা বলতে ইচ্ছে হচ্ছে, আমরা যারা স্কুল কলেজে বাঙলা ব্যাকারন পড়েছি, বিশেষ করে খুব ভালোভাবে অনুধাবন করতে সক্ষম হয়েছি তারা অনেকেই পরবর্তিতে বিভিন্ন পেসায় নিয়োজিত হয়ে যাবার কারনে, নতুন করে বিষয়টির প্রতি আর মনোযোগ দিতে পারিনি । দিন গড়িয়ে গেলেও ভাষা নিয়ে আমাদের চিন্তাভাবনা ওখানেই আটকে আছে । জিবনের বিভিন্ন চড়াই উৎরাই সামাল দিতে গিয়ে ভাষা বা বানান বিষয়ক বিষয়টি আমাদের কাছে যেমন ছিল, তেমনটিই রয়ে গেছে । তাই নতুন কিছু দেখলেই আমরা আতকে উঠি । মনে হয়, আমার এতদিনের সাধনার ধন এবার বুঝি ধুলায় মিসে যেতে বসেছে ।  

 

পক্ষান্তরে বাঙলা একাডেমির কাজ হল, বাঙলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষনা,  চিন্তা ভাবনা এবঙ এর উন্নয়ন সাধন । বাঙলাদেশে মাতৃভাষা নিয়ে চিন্তাভাবনা করার জন্য এমন দ্বিতিয় কোন প্রতিষ্ঠান খুব কমই আছে । সেখেত্রে আমরা ভাগ্যবানই বলতে হবে । প্রতিষ্ঠানটিতে এই কাজে যে সমস্ত বিজ্ঞজন নিয়োজিত আছেন, তাঁরা তাদের পুরোটা কর্মদিবস এই কাজেই অতিবাহিত করে চলেছেন । ধির গতিতে হলেও একাডেমি আধুনিকতার পথে এগিয়ে চলেছে । তাকে সাধুবাদ জানাতেই হয় । বাঙলা ভাষায় আধুনিকতা আনয়নের প্রচেষ্টায় খিপ্ত হয়ে অনেককেই এই প্রতিষ্ঠানের উপর খড়গহস্ত হতে দেখা যায় । বড়ু চণ্ডীদাস, ভারতচন্দ্র রায়গুনাকর বা বঙ্কিমচন্দ্রের ভাষারিতি বা বানানরিতি সঙরক্ষনের জন্য’তো কোন একাডেমির দরকার পড়ে না । তার জন্য’তো লাইব্রেরি রয়েছে । বাঙলা একাডেমির কাজ, বাঙলা বানানের বিভিন্ন জটিলতা ও বিভ্রান্তি দুর করে, তাকে একটি সহজ সরল সর্বজনবোধ্য আধুনিক ভাষায় রুপান্তরিত করা । বাঙলা সাহিত্যে নতুনত্বের স্বাদ এনে তাকে বিশ্বসাহিত্য সভায় একটি মর্যাদার আসনে আসিন করা । সে লক্ষ্যে এই একাডেমির সতত পদক্ষেপ প্রশঙসার দাবি রাখে । তবে এখেত্রে কবি সাহিত্যিকদের কলম বা কিবোর্ড সবসময়ই অগ্রনি ভুমিকা পালন করে আসছে । ভবিষ্যতেও করবে ।


www. hellojanata.com 




     

 www. hellojanata.com 


তাই এখন বোধ হয় সময় এসেছে বাঙলা ভাষা আধুনিকায়নের । এটা সুধুই আধুনিকায়ন । পরিবর্তন বা সঙসোধন নয় । আর এই বৈপ্লবিক কাজটি বোধ হয় কোন সেমিনার, মিটিঙ বা সার্কুলার জারি করে সম্ভব নয় । যদি তাই হতো, তাহলে বানান সমস্যা এতদিন রাতারাতি সমাধান হয়ে যেত । আতকে ওঠার কিছু নেই । সময়ই সুধু বলে দেবে এর সফলতা । এবঙ আনন্দের কথা, ইতোমধ্যে আমরা তেমন প্রচেষ্টার অনেক আলামত দেখতে পাচ্ছি, যার বেস কিছু উদাহরন আগেই উল্লেখ করা হয়েছে । বাকস্বাধিনতায় হস্তক্ষেপ করে বা ধমক দিয়ে কিছু বন্ধ করতে যাওয়ার অর্থই হচ্ছে কোন দুর্বলতাকে ধামা চাপা দেবার অপচেষ্টা । মুখ বন্ধ করে দেবার প্রবনতা গোঁড়ামিকেই ধারন করে । এগিয়ে যাবার পথ বন্ধ করে দেয় । প্রস্ন উঠেছে বাঙলা বানানে হাত দেবার অধিকার কারো আছে কিনা আগেই বলেছিআমি কোন ভাষাবিদ বা পন্ডিত নই । একজন সাধারন মানুষ । জন্মের পর একটি শিশু যে অধিকারে “ মা “ শব্দটি উচ্চারন করে, একজন সাধারন স্রমজিবি মানুষ যে অধিকারে মাতৃভাষার জন্য বুকের রক্ত ঢেলে রাজপথে লুটিয়ে পড়ে,  আমিও সেই অধিকারে আমার প্রানের বাঙলা ভাষাকে সুন্দর আর সহজ সরল ভাবে সাজিয়ে নিতে চাই ।  - যাকগে, শেষমেষ নিজের উপর আস্থা রেখে ওই অক্ষরগুলো বাদ ও ব্যবহার হ্রাস করেই আমার সেই চিত্রনাট্য ভেঙে লিখে ফেললাম আমার প্রথম উপন্যাস " এখনো গর্ভে তোমার " তারপর একই ভাবে আরো দু'টি উপন্যাস  " তখন " ও  " কেন "





এবঙ তারপর থেকে আর যা কিছু লেখালিখি, সব । এমনকি বাজারের ফর্দটাও । আপনি যদি আমার সাথে একমত হন, তবে আপনিও চেষ্টা করে দেখতে পারেন । অন্তত ঈ ঊ ণ, এই তিনটি অক্ষর বাদ দিয়ে লেখার চেষ্টা করে দেখতে পারেন । তাও যদি সম্ভব না হয়, অন্তত ণ অক্ষরটি বাদ দিয়ে দেখতে পারেন । তবে আমার এ মতের সাথে একমত হওয়া বা দ্বিমত পোষন করা যার যার ইচ্ছে ।  ভালো না লাগলে আমার এ প্রবন্ধটি কুটি কুটি করে ছিঁড়ে ময়লা ফেলার ঝুড়িতে ফেলেও দিতে পারেন । আমাকে একহাত নিতেও পারেন । কোন সমস্যা নেই । প্রয়োজন সুধু নিজের উপর আস্থা আর সৎসাহস । কেউ আপনার ইচ্ছে মতো বানান সঙস্কার করে দেবে না । আপনার আমার প্রচেষ্টা আর অভ্যাসই বাঙলাকে একটি সুন্দর ও আধুনিক ভাষায় রুপান্তরিত করতে পারে ।



জনাব আবদুল হাকিমের লেখা সম্পর্কিত ঘোষণাঃ-

—- ১৯ পর্বের এই ‘ বাঙলা বানানে ভাইরাস’ লেখাটি আজ সমাপ্ত হল। সকল পর্ব আমাদের ব্লগ https://hellojanata350.blogspot.com/  - এখানে পাওয়া যাবে । কপি ও পেস্ট করুন  । কি ওয়ার্ড – আবদুল হাকিম – ধন্যবাদ ।। আবদুল হাকিমের ‘সব পেয়েছির দেশে’ লেখাটির প্রকাশ চলমান । প্রতি শনিবার প্রকাশিত হয়, সেটিরও কি ওয়ার্ড আবদুল হাকিম ।।

—- শেষ —




আবদুল হাকিম ।।
লেখক ।।
বাল্টিমোর, ইউ এস এ ।।
# হ্যালো জনতার নিয়মিত লেখক ।।
## তাঁর সকল লেখা আমাদের ব্লগ এবং সামাজিক মাধ্যমে প্রচারিত ।।

হ্যালো জনতা ডট কম ।।
hellojanata. com .


www. hellojanata.com 






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।