বাঙালি বৈমানিক রেহমান রুদ্রের কবিতা --সম্ভবত শুধু প্রেম।।

 ## A hellojanata.com Presentation.## 

স্কেচ- রহমান রুদ্র ।। 

বাঙালি বৈমানিক রেহমান রুদ্রের কবিতা –সম্ভবত শুধু প্রেম।।

সম্ভবত শুধু প্রেম।

 www. hellojanata.com

রেহমান রুদ্র।

প্রায় নিস্তেজ হাতটি উঠে এলো
“আলোটা জ্বালাই” ?
নিস্তব্ধ কোঠায় “খুঁট” একটি শব্দ
নীলাভ আলো চোখমুখ নাকের ডগা
উন্মুক্ত বক্ষের তিল…..
সবখানে মেখে গেল।
একটু লজ্জা কিছুটা আড়স্বতা তাই বুঝি
কাত হয়ে শোয়া
অবিন্যস্ত ব্ল-ড্রাই কেশরাজি।
সে ভরাট কণ্ঠস্বর
ঠোঁটে নির্গত ধোঁয়ার রিং ছাদ স্পর্শ করে
“ভালবাসনি একটুও আমাকে”।

লজ্জায় কুঁকড়ে যায় আরও ব্ল-ড্রাই।
ভারি কণ্ঠস্বর স্পর্শ করে তার অনাবৃত দেহ
কেমন নিথর শীতল স্পর্শ বিমুখ।
কোমল কণ্ঠ শোনা গেল অতপর-
“ভালবাসতে এতসব কিছুর প্রয়োজন ছিল কি”?
একটু থমকে
“আমি বোধহয় ভুল করলাম”
ছলকে ওঠা নোনাজলে বালিশ ভিজে ক্রমশই।

এবার ভারী কণ্ঠস্বর কিছুটা বিচলিত
কণ্ঠে তার এলোমেলো স্বর
কে যেন নেভায় বাতি।
নিকষ অন্ধকার লাশঘরে
উন্মুক্ত কফিনে শায়িত দুটি মরদেহ।

www. hellojanata.com

রেহমান রুদ্র ।।
# লেখক।।
#প্রবাসী বাঙালি বৈমানিক ।।
# লেখায় ব্যাবহার করা ছবিটি লেখকের নিজে স্কেচ করা ।।
# লেখক হ্যালো জনতার নিয়মিত লেখক ।
# লেখকের সব লেখাই আমাদের ব্লগ এবং সামাজিক মাধ্যমে প্রচারিত ।।
হ্যালো জনতা ডট কম।।
——————
## ~~~~~~~ ভুলতে না পারার গল্প ~~~~~~~
## লক্ষ্য রাখুন – কেমন ছিল আজকের এই দিনটি ( ১৬ই ডিসেম্বর ৭১)আমাদের সেই মহান একাত্তুরে– প্রকাশিত হবে ১৬ই ডিসেম্বর সকালে।। ##
—————–

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।