নেভার মাইন্ড, নেভার মাইন্ড-১- রাইজ ইউর হ্যান্ড — মুসা কামাল ।।

 ## A  helojanata.com Presentation .

নেভার মাইন্ড, নেভার মাইন্ড-১- রাইজ ইউর হ্যান্ড — মুসা কামাল ।।


## টাইম স্কয়ার-নিউ ইয়র্ক ##

https://hellojanata. com/

৯০ এর দশকের কথা । আমেরিকার নিউইয়র্কে অবস্থান করছি । আমার একটি আইন গত বৈধতার কারনে বুদ্ধি বা উপদেশ দরকার । আমাদের পরিচিত চারিদিক মানে তো আমাদের দেশীরা । বাংলাদেশী সমাজ। ভাই বেরাদার বন্ধু বান্ধব -একে ওকে প্রশ্ন করি ! কেউ পরিস্কার জবাব দিতে পারে না ! কেউ বলে ম্যানহাটনের দিকে খোঁজ নিতে পারেন । কেউ বলে এই কাজ করতে তিন/চার মাস সময় লাগবে । বলি- বুঝলাম । তিন/চার মাস লাগবে কিন্তু অফিস টি কোথায়? 


ম্যানহাটন তো আর ছোট্ট একটি জায়গা নয় ! এভিনিউ,ব্লক,স্ট্রিট ইত্যাদির গোলক ধাঁধা রয়েছে ! কোথায় যাবো?কোন ট্রেন ধরবো? শুধু টাইম স্কয়ারের ওদিকটায় গেলেই তো মাথা চক্কর দেবে ? বলা উচিত আমি সে সময় নিউ ইয়র্কের এস্টোরিয়ার স্টেইনওয়ে তে অবস্থান করছি । ম্যানহাটন অনেক দূরে নয় । ট্রেন, ট্যাক্সি সবি পর্যাপ্ত । নাগরিক সুবিধার সব উপকরণ এখানে বিদ্যমান ।আমি ট্রেনে যেতে পারি । আমি ট্যাক্সি তে যেতে পারি । ভাড়াও বেশি নয় সেই নব্বইয়ের দশকের প্রথম ভাগে । তবে একটা বিষয় আছে ।মিটারে ভাড়া যে পরিমাণই উঠুক না কেন – ঘাড় ঘুরিয়ে ট্যাক্সি চালক প্রশ্ন করবেই — তুমি আমাকে টিপস কতো দেবে ? আপনি হয়তবা জিজ্ঞেস করবেন ‘ অল রাইট জেন্টেলম্যান ( চালক মহাশয় )তুমি কত টিপস নেবে ” ? প্রশ্ন শুনে জবাব দেবেন হয়তবা সেই চালক মশাই –‘ টেন ডালার’ ! এ দেশে বিভিন্ন ভাষাভাষি , বিভিন্ন রঙ, বিভিন্ন জাতি,বিভিন্ন ধর্ম মিলে মিশে একাকার । কেউ কিন্তু এ মাটির সন্তান নয় ! বলতে পারেন উড়ে এসে জুড়ে বসাই সব । আমেরিকার ‘ সান অফ দ্যা সয়েল ‘ দের ( রেড ইন্ডিয়ান )ফিনিশ( হত্যাযজ্ঞ )করেই তারা এখানে বসে আছেন।


সবাই জানেন ।আমেরিকাকে নেভার মাইন্ড এর দেশ বলা হয় সম্ভবত সেই সমস্ত কারনেই ।নিজেরা ফিনিশ করেই বসে আছে আমেরিকার মাটিতে, আবার মাইন্ড ক্যান ভাই, আবার দেখুন , তাদেরই কিছু উত্তরসুরি ঢাকায় আমেরিকান ভিসা সেন্টারে কত যে আইন দেখায় তা ভুক্ত ভোগীরাই জানেন। অথচ এদের পূর্বসুরিরাই একসময় দখল করেছিল আমেরিকা আর তা মানুষ হত্যা করেই । এরা কিন্তু আবার সুযোগ পেলেই মানবাধিকারের কথা বলে! আপনি আমেরিকান এমব্যাসি তে যাবেন দেখবেন সুযোগ পেলেই আপনাকে বলবে — তোমার হাত তোল -প্লিজ রাইজ ইওর হ্যান্ড । হাত তুলে আপনাকে তাদের সংবিধানের উপর শপথ নিতে হবে । আপনাকে বলতে হবে — I do solemnly swear (or affirm) that I will support and defend the Constitution of the United States against all enemies, foreign and domestic; that I will bear true faith and allegiance to the same; that I take this obligation freely, without any mental reservation or purpose of evasion; and that I will well—- ব্লা ব্লা ব্লা —
কেন ভাই — আমি কি আমেরিকার নাগরিক যে আমাকে শপথ নিতে হবে? পৃথিবীর অনেক দেশেই শপথ নেবার বা বলার বিষয়টি আছে ।এটির একটি ভাল দিক তো আছেই ।শপথ মানুষের মনের ভাল দিক গুলোকে সামনে নিয়ে আসে । কেউ কেউ অনেক অন্যায়,দুর্নীতি দূরে ঠেলে দিয়ে মানবিক গুনাবলিতে উদ্ভাসিত হতে পারে । সেই সমস্ত দেশ গুলোর এ বিষয়গুলোতে অনেক সুচিন্তিত, বুঝতে পারা যায় ।তাই হয়তবা তারা তাদের শপথের প্রয়োগ করতে চায় যত্রতত্র । কিন্তু অন্য জাতিকে বা অন্য দেশের একজনকে আপনাদের শপথ পড়াবেন কেন ? হা হতে পারে একটি দুর্নীতি পরায়ণ,অন্যায় করা, অসাধু,মিথ্যা বলা জনগোষ্ঠীতে শপথ অনেকটাই কাজে লাগতে পারে । এক লক্ষ লোকের মাঝে শপথ পড়ে যদি এক জন মানুষ সৎ হয় তাহলে একটা বিশাল জনগোষ্ঠী পথ খুঁজে পায় তবে সেটি ভাল । তবে সেটি সেই দেশের বিষয় । সেটি আমেরিকানদের বিষয় নয় । সারা বিশ্বময় দাদাগিরি করতে করতে তাদের অভ্যাস হয়েছে অনেক খারাপ ।ফলাফল যে পায় না তাও নয় । আফগানিস্তানের উদাহরন টানা যেতেই পারে ।
যে কথায় ছিলাম সে কথায় ফিরে আসি এবার ।
কাজেই ওই যে বললাম ‘টেন ডালার’ ( টেন ডলার)। ওই কথাটিকে আপনাকে বুঝেই নিতে হবে – আরে বাপস – দশ ডলার । আপনি কিং কর্তব্য বিমুড় হতেই পারেন । কেননা ভাড়া হয়তবা নিদেন পক্ষে মিটার দিয়ে ৬ বা ৭/৮ ডলার হতে পারে, তারপর টিপস ! সব মিলিয়ে পকেটের ১৬/১৭/১৮/২০ ডলার বেমালুম উধাও হওয়ার জোগাড় ।আরে বাবা এযে খাজনার থেকে বাজনা বেশি ।

২য় পর্ব আসছে --- 


মুসা কামাল ।।
সম্পাদক ।।
হ্যালো জনতা ডট কম ।।
hellojanata,com
## লেখাটি আমাদের ব্লগ, ফেসবুক, টুইটার , লিঙ্কেডিন ও ইন্সটাগ্রামে প্রচারিত।।
——————
## ~~~~~~~ ভুলতে না পারার গল্প ~~~~~~~


## লক্ষ্য রাখুন –’ভুলতে না পারার গল্প’-কেমন ছিল আজকের এই দিনটি?১৬ই ডিসেম্বর-আমাদের সেই মহান একাত্তুরে-! – প্রকাশিত হবে ১৬ই ডিসেম্বর সকালে।। ##


—————–——-

হ্যালো জনতা ডট কম।।
hellojanata. com .

হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
https://hellojanata350.blogspot.com/
# Copy and paste to your browser .
আমাদের ব্লগ —-Subscribe our blog .
https://hellojanata350.blogspot.com/
Copy and paste to your browser .
Follow us on —-
# facebook –
@ https://www.facebook.com/hellojanata/
#Twitter–
@ @BinMostanjir
# inastagram —
@ 121kamalbd
# linkedin
@ https://www.linkedin.com/feed/

## hellojanata.com ##

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।