সামাজিক মাধ্যম ও আপনি --মুসা কামাল ।।

 ## A hellojanata.com Presentation . 



সামাজিক মাধ্যম ও আপনি ~~~~~~~~~~~~~~~~~~~~

মুসা কামাল ।। 



আইডিয়া ডট কম ---
এই ডট কম মাথায় নিয়ে আপনি লিখতে পারেন। আপনার কথা বা লেখা হবে গঠনমুলক, প্রগতিশীল। পজেটিভ লেখার জন্য আপনি সমাদৃত হবেন।এটি আপনার মতার্দশ প্রচারে হতে পারে যোগ্য পথ।জগৎ সংসারের কাজে লাগবে।



নেগেটিভ ডট কম ---

এটি আপনার মনের সকল নেগেটিভ মতার্দশ প্রকাশ করবে। দেখবেন এমন নেগেটিভ লেখনির দ্বারা আপনার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে চারিদিকে।এটি ত্যাগ করাই বান্ছনীয়।


সমালোচনা ডট কম ---
এ জগতের কোন কিছুই আপনার পছন্দ না এমন ভাবনা প্রকাশে এর জুড়ি মেলা দায়। সবাই ভাববে আপনি বুঝছেন যে এ জগতে আপনি একমাত্র সঠিক ভাবনার লোক! নাহ এমন নয়! আসলে অনেকেই ভাববে আপনি একজন নেতিবাচক মানুষ।
--------------
তাহলে কি করবেন ?
আপনাকে পজিটিভ থাকতে হবে। এটাই মোদ্দা কথা। সহজ সাবলিল থাকুন। যে কোন বিষয়ে পজেটিভ দৃষ্টিভঙ্গি রাখুন। সমালোচনা যদি করতেই হয় তবে সমালোচনার বিষয় টি সংশোধনের পথ বলে দিন। মনে রাখুন যদি সমালোচনা করতেই হয় তবে আপনাকে সংশোধনী দিতেই হবে।
--------------
যদি ভাবেন - আরে রাখেন আপনার জগৎ সংসার। কি হবে পজেটিভ লিখে? গোল্লায় যাক এ ধরাভুম!
তা হলে আপনার না লেখাই ভাল! কেননা আপনি করোই ক্ষতি করতে পারেন না। সে অধিকার আপনার নেই।পরিস্কার কথা। তাই বলছিলাম না লেখাই ভাল।

মাথা ঠাণ্ডা রাখুন ! এবার ভেবে দেখুন - আপনি কি কিছু করতে পারেন ?
নাকি আপনি এ বিষয়টিতে সচেষ্ট হবেন, বা কিছু করবেন ?

সামাজিক মাধ্যমে আপনি আপনার সঠিক ভাবমুর্তি গড়ে তুলুন। এই গড়ে তোলার বিষয়টি যে কোন মানুষের কাম্য হতেই পারে। আপনিও ভাবুন! কামনা করুন। দেখবেন একদিন সাফল্য আপনার কাছে ধরা দেবে।





মুসা কামাল।।
সম্পাদক ।।
হ্যালো জনতা ডট কম ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।