Corona: তবে কি কোভিড-১৯ বিদায় নিচ্ছে পৃথিবী থেকে, আশাবাদী মানুষ ??

 # # A hellojanata.com Presentation . 





Corona: তবে কি কোভিড-১৯ বিদায় নিচ্ছে পৃথিবী থেকে, আশাবাদী মানুষ ??


পৃথিবী জুড়েই আশার আলো । হা সেই আলো ক্রমশই বৃদ্ধি পাচ্ছে কোভিড-১৯ এর নতুন ধরনের অর্থাৎ ওমিক্রন নামক নতুন ঘরানার ভাইরাস টিকে ঘিরে । 

www. hellojanata.com


করোনা ভাইরাস কে ঘিরে গবেষণা তো চলছেই । একটি গুরুত্ব পূর্ণ বিষয় দেখা যাচ্ছে – আক্রান্ত হচ্ছেন অনেক বহুল অংশে, কিন্তু গুরুতর রোগীর সংখ্যা অনেক কম আর হাসপাতালে ভর্তির সংখ্যা একেবারেই কম । মৃত্যুর হার যেন অনেকটাই কম ! অন্তত এক বৎসর আগের সেই মৃত্যুর চিত্র টি যেন উধাও এখন ! আসলেই কি বিষয়টি এমন ? তাহলে ধরেই নেওয়া কি যায় যে , পৃথিবী থেকে উধাও হতে চলেছে কোভিড-১৯ ?মহামারিটি কি ইতির পর্যায়ে চলে যাচ্ছে ? ভাইরাস টি কি থেকেই যাবে কিন্তু সেই থেকে যাওয়া কি কার্যকারিতা হারিয়ে থেকে যাওয়া ??
কোভিড ১৯ এর ভাইরাস করোনা যখন টিকা প্রদানের মাধ্যমে চারিদিকে অনেকটাই তার ভয় কে হালকা করে ফেলছিল , তখন গত নভেম্বরে দক্ষিন আফ্রিকা থেকে পাওয়া গেল’ ওমিক্রনের’ হদিস । বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু তখনি বলেছিল – ভাইরাস টি(ওমিক্রন)’ ঝুঁকি প্রবন’আর উদ্বেগজনক ‘ । সকলকেও সতর্ক করেছিল WHO । আর সেই ওমিক্রন ভাইরাস পৃথিবী ব্যাপী হু হু করে ছড়াতে শুরু করে । এখন তো অবস্থা অনেকটাই উদ্বেগ ময় ।

কিন্তু এই উদ্বেগের মাঝেই যে ‘অবজারভেসন ‘ তাতে দেখা যাচ্ছে আগের ধরন গুলোর থেকে এই ওমিক্রন ভাইরাসের ভ্যারিয়েন্ট অনেকটাই কম প্রাণঘাতী ।
বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিন বা অতীত সংক্রমণের জেরেই শরীরে গড়ে উঠেছে প্রতিরোধ ক্ষমতা আর ভাইরাস টির ধারাবাহিক মিউটেশন এর কারনে ক্রমাগতই ক্ষমতা হারাচ্ছে ভাইরাসটি । আবার জানা গেছে দক্ষিন আফ্রিকা থেকে যে ওমিক্রন এর উৎপত্তি হয়েছে তার কারনে হাসপাতাল সমুহে ভর্তির সংখ্যা ৭৩% কম ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রানসিসকো বিশ্ব বিদ্যালয় এর ইউমিউনোলজি বিভাগ বলছে  -আমরা বর্তমানে একেবারেই ভিন্ন এক পরিস্থিতির মধ্যে আছি ।ভাইরাসটি আমাদের সাথেই থেকে যেতে পারে।কিন্তু আমার আশা এই যে,এই ভ্যারিয়েন্ট আমাদের শরীরে এতোটাই প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে যাতে করে মহামারি বিদায় নেবে ।

অতি সম্প্রতি বেশ ক’টি সমীক্ষায় দেখা গেছে যে , করোনার স্টেইন গুলো যে ভাবে মানুষের ফুসফুসে ক্ষতি করছিল ,ওমিক্রন এর স্টেইন সে ভাবে ক্ষতিগ্রস্ততার কারন হয়ে দাঁড়াচ্ছে না । আমেরিকা এবং জাপানের এক দল বৈজ্ঞানিক ইদুরের উপর এক পরীক্ষা চালিয়েছেন । সেখানেই এই একই ফলাফল পাওয়া গেছে । বেলজিয়ামেও এই একই ধরনের পরীক্ষা হয়েছে , সেখানেও একই ধরনের ফলাফল পাওয়া গেছে ।
এমনই এক পরীক্ষা করে হংকঙের গবেষকের দল দাবী করেছেন -অন্যান্য ধরন বা রুপ গুলির তুলনায় ওমিক্রন আসলেই ফুসফুসে খুব ধীর গতিতে ছড়াচ্ছে ।

www. hellojanata.com
তবে কি আশা করা যেতে পারে এমন রুপ আর ধরন পাল্টানোর মধ্যেই কি এক সময় পৃথিবী থেকে শেষ হয়ে যাবে এই মহামারি?

হতে পারে । অসুখ টির বর্তমান গতিবিধি এই পথই যেন দেখাচ্ছে । আর সেখানেই আশাবাদী মানুষ ।।



মুসা কামাল ।।
সম্পাদক ।।
হ্যালো জনতা ডট কম।
অনলাইন নিউজ পোর্টাল ।।
ব্লগ ।। 











মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।