'' দূরবীন চোখে - এক '' মুসা কামাল ।

   ## A hellojanata.com Presentation



 দূরবীন চোখে - এক -

মুসা কামাল ।



'' দূরবীন চোখে '' -এক
মুসা কামাল ।



একটু চিন্তিত ! একটু নাকি অনেকটাই !
হাতে বেশ সময় । ভাবতে বসে গেলাম । এদিক ওদিক নেটে ঘুরছি । সব খানেই পুতিন সাহেব দাগী আসামী !
সংবাদ মাধ্যমের উপর ভরসা উঠে গেছে বেশ আগেই ।
ক'দিন আগে এই নিষেধাজ্ঞার মধ্যেই কায়দা করে রুশ সংবাদ পত্র ' প্রাভদা ' তে ঢুকে গিয়েছিলাম । রুশ ভাষাকে ইংরেজি করে পরেছি কয়েক দিন -- এখন আর ঢুকতে পারছি না ।
বেশ অনেক চিন্তা জমতে থাকলো ক্রমশই ।
ইউক্রেন- রাশিয়া যুদ্ধের সম্পর্কে জানতেই হবে আরো ।
বিষয়টা কি ?
আমার ছোট ভাইয়ের এক বন্ধু রাশিয়ায় পড়াশুনা করেছে । সে জানতে পারে ।
যেই ভাবা সেই কাজ । নক দিলাম ।
- আচ্ছা বলতো চলমান যুদ্ধের কারন সম্পর্কে ।
সে হাসে । বলে --
ভাইজান বেশ বড় সড় করে বলতে হবে । এতো শুনবেন নাকি অল্পে শুনবেন ?
কি দরকার অনেক শুনবার ?-- ভাবলাম !
বললাম শটে বল !
ও বলল -----
আপনার তো আমাদের দেশে আশ্রয় নেওয়া ' রোহিঙ্গা ' দের সম্পর্কে ধারনা আছে ?
বললাম - হা তা মোটামুটি তো আছে ।
ছোট ভাই বলল - তা হলে তো হোলই । ইউক্রেনীয় রা আসলে রোহিঙ্গাদের মতই । থাকে রাশিয়ার পাশে । যেতে চায় ইইউ তে ।
রোহিঙ্গাদের মতই সব বিষয়ে পটু তারা ।
আমার তখন মনে পড়ছিল রোহিঙ্গারা এ দেশে এসে কি না করছে । খুন , জখম , মাদক ইত্যাদি কত কি ?
ওদিকে ছোট ভাই বলেই চলেছে -- বুঝলেন ভাইয়া , রাশিয়া কেন সে সমস্ত অনাচার মেনে নেবে । তারা তাই রোহিঙ্গাদের ( ইউক্রেনীয় ) ঠাণ্ডা করতে নেমে পরেছে । পুতিন সাহেব হয়তবা সেই সোভিয়েত ইউনিয়ন ফেরত করতে চান ।
ইউরোপিয়ানরা আর ট্রান্স আটলান্টিক ওয়ার লর্ড রা ( প্রাভদার ভাষায় ) যে বেশ পুতিন সাহেবকে সমীহ করছে সেটি তো দেখাই যাচ্ছে ।' প্রাভদা ' বলছে আমেরিকানদের নাকি একটা ' রুশফোবিয়া ' আছে । সেটি কি রুশ এলারজি নাকি ?
একদিকে সকল নিষেধাজ্ঞা অন্যদিকে ইউরোপের ঘাড়ে ২৮ লক্ষ উদ্বাস্তু নাকি শরণার্থী ! কতদিন যে ইউরোপের এই ব্যাপক বোঝা ( নাকি পুতিন সাহেবের উপহার/ নিষেধাজ্ঞার নতুন সংস্করণ ?) টানতে হয় তা কে জানে ! মার্কিন যুক্তরাষ্ট্রের এখন অনেক স্ফীতি - মুদ্রা স্ফীতি , দ্রব্য মূল্যের স্ফীতি -- কোথায় যায় কে জানে? শেষে কি বাইডেন সাহবের জনপ্রিয়তার স্কেল নিম্ন মুখী হয় ? হতে পারে । রিপাবলিকানদের তো তাহলে পোয়াবারো হবে ! শুনেছি রিপাবলিকানদের সাথে পুতিন সরকারের বেশ ভাল সম্পর্ক । রাশিয়া আজ যে সমস্ত আমেরিকানদের নিষেধাজ্ঞা দিয়েছে তাতে ট্রাম্পের নাম নেই ! খেয়াল করে দেখুন ।
হা মনে পড়ল পুতিন সাহেব ২০৩৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন ।
পুতিন সাহেবের একটা পদবি আছে - কিং অফ দ্যা কিং । অনেকেই বলেন । কে বলেন কোথায় বলেন তা তো মনে করতে পারলাম না ।
তবে ২০৩৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকলে তিনি হয়ে যাবেন কিং অফ দ্যা কিং -- রাজার রাজা ।
যে যুদ্ধে বিজয়ী হন তিনি আসলে জয়ের মালা পান । হিটলার জিতলে কি সবাই নম নম করতেন না ? করতেন ! এটাই যে নিয়ম ! দেখা যাক কে বিজয়ী হন এই যুদ্ধে ।
অনেক দূরে তাকালাম ।



মুসা কামাল ।
সম্পাদক ।
হ্যালো জনতা ডট কম ।
১৬/৩/২০২২ ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।