দূরবীন চোখে - দুই - মুসা কামাল ।

 ## A hellojanata.com Presentation




দূরবীন চোখে - দুই  -

মুসা কামাল ।




দূরবীন চোখে -দুই 


মুসা কামাল ।। 


আজকে আবার ' প্রাভদা'য় ঢুকেছিলাম ।
বিকালে হাঁটতে হাঁটতে ভাবলাম , আচ্ছা রাশিয়ান সেনারা হাসপাতালে , থিয়েটারে বোমা বাজি করে কেন ? যুদ্ধের সময় সব জায়েজ - নাকি ? কার্ল মার্ক্স ,লেনিন আর বলশেভিক দের রাশিয়ার কি অবস্থা ?
ভাবছি আর হাঁটছি । রাশিয়ানরা এ বিষয়ে কি বলে ?
আহা যদি জানা যেত ?
কিন্তু আমি যে ২/৩ দিন ধরে 'প্রাভদা' তে ঢুকতেই পারছি না ! চিন্তিত মনে অনেক করেই ভাবলাম- কিভাবে যেন ঢুকেছিলাম ?
সহজে কিন্তু পুবের সংবাদ মাধ্যমে ঢুকতে পারা যাচ্ছে না । নিষেধাজ্ঞা শক্ত ।
তবুও ঢুকে পরতে পেরেছিলাম বলেই মনে হল আমার । হাটি আর ভাবি । ভাল করে সেদিনের সেই ওখানে ঢোকার পর্ব টা ঝালিয়ে নেই ! হা আজ আবার ঢুকবো ! কি ভাবে শুনবেন ? বলি তা হলে । হা বলছি সেই গপ্পো ।
আমার একটা টুইটার একাউন্ট আছে @ BinMostanjir । আর সেই একাউন্টে অনেক দেশের ফলোয়ার আছে । বিভিন্ন দেশের বিভিন্ন গোত্রের আর বিভিন্ন এলাকার ! প্রায় সাড়ে তিন হাজার এর বেশি সেই সংখ্যা টা ।
দিন দশেক আগে দেখলাম আমাকে এক ইউক্রেনীয় ফলো করছে ।মানে ফলোইং ( following) করছে । আমিও দেখে শুনেই ফলায় ( following) দিলাম ।
বেশ দারুন বিষয় ! ওঁ মানুষটার নাম আলেকজান্ডার । আমি ওঁর একাউন্টে ঢুকে গেলাম । সব দেখলাম । আলেকজান্ডার জেলেনস্কি'র পক্ষে অনেক পোস্ট দিয়েছে । সব রাশিয়ার বিপক্ষে পোস্ট । বাহ বেশ ভাল । আমি ওঁর একাউন্টের এদিক ওদিক ঘুরতেই থাকি। আলেকজান্ডার সম্ভবত ইহুদি। ওর পোস্ট দেখে মনে হল আমার ।তখন মনে করেছি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একজন ইহুদি।সমস্যা নেই তাতে । যার ধর্ম তার কাছে । অতটুকু উদারতা আমার আছে । কিন্তু একটা প্যাঁচ আছে । প্রেসিডেন্ট জেলেনস্কি সাহেব ইসরাইলের একজন বড় সমর্থক । গত বৎসর যখন গাঁজাতে ইজরাইল বোমা ফেলেছিল তখন জেলেনস্কি ইজরাইলের পক্ষে পরিস্কার অবস্থানে ছিলেন । রাশিয়া যদি ইউক্রেন দখল করেই নেয় তবে ইউরোপের এখন যে ৩০ লক্ষ বা ৩৫ লক্ষ ইউক্রেনীয় শরণার্থী হিসাবে অবস্থান নিয়েছে, তাদের দেশে ফিরতে স্বভাবতই সমস্যা হবে, পূর্ব ইউরোপের দেশ গুলোর লম্বা সময়ের জন্য আলাদা ফান্ড লাগবে, অনেক বড় বোঝা হিসাবেই পরিগনিত হবে , তাতে পূর্ব ইউরোপে ইনফ্লেশন হবে এটা অবশ্যম্ভাবী --- সেই সমস্যা সমুহ সমাধানে তাদের ইজরাইলে ' নিউ সেটেলার' বানাতে এই প্রেসিডেন্ট কৌতুক অভিনেতা সুযোগ নিতেই পারেন , ইজরাইলের উৎসাহি আর নতুন সেটেলার দরকার আছে - আর ইউরোপের দেশগুলি ( পোল্যান্ড , রুমানিয়া এমন সব অপেক্ষাকৃত মধ্যবিত্ত দেশ) ' ছেঁড়ে দে মা কেঁদে বাঁচি' বলে হাত তুলতেই পারে,বলতেই পারে ইজরাইল তো ইহুদীদের দেরই দেশ, সেখানেই যাক এই শরণার্থীরা --- কাজেই ! একটি কথা মনে রাখুন ইজরাইলে জেলেনস্কি এখন বিশাল এক ইহুদি বীর । তার বিজয়ের জন্য অনেক কিছুই হচ্ছে ইহুদি মহলে আর ইজরাইল জুড়েই , তাই সেখানে সমর্থন পাবেন তিনি ------ এখানে এটি একটি সম্ভাবনা , এখানে একটি ভাবনার দিগন্ত আছে বটে । ফিলিস্তিনিদের আরো সমস্যা হবে তাতে । বলাই বাহুল্য ।
রাশিয়া সংলগ্ন দেশ এই ইউক্রেন ।
আমার মনে কিন্তু একটি আশা ঘুরছেই --- আমি এই একাউন্ট দিয়েই যদি রুশ সংবাদ মাধ্যমে ঢুকতে পারি !
আর পেয়েও গেলাম যা খুঁজছিলাম তাই । সেদিন ও ভাবেই ' প্রাভদা' তে ঢুকেছিলাম ।
'প্রাভদা' কি তা আবার প্রশ্ন করে বসবেন না যেন কেউ !
আমাদের দেশ টা স্বাধীন হওয়ার পরে স্কুলের ছাত্র / ছাত্রীদের যাতে পড়াশুনা বন্ধ হয়ে না যায় ,সে কারনে রাশিয়া অনেক পাঠ্য পুস্তক দিয়েছিল । উদয়ন প্রেস, মাশার গল্প , সে সময় আমরা জানতে পেড়েছিলাম মার্ক্স লেনিন এর কথা । মেক্সিম গোকি'র'মা' তো তখনি পড়েছিলাম । আর আমাদের স্বাধীনতা যুদ্ধে যদি সে সময়ের ব্রেজনেভের সোভিয়েত ইউনিয়ন , তাদের নিউক্লিয়ার সাবমেরিন বঙ্গোপসাগরে না পাঠাতো তবে আমেরিকান নৌবহর ভারত মহাসাগর থেকে পলায়নও করতো না আর দেশ স্বাধীন হতে যে কত দিন লাগতো তাইবা কে জানে ?
সে সময় আমরা ' প্রাভদা ' এর সংবাদ পেতাম , পরতাম আর তখন থেকেই জেনেছি 'প্রাভদার' সম্পর্কে ।
কাজেই আজ রাতে আবার আলেকজান্ডারের ঘাড়ে চেপে ওদিকটায় ঢুঁকে পরলাম ।
যা খুঁজছিলাম পেয়েও গেলাম । ইউক্রেনের সেনারা বা প্রতিরোধ কারীরা রুশ টার্গেটের মুখে বিভিন্ন জায়গার আত্ম রক্ষার্থে অবস্থান নিচ্ছে । যেমন ধরুন হাসপাতাল , থিয়েটার এমন সব স্থানে । ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া কিন্তু প্রথম থেকেই মানব শিল্ড ব্যবহারের অভিযোগ করছে । সেই অবস্থান থেকেই বেরিয়ে তারা আবার রুশ বাহিনিকে আক্রমণও করছে । এর ফলে তারা আবার রুশ বিমান বাহিনী বা সেনাদের আক্রমনের মুখেও পরছে । আহত বা নিহত হচ্ছে ।
একটা বিষয় অবশ্য প্রাভদায় খুঁজে পাই নি - বিষয়টি হল , ইউক্রেনে অনেক রাশিয়ান ফলোয়ার অর্থাৎ সমর্থক আছে । তাঁরা যেখানে আকাশ থেকে বোমা বা মিসাইল ছুড়তে হবে সেই সমস্ত স্থাপনার উপরে বা ছাদে লাল ক্রস দিয়ে দিচ্ছে ফলে রাশিয়ান দের আক্রমনে সুবিধা হচ্ছে ।এ খবরটি আমি অবশ্য পেয়েছি রুমানিয়ার বুখারেস্ট থেকে ছোট ভাই কাম বন্ধু নয়নের সাথে আলাপ কালে ( মেসেঞ্জারে ) ।
আর এই সমস্ত আক্রমনের খবরই পশ্চিমের সংবাদ মিডিয়া ফলাও করে প্রচার করছে যে , পুতিনের বাহিনী হাসপাতালে বোমা ফেলছে ইত্যাদি । জনসাধারনের উপরে বোমা ফেলছে এমন অভিযোগও করেছে তারা ।
লাভিভ (Lviv ) ইউক্রেন- পোল্যান্ড সীমান্তের ইউক্রেনের দিকে শেষ চেক পোস্ট । সীমান্ত থেকে ৩৫ কিলো ভেতরে । সেখানে একটি সেনা সদর ছিল । এই সেনা সদরে ইউক্রেনের সেনা বাহিনীর ট্রেনিং ক্যাম্প ছিল । আমেরিকান, ব্রিটিশ আর ন্যাটোর সেনা কর্মকর্তারা এখানেই চুপিচুপি এসে ইউক্রেনের সেনাদের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ট্রেনিং দিত । ওই প্রশিক্ষন ক্যাম্প দুই/তিন দিন আগে মিসাইল ( নাকি বোমা) মেরে গুড়িয়ে দিয়েছে রুশ সেনারা । প্রথমে তো তারা বলল , যে আমাদের ২২ জন নিহত হয়েছে । বিকাল নাগাদ সেই সংখা ৩৫ হয়েছিল ।আসলে কত জন নিহত হয়েছে বা কি সেই নিহতদের পরিচয় তা তো জানা যাবে না ! পশ্চিমের সংবাদ মাধ্যম বলে কথা !
ইউক্রেনের কাছাকাছি এখন ওয়ারশ তে আছে , ইউক্রেনের ওডেসা থেকে চলে এসেছে ঢাকার ছোট ভাই ( ছাত্র ) সাইফুল ইসলাম ।
সে হাসতে হাসতে বলে 'আরে কামাল ভাই মনে হয় লাভিভে বেশ কিছু প্রশিক্ষক মারা গেছে । তবে এদের বেশ মন খারাপ । এরা শংকিত । '

কি জানি কি হচ্ছে ওদিকটায় ! তবে বলে রাখি , আমার ধারনা - এই যুদ্ধের একটা লম্বা সময়ের ফলাফল আসতেই পারে !
আমি পরশু আবার খুঁজবো । ট্রান্স আটলান্টিক ওয়ার লর্ডদের নিয়ে কিছু বলার আছে । কাল আর হবে না ।
কাল বাংলাদেশ খেলবে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ।
খেলা দেখতেই কেটে যাবে সারা বেলা ।
আপাতত বিদায় ।




মুসা কামাল ।
সম্পাদক ।
হ্যালো জনতা ডট কম ।
১৮/৩/২০২২ ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।