Monalisa: মোনা লিসা-লিওনার্দো দ্যা ভিঞ্চির মোনা লিসা।পার্ট টু ।একটি এমকে সংগ্রহ ও লিখনি ।

  ## A hellojanata.com Presentation  -- 

Monalisa: মোনা লিসা-লিওনার্দো দ্যা ভিঞ্চির মোনা লিসা।পার্ট টু ।একটি এমকে সংগ্রহ ও লিখনি । 



মোনা লিসা চিত্রকর্মটি দেখেছেন ।ঠোঁটের কোনে একটু হাসি ? সেই হাসি নাকি একটুক্ষন চেয়ে থাকতে থাকতে আরো একটু ভাঁজ হয় !সতের বৎসর ধরে ছবিটি আঁকতে আঁকতে কি ভাবতেন লিওনার্দো দ্যা ভিঞ্চি ?

# ভিঞ্চি #

আপনি যেদিকেই যান বা অবস্থান নেন না কেন ছবির মোনা লিসা আপনাকে অনুসরন করবে তাঁর চোখ দিয়ে ।
অনেক প্রশ্ন বা রহস্য আছে ছবিটিকে ঘিরে । এই ভুবন ভোলানো ছবিটিকে সামনে নিয়েই আত্মহত্যা করেছিলেন এক শিল্পী । ফ্রান্সের প্যারিস শহরের শিল্পী লুই মাস্ত্র ১৮০২ সালে ছবিটির কারনে প্যারিসের উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন । মাস্ত্র লাফ দেওয়ার পূর্বে যে সুইসাইড নোট লিখে যান,তাতে লিখে গিয়েছিলেন যে , তিনি মোনা লিসার ছবিটির দিকে তাকিয়ে থাকতে থাকতে এ পৃথিবীতে বেঁচে থাকার সাধ হারিয়ে ফেলেছেন । তাই সেই সুইসাইড !
কতো দাম এই চিত্রকর্মটির ।
এখন এই চিত্রকর্মটির মুলো দশ /বারো কোটি ডলার ।কিন্তু এটি বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ । ফ্রান্সের সরকার মনে করে মোনা লিসা ফ্রান্সের জনগনের সম্পত্তি । আর তাই আইন করেই ছবিটির বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ।
দেখতে কেমন ছিলেন লিওনার্দো দ্যা ভিঞ্চির বন্ধু পত্নী লিসা গেরাদিনি ? গেরাদিনির ছবি
দেখুন —

----------------------------------------------------------------------------------------------------------------------------



আসলে জগত ময় একটি প্রশ্নই ঘুরছে গত ৫০০ বৎসর জুড়ে আর সেই প্রশ্ন হল ~~~~

কি এঁকেছিলেন লিওনার্দো দ্যা ভিঞ্চি ? কি ম্যাসেজ দিয়ে ছিলেন মহান এই শিল্পী ?

আসলে লিওনার্দো দ্যা ভিঞ্চি সম্পর্কে একটি বাক্য একবারেই সঠিক আর তা হল~~~~
সময়ের অনেক আগেই ঘুম ভেঙ্গেছিল এই মহান শিল্পীর !

———————-
ফিচার গ্রুপ ~~
আগামী শুক্রবার অর্থাৎ ২৭ মে দেখুন ” : দ্যা পিয়েতা- রেনেসাঁ যুগের মহান শিল্পী মাইকেলেএঞ্জেলো/মিকেলাঞ্জেলোর দ্যা পিয়েতা ” ।)


একটি ‘এমকে ( MK ) ‘সংগ্রহ এবং লিখনি ~~


ফিচার গ্রুপ ।।
————-

মোনা লিসার ছবি ঘিরে একেবারেই যে শুধু জানার আগ্রহ তা কিন্তু নয় । মোনা লিসার এই জগত বিখ্যাত ছবি ঘিরে ট্রল ও অনেক হয়েছে । যদিও আমরা ট্রল কে উৎসাহ দেই না তবুও কাহিনীর বিচিত্রতার জন্য কিছু এখানে দেওয়া হল । নিচে তার কয়েকটি দেওয়া হল ।

ওহ মোনা লিসা ! ওহ মোনা লিসা !

মনে করুন মোনা লিসা সিগারেট ফুঁকছেন । কেমন হবে সেই চিত্র ~~~~~



কিংবা চশমা পরা মোনা লিসা – দেখুন কেমন লাগে ~~~~~





অথবা পোষা বিড়াল ছানা কে কোলে নিয়ে আছেন মোনা লিসা —–
দেখুন তো সেই ট্রল —





ভাবুনতো একদম ওয়েস্টার্ন ড্রেসে মোনালিসা !
লো কাট টপস পরেছেন তিনি । সাথে আবার হট প্যান্ট ।
কোমরে বড় বড় বাকল এর বেল্ট !
কেমন লাগবে বিশ শতকের পরের মোনালিসা কে ?






ভাবুন তো মোনালিসা এখন ব্যবহার করছেন একটি অ্যাপেল এর মোবাইল সেট । সেলফি তুলছেন তিনি ! কেমন লাগবে তাঁর সেই সেলফি তোলার ছবিটি । দেখুন নিচে —





মনে করুন মোনালিসা ঢাকার নিউমার্কেটে এলেন । তিনি খুব তৃষ্ণার্ত । এক ফালি তরমুজ কিনে ঢাকা কলেজের সামনে দাড়িয়ে খেতে শুরু করলেন । কেউ একজন তাঁর ছবি তুলে ফেললেন !
কেমন হবে তাঁর সেই ছবিটি ? ভাবতে পারছেন না ?
নিচে দেখুন ~~~~



# অনেকেই বলে থাকেন আবার দাবীও করেছেন , আসলে মোনলিসার সামনের একটি বা দুটি দাঁত ছিল না , ফলে সেই ভাঙ্গা দাঁত লুকাতেই নাকি মোনালিসা অমন হাসিটি ( ভুবন জয় করা ) হেসেছিলেন । আশ্চর্য বিষয় নয় কি?
তাই নাকি ? আসুন দেখি দাঁত হীন মোনালিসা কে !
দেখুন তো একটি দাঁত ছাড়া মোনলিসাকে কেমন দেখতে লাগে !





সব শেষের কথা – অনেকেই বলেন মোনালিসার ছবিটি ঘরে থাকলে নাকি সে ঘরে দুঃখ আসে !
কি ? এরপরেও রাখবেন নাকি মোনলিসার পোস্টার ?
ভাবুন– এবার —

আর সাবধান !!
শেষ ।।

ফিচার গ্রুপ ।


একটি ‘এম কে ‘ সংগ্রহ ও লিখনি ~~
হ্যালো জনতা ডট কম ।
hellojanata.com .
# পোর্টালে  প্রকাশিত অধিকাংশ অকৃত্রিম লেখা আমাদের ব্লগে নিয়মিত সম্প্রসারিত হয় ।
কাজেই লেখা ডিলিটের কারনে  লেখা পোর্টালে না  পেলে এখানে ব্লগে পাবেন ।
হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
কপি অ্যান্ড পেস্ট টু ইওর ব্রাউসার ।
https://hellojanata350.blogspot.com–

















মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।