প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৪৮ – বন্ধু জানি না তুমি কেমন আছো!! আকরাম উদ্দিন আহমেদ।

  ## A hellojanata.com Presentation  --


প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৪৮ – বন্ধু জানি না তুমি কেমন আছো!! আকরাম উদ্দিন আহমেদ।





প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৪৮

বন্ধু জানি না তুমি কেমন আছো!!
আকরাম উদ্দিন আহমেদ।

বন্ধু জানি না তুমি কেমন আছো!!

বন্ধু জানি না তুমি কেমন আছো
দিনগুলো কিভাবে কাটাও
শুধু একবার এসে বলে যাও
বন্ধু….বন্ধু….


বন্ধু একটা শব্দ কিন্তু এর গভীরতা অনেক। বন্ধুত্বের কোন হিসাব হয় না। বন্ধুত্বের কোন মাপকাঠি হয় না। বন্ধুরা কখনো ছেলে-মেয়ে হয় না। বন্ধুত্বের কোন জাত নেই, বন্ধুত্বের কোন বয়স নেই। বন্ধু শুধু বন্ধু হয়। বন্ধুরা শুধু একজন অন্য জনের জন্য হয়।

বন্ধুত্বের কোনো রঙ নেই। নেই কোন কালো-সাদার ফারাক। যেখানে কে মোটা বা কে চিকন, কে সুন্দর কে অসুন্দর এর হিসেব নেই সেটাই বন্ধুত্ব।

যে প্রয়োজনে আপনার বাবা হয়ে আপনাকে আগলে রাখে, ছায়া দেয় আবার প্রয়োজনে আপনার মা হয়ে আপনাকে মমতা দেয়। কখনো আপনার ভাই-বোন হয়ে আপনার সঙ্গে মারামারি করে কিন্তু কখনো একা ছেড়ে যায় না। প্রয়োজনে আপনার প্রিয় মানুষ হয়ে আপনাকে পুরোপুরি আপনার মত করেই বুঝে। সেই আপনার বন্ধু।

বন্ধু এমন একটা কাঁধ। যেখানে মাথা রেখে চিন্তা মুক্ত ভাবে মনের কথা বলতে পারবেন, চিৎকার করে কাঁদতে পারবেন। বন্ধু এমনই একটা ভরসার জায়গা যার কাঁধে মাথা রেখে নিজের সুখ-দুঃখের না বলা সব কথা বলতে পারবেন। যেখানে থাকবে না লালসা, যেখানে থাকবে না ছলনা বা প্রতারণা, যেখানে থাকবেনা পাওয়া-না পাওয়ার আকাঙ্ক্ষা বা আক্ষেপ। যেখানে থাকবে একান্তই পরিপূর্ণ বিশ্বাস এবং নির্ভরতা, যেখানে থাকবে একটা নির্মল সম্পর্ক ভালোবাসা।

যেখানে আস্থা পাওয়া যায়-
‘আরে শালা আমি তো আছি চিন্তা করিস ক্যান? প্যারা নিস না’।

ভরসা দিয়ে এই কথাটি সাহস করে বলার মানুষটাই আপনার বন্ধু। আপনার সব থেকে আপনজন। আপনার সব থেকে কাছের মানুষ।

তবে সময়ের পরিক্রমায় বন্ধুত্বের গভীরতার ব‍্যরোমিটার ওঠানামা করে। বন্ধুত্বের রঙ বদলায়, স্বাদ পানসে হয়, আবার গভীরতাও অনেক সময় বাড়ে। কৈশোরে এক রকম তো যৌবনে আরেক রকম। অর্থাৎ হাইস্কুলে একরকম কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনে আরেক রকম। বার্ধক‍্যে রঙটা ফিকে হয়ে যায়। কৈশোরে বয়স কম থাকায় বন্ধুত্বে ভীরুতা থাকে যৌবনে এসে সাহসি হয়। অর্থাৎ ঝুঁকি নিতে পিছুপা হয়না। বন্ধুর জন্য ভেঙ্গে চুরে ফেলতে চায় সব কিছু। বাঁধার দেয়াল টপকাতে চায় যদিও হয় তা পাহাড় সম। ক্রমেই বাড়তে থাকে বুন্ধুত্বের বলয়। জুটে যায় নোতুন নোতুন বন্ধু। নেশায় পেয়ে বসে আড্ডা দেয়া। মন ছুটে যায় অজানার টানে। কেমন যেন মন চায় সবকিছুর স্বাদটুকু নিতে। মনের অজান্তেই নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বেড়ে যায়, পরাজয় ঘটে উচ্ছলতায়। মন খোঁজে ফিরে নির্জনতায়, প্রশান্তি পায় মৌনতায় বুদ হয়ে থাকায়। এ সময়টায় বন্ধুত্বের প্ররোচনায় খুবই সাবধানী হতে হয় নতুবা বন্ধুত্বের কারনে পদস্খলন ঘটতে পারে। তাই বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে হয়, কষ্টি পাথরে বন্ধুকে যাচাই করে নিতে হয় নতুবা অসৎ সঙে সর্বনাশ হওয়ার সম্ভবনা বেড়ে যায়। এমনকি জীবননাশের ঘটনাও ঘটতে পারে।

কর্মজীবনে বন্ধুত্বের সময় দেওেয়াটায় ভাটা পরে। সযতনে লালন করা সম্পর্কটায় মরচে ধরে। সবাই ব‍্যক্তিগত জীবন, নিজের পারিবারিক জীবন নিয়ে ব‍্যস্ত হয়ে পরে। তারপরও অনেকেই বন্ধুত্বের সম্পর্কটাকে ধরে রাখতে প্রচেষ্টা চালিয়ে যায় তবে কৈশোরের বা প্রথম যৌবনের চাঞ্চল্যের সেই প্রাণোচ্ছল সম্পর্কের কাছে তা নিতান্তই ফ‍্যাকাশে।

তাই বন্ধুদের নিয়ে চিন্তা করুন, বন্ধুত্বকে শ্রদ্ধা করুন, বন্ধুত্বকে ভালোবাসুন। বন্ধুদের মূল্যায়ন করুন, বন্ধুত্বকে পরিচর্যা করুন, বন্ধুত্বকে উপভোগ করুন। সত্যিকারের বন্ধুকে হারিয়ে যেতে দেবেন না। একবার হারিয়ে গেলে এই আফসোস আর পূরণ হবে না। তারপর আজীবন খুঁজেও তা না পেয়ে মান্না দে’র মতো গাইতে হবে-

তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমায়
এখানে ওখানে কত খুঁজেছি তোমায়
সংগী বিহীন আমি ক্লান্ত
কত যে আজ খবর কি পাও
বন্ধু জানি না তুমি কেমন আছো…..

আকরাম উদ্দিন আহমেদ
লেখক
কুড়িগ্রাম।
১১/০৬/২০২২ ।


hellojanata.com
আকরাম উদ্দিন আহমেদ।


# জনাব আকরাম উদ্দিন আহমেদ হ্যালো জনতার নিয়মিত লেখক ।।
# তাঁর সকল লেখা আমাদের ব্লগ এবং সামাজিক মাধ্যমে প্রচারিত হয় ।।

হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
hellojanata.com —
https://hellojanata350.blogspot.com




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।