Hemanto Mukhoppaddhay:আজ হেমন্ত মুখোপাধ্যায় এর জন্মদিন ।

   ## A hellojanata.com Presentation  -


আজ হেমন্ত মুখোপাধ্যায় এর জন্মদিন ।





আজ ১৬ জুন বিখ্যাত কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এর ১০২ তম জন্মদিন। গত বৎসর কোভিড-১৯ এর কারণে পালন করা যায়নি তাঁর জন্মশতবর্ষ। ২০২১ সালও সে ভাবেই বিগত । এবার মুম্বাই সহ পশ্চিমবঙ্গ এবং ভারত-বাংলাদেশে ও প্রবাসী বাংলা মহলে পালিত হচ্ছে জনপ্রিয় এই শিল্পীর ১০২ তম জন্মশত বার্ষিকী ।

এবার পূর্বেই শুরু হয়ে গিয়েছে জন্মশত বার্ষিকী পালনের তোড়জোড় ।
গত ১২ জুন (২০২২) মুম্বাইএর ‘ম্যাজেস্টি মিউজিক্যাল ইভেন্ট’এ এক অনুষ্ঠানের আয়োজন হয় । প্রধান অতিথি ছিলেন আরেক গুণী শিল্পী অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। গায়কের ১০২তম জন্মদিনে গানে গানেই তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় ।
অনুষ্ঠানে ‘ধিতাং ধিতাং বোলে ‘ গানটির সাথে উন্মাতাল হয়ে ওঠে অনুষ্ঠান স্থল । সকলেই গানটির সময় দাড়িয়ে সুর মেলাতে থাকেন ।
বাঙলা ছবির জগতে হেমন্ত- বিশ্বজিত জুটির কথা কি ভুলতে পারা যাবে ? অনুষ্ঠানে বিশ্বজিত বললেন – হেমন্ত আমাকে’মেজদাদা’ বলে সম্বোধন করতেন ।
এ এক অপূর্ব স্মৃতিচারনা , এ এক অভূতপূর্ব দর্শক তন্ময়তা !


হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম গ্রহন করেন ভারতের বেনারসে ১৯২০ সালের ১৬ জুন ।
তিনি মৃত্যুবরন করেন ভারতের কলকাতায় ১৯৮৯ সালের ২৬ সেপ্টেম্বর ।

বাঙলা গানের জগতে এবং হিন্দি গানের জগতেও হেমন্ত মুখোপাধ্যায়ের অগনিত গান মুগ্ধ শ্রোতা আর অনুগ্রাহী রয়েছেন । তৎকালীন বোম্বেতে ( বর্তমান মুম্বাই ) তিনি পরিচিত ছিলেন হেমন্ত কুমার নামে ।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে হেমন্ত মুখোপাধ্যায় বেশ কয়েকটি গান গেয়ে আমাদের মুক্তিযুদ্ধকে বেগবান করেছিলেন । স্বাধীন বাঙলা বেতার থেকে প্রচারিত হত সেই গান সমূহ ।
বেশ কটি গানের মাঝে —-

‘ মাগো ভাবনা কেন -আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে,
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি , তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি –

গানটি আজো বাংলাদেশের যে কোন প্রতিবাদ আন্দোলনে গেয়ে উঠে প্রতিবাদী বাঙালি যুবকরা ।
লিঙ্ক- https://www.youtube.com/watch?v=jpDvXJPwyNU

আজ ১৬ জুন-২০২২ । 

জন্মদিনের শুভেচ্ছা হে গুণী । 

আমরা হ্যালো জনতা ডট কম অনাবিল প্রশান্তিতে স্মরন করছি এই ক্ষণজন্মা অমর গানের শিল্পীকে ।


রবি রায় ।
গড়িয়াহাটা , কলকাতা ।

# এ ছাড়াও সব লেখার মতই ফেসবুক,টুইটার ও লিঙ্কেডিনে প্রচারিত ।
হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
কপি অ্যান্ড পেস্ট টু ইওর ব্রাউসার ।
https://hellojanata350.blogspot.com–

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।