Padma Bridge: পদ্মা সেতু ,যেন যুগযুগান্তের বাঙালির সাধনার পরিপূর্ণ রুপ- কলকাতা, ভারত থেকে উৎপল দত্ত ।

 ## A hellojanata.com Presentation  -

 

Padma Bridge:পদ্মা সেতু ,যেন যুগ যুগান্তের বাঙালির সাধনার পরিপূর্ণ রুপ- কলকাতা, ভারত থেকে উৎপল দত্ত ।


# আর মাত্র মাঝে দুই দিন #



সলিল বিপুলা উচ্ছাসময়ী পদ্মা নদী ,নদীতটে নন্দন বিনিন্দিত নগর, তন্মধ্যে অপূর্ব কারুকার্যমন্ডিত সেতু!যেন যুগযুগান্তের বাঙালির সাধনার পরিপূর্ণ রুপ-

লিখেছেন কলকাতা,ভারত থেকে
উৎপল দত্ত ।

“নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে যতো সুখ আমার বিশ্বাস”।
এপার ও ওপারের যোগাযোগ না থাকায় এই অজ্ঞতা তৈরী হয় কিন্তু সেতু এই অজ্ঞতা কে ঠেলে সত‍্যের দ্বারপ্রান্তে উপনীত হয়।
ইতিহাস বলে বাংলাদেশের পদ্মা যা নামে লক্ষী (অর্থনৈতিক) যথার্থই।প্রমত্তা পদ্মার নিয়ন্ত্রণে একটা ইন্জিনিয়ারিং মারভেলাস।
বঙ্গীয় তটের ভূবৈচিত্র সম্বন্ধে যাদের বিন্দুমাত্র ধারনা আছে তারা বুঝতে পারবেন এটির উপর সেতুবন্ধন কত টা চ‍্যালেঞ্জিং।
বিশেষজ্ঞদের কাছে জানতে পারলাম এটি তৈরী তে ৩৪ লক্ষ টন পাথর লেগেছে। ১-লক্ষ ৩৩ হাজার ব্লক ও ৯ রিখটার স্কেলের ভূকম্পন সহনশীল এই সেতূ বাংলাদেশের ১,২ % জিডিপি বাড়াবে।যে পদ্মার তলের নাগাল পেতে ১০০ মিটার গভীরে গিয়ে ভীত তৈরি করতে হয় তা যে জাতির ভবিষ্যৎ তৈরী করবে তা বলার অপেক্ষা রাখেনা।হাজার ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে এর সফল নির্মাণ সম্ভব হয়েছে তা সত‍্যিই ঈর্ষণীয়।




এই সেতুর আলোকোজ্জ্বল দৃষ্টিনন্দন রুপ ও সুবিশাল পরিকাঠামোর পরিস্পর্ধা বিশ্ববাসীর শ্রদ্ধার্হ।
সলিল বিপুলা উচ্ছাসময়ী নদী ,নদীতটে নন্দন বিনিন্দিত নগর, তন্মধ্যে অপূর্ব কারুকার্যমন্ডিত সেতু যেন যুগযুগান্তের বাঙালির সাধনার পরিপূর্ণ রুপ।


বাঙালি তুমি আজ শুধু বাঙ্গালিকেই মহিমান্বিত করোনি,তুমি আজ বিশ্ববাসীকে নিজের অস্তিত্ব কে ,নিজের সক্ষমতাকে প্রমান করেছো।

we will not overcome but we already overcome.



# শ্রীযুক্ত বাবু উৎপল দত্ত । #

ভারত , কলকাতা থেকে
উৎপল দত্ত ।।
কলামিস্ট , লেখক ।
হ্যালো জনতা ডট কম ।
hellojanata.com .
# এখানে প্রকাশিত অধিকাংশ অকৃত্রিম লেখা আমাদের ব্লগে নিয়মিত সম্প্রসারিত হয় ।
কাজেই সামাজিক মাধ্যমে  লেখা ডিলিটের কারনে লেখা না পেলে ব্লগে পাবেন ।

# লেখাটি ফেসবুক, টুইটার এবং লিঙ্কেডিনে প্রচারিত । 
হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
কপি অ্যান্ড পেস্ট টু ইওর ব্রাউসার ।
https://hellojanata350.blogspot.com–

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।