সব ক’টা জানালা খুলে দাও না- আজ নেত্রকোনার কলমাকান্দায় সাত বীর মুক্তিযোদ্ধার শহীদ দিবস।

  ## A hellojanata.com Presentation  - 

সব ক’টা জানালা খুলে দাও না- 

আজ নেত্রকোনার কলমাকান্দায় সাত বীর মুক্তিযোদ্ধার শহীদ দিবস।








সব ক’টা জানালা খুলে দাও না- আজ ২৬ জুলাই নেত্রকোনার কলমাকান্দায় সাত বীর মুক্তিযোদ্ধার শহীদ দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নেত্রকোনার এই এলাকায় এই দিনে পাকিস্তান বাহিনীর সাথে সম্মুখ সমরে শহীদ হন সাত বীর মুক্তিযোদ্ধা । এই যুদ্ধটি ঐতিহাসিক নাজিরপুরের যুদ্ধ নামে ইতিহাসে জায়গা দখল করে আছে ।

শহীদ বীর মুক্তিযোদ্ধারা হলেন –
# শহীদ বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল আজিজ নেত্রকোনা।
# শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক নেত্রকোনা।
# শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. ইয়ার মাহমুদ মুক্তাগাছা।
# শহীদ বীর মুক্তিযোদ্ধা ভবতোষ চন্দ্র দাস মুক্তাগাছা।
# শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান মুক্তাগাছা ।
# শহীদ বীর মুক্তিযোদ্ধা দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস মুক্তাগাছা ।
# শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন জামালপুর ।




# সাত শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধি ।
# সমাধি স্থলে বেশ অবহেলা লক্ষণীয় । এ বিষয়ে প্রশাসনের এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ।

১৯৭১ সালের এ দিনে কলমাকান্দা উপজেলার নাজিরপুর নামক স্থানে পাকিস্থানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে ৭ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। যুদ্ধরত অন্যান্য মুক্তিযোদ্ধারা যুদ্ধের পরে তাদের জীবন বাজী রেখে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ সেদিন বহন করে নিয়ে যায় । পরে লেঙ্গুড়া ফুলবাড়ী সীমান্তে ভারতের মেঘালয় ঘেষা ১১৭২ নং পিলার সংলগ্ন স্থানে তাদেরকে সমাহিত করেন।

আজ ব্যাপক শ্রদ্ধার সাথেই দিবসটি উৎযাপনের এবং শহীদ স্মৃতিতে সমৃদ্ধ হওয়ার প্রস্তুতি গত কয়েক দিন থেকেই লক্ষ্য করা যাচ্ছে ।

এ দিবস বিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস জানান, আজ ( ২৬ জুলাই ২০২২) সকাল ১১.৩০ মি. নাজিরপুর স্মৃতিসৌধে এবং সকাল ১১.৩০ মি. ফুলবাড়ীতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বাদ যোহর লেঙ্গুড়া জামে মসজিদে মিলাদ মাহফিল ও অন্যান্য মসজিদ মন্দির গীর্জায় বিশেষ প্রার্থনা করা হবে ।

তিনি বলেন,বন্যাদুর্গত আশ্রয়হীন ১০টি বীর মুক্তিযোদ্ধা পরিবারকে পুর্নবাসনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

তিনি আরো জানিয়েছেন বন্যাদুর্গত দুই শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস’ উদযাপন করা হবে।


রীনা হায়াৎ ।
নেত্রকোনা কলমাকান্দা থেকে ।
হ্যালো জনতা ডট কম ।
hellojanata.com .
হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
https://hellojanata350.blogspot.com/
# Copy and paste to your browser .
Follow us on —-
# facebook –
@ https://www.facebook.com/hellojanata/
#Twitter–
@ @BinMostanjir
# inastagram —
@ 121kamalbd
# linkedin
@ https://www.linkedin.com/feed/

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।